বিজেপির ঘরানা বুঝতে পারেননি দুই প্রাক্তনঃ মানিক

এই খবর শেয়ার করুন (Share this news)

বিজেপিতে যোগ দিলেও তারা কোনও অবস্থাতেই বিজেপির ঘরানার সাথে মানিয়ে নিতে পারেননি । নিজস্ব চাহিদা এবং প্রয়োজনের নিরিখেই এরা পদ্মশিবিরে শামিল হয়েছিলেন । জনকল্যাণের বিন্দুমাত্র লক্ষ্য কিংবা উদ্দেশ্য তাদের ছিল না । শনিবার রাজধানীর নেতাজী চৌমুহনীতে আয়োজিত নির্বাচনি সভায় বক্তব্য রাখতে গিয়ে দুই বিজেপি ত্যাগী বিধায়ক সুদীপ রায়বর্মণ এবং আশিস কুমার সাহাকে এই ভঙ্গিমাতেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা । তিনি নাম না উল্লেখ করেই দুই প্রাক্তন বিধায়ককে বিঁধলেন । টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা . মানিক সাহা বলেন , তাদের একজনকে দলে বড়সড় পদ দেওয়া হয়েছিল । একজনকে মন্ত্রীও করা হয়েছিল। এরপরও তারা শুরু থেকে শেষ পর্যন্ত বিধানসভার ভেতর কিংবা বাইরে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে হেয় প্রতিপন্ন করে গেছে । পদ এবং ক্ষমতার লালসাতেই তারা এমনটা করে গেছেন । যা করতে গিয়ে তারা বিজেপির সংস্কৃতিই কোনওদিন বুঝতে চায়নি ।

মুখ্যমন্ত্রী বলেন , বিজেপি এভাবে কিছু হয় না । কংগ্রেস কিংবা অন্য দলের সংস্কৃতি পদ্ম শিবিরে চলে না বলেও তিনি উল্লেখ করেন । দলছুট দুই বিধায়কের বিরুদ্ধে তিনি দল বিরোধী অন্তর্ঘাতেরও অভিযোগ করেন । তিনি বলেন , গত লোকসভা নির্বাচন এবং পুর নির্বাচনে তারা বিরোধী দলীয় প্রার্থীদের মাইলেজ পাইয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করেছে ।এ দিনের সভায় বামেদেরও তুমুল আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ডা . সাহা । তিনি বলেন , বামেরা ছিলেন খুন , সন্ত্রাস , ধর্ষণের কারিগড় । তাদের দীর্ঘ শাসনে এসব ঘটনা হামেশাই ঘটতো । রাজ্যের এমন কোনও এলাকা বাদ নেই যেখানে এমন ঘটনা ঘটেনি । এখন তারাই আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ করছেন । ভোটের সুষ্ঠু পরিস্থিতির মধ্যেও ঘোলা জলে মাছ ধরার চেষ্টা হচ্ছে । এ দিনের সভায় এএমসির মেয়র দীপক মজুমদার , বিজেপি সহ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ স্থানীয় কর্পোরেটর ছিলেন । মুখ্যমন্ত্রী এ দিন ২২ নং বুথে ডোর টু ডোর কর্মসূচিতে অংশ নেন । অন্যদিকে , ৬ আগরতলার বিজেপি প্রার্থী ডা . অশোক সিন্হা এ দিন ১৩ নম্বর ওয়ার্ডের ১৪ নং বুথে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

14 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

15 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

15 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

15 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

15 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

15 hours ago