বিজেপিতে যোগ দিলেও তারা কোনও অবস্থাতেই বিজেপির ঘরানার সাথে মানিয়ে নিতে পারেননি । নিজস্ব চাহিদা এবং প্রয়োজনের নিরিখেই এরা পদ্মশিবিরে শামিল হয়েছিলেন । জনকল্যাণের বিন্দুমাত্র লক্ষ্য কিংবা উদ্দেশ্য তাদের ছিল না । শনিবার রাজধানীর নেতাজী চৌমুহনীতে আয়োজিত নির্বাচনি সভায় বক্তব্য রাখতে গিয়ে দুই বিজেপি ত্যাগী বিধায়ক সুদীপ রায়বর্মণ এবং আশিস কুমার সাহাকে এই ভঙ্গিমাতেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা । তিনি নাম না উল্লেখ করেই দুই প্রাক্তন বিধায়ককে বিঁধলেন । টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা . মানিক সাহা বলেন , তাদের একজনকে দলে বড়সড় পদ দেওয়া হয়েছিল । একজনকে মন্ত্রীও করা হয়েছিল। এরপরও তারা শুরু থেকে শেষ পর্যন্ত বিধানসভার ভেতর কিংবা বাইরে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে হেয় প্রতিপন্ন করে গেছে । পদ এবং ক্ষমতার লালসাতেই তারা এমনটা করে গেছেন । যা করতে গিয়ে তারা বিজেপির সংস্কৃতিই কোনওদিন বুঝতে চায়নি ।
মুখ্যমন্ত্রী বলেন , বিজেপি এভাবে কিছু হয় না । কংগ্রেস কিংবা অন্য দলের সংস্কৃতি পদ্ম শিবিরে চলে না বলেও তিনি উল্লেখ করেন । দলছুট দুই বিধায়কের বিরুদ্ধে তিনি দল বিরোধী অন্তর্ঘাতেরও অভিযোগ করেন । তিনি বলেন , গত লোকসভা নির্বাচন এবং পুর নির্বাচনে তারা বিরোধী দলীয় প্রার্থীদের মাইলেজ পাইয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করেছে ।এ দিনের সভায় বামেদেরও তুমুল আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ডা . সাহা । তিনি বলেন , বামেরা ছিলেন খুন , সন্ত্রাস , ধর্ষণের কারিগড় । তাদের দীর্ঘ শাসনে এসব ঘটনা হামেশাই ঘটতো । রাজ্যের এমন কোনও এলাকা বাদ নেই যেখানে এমন ঘটনা ঘটেনি । এখন তারাই আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ করছেন । ভোটের সুষ্ঠু পরিস্থিতির মধ্যেও ঘোলা জলে মাছ ধরার চেষ্টা হচ্ছে । এ দিনের সভায় এএমসির মেয়র দীপক মজুমদার , বিজেপি সহ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ স্থানীয় কর্পোরেটর ছিলেন । মুখ্যমন্ত্রী এ দিন ২২ নং বুথে ডোর টু ডোর কর্মসূচিতে অংশ নেন । অন্যদিকে , ৬ আগরতলার বিজেপি প্রার্থী ডা . অশোক সিন্হা এ দিন ১৩ নম্বর ওয়ার্ডের ১৪ নং বুথে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন ।
অনলাইন প্রতিনিধি :-স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে গিয়ে এমপ্লয়িজ স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ভুক্ত সাধারণ কর্মচারী…
২০১৯ সালে করোনা মহামারির পাঁচ বছর পর ফের শিরোনামে চিন।এবার এইচএমপিভি (HMPV) নামক নয়া ভাইরাসের…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনাও লাটে উঠেছে। বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করছে না শিক্ষা…
অনলাইন প্রতিনিধি :-তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু। তাছাড়াও ৬০ জন আহত হয়েছেন। তবে…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার জাতীয় সড়ক নির্মাণের জন্য…
অনলাইন প্রতিনিধি :-ফ্লোরেন্সনাইটিঙ্গেলের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ…