বিজেপির ঘরানা বুঝতে পারেননি দুই প্রাক্তনঃ মানিক

এই খবর শেয়ার করুন (Share this news)

বিজেপিতে যোগ দিলেও তারা কোনও অবস্থাতেই বিজেপির ঘরানার সাথে মানিয়ে নিতে পারেননি । নিজস্ব চাহিদা এবং প্রয়োজনের নিরিখেই এরা পদ্মশিবিরে শামিল হয়েছিলেন । জনকল্যাণের বিন্দুমাত্র লক্ষ্য কিংবা উদ্দেশ্য তাদের ছিল না । শনিবার রাজধানীর নেতাজী চৌমুহনীতে আয়োজিত নির্বাচনি সভায় বক্তব্য রাখতে গিয়ে দুই বিজেপি ত্যাগী বিধায়ক সুদীপ রায়বর্মণ এবং আশিস কুমার সাহাকে এই ভঙ্গিমাতেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা । তিনি নাম না উল্লেখ করেই দুই প্রাক্তন বিধায়ককে বিঁধলেন । টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা . মানিক সাহা বলেন , তাদের একজনকে দলে বড়সড় পদ দেওয়া হয়েছিল । একজনকে মন্ত্রীও করা হয়েছিল। এরপরও তারা শুরু থেকে শেষ পর্যন্ত বিধানসভার ভেতর কিংবা বাইরে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে হেয় প্রতিপন্ন করে গেছে । পদ এবং ক্ষমতার লালসাতেই তারা এমনটা করে গেছেন । যা করতে গিয়ে তারা বিজেপির সংস্কৃতিই কোনওদিন বুঝতে চায়নি ।

মুখ্যমন্ত্রী বলেন , বিজেপি এভাবে কিছু হয় না । কংগ্রেস কিংবা অন্য দলের সংস্কৃতি পদ্ম শিবিরে চলে না বলেও তিনি উল্লেখ করেন । দলছুট দুই বিধায়কের বিরুদ্ধে তিনি দল বিরোধী অন্তর্ঘাতেরও অভিযোগ করেন । তিনি বলেন , গত লোকসভা নির্বাচন এবং পুর নির্বাচনে তারা বিরোধী দলীয় প্রার্থীদের মাইলেজ পাইয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করেছে ।এ দিনের সভায় বামেদেরও তুমুল আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ডা . সাহা । তিনি বলেন , বামেরা ছিলেন খুন , সন্ত্রাস , ধর্ষণের কারিগড় । তাদের দীর্ঘ শাসনে এসব ঘটনা হামেশাই ঘটতো । রাজ্যের এমন কোনও এলাকা বাদ নেই যেখানে এমন ঘটনা ঘটেনি । এখন তারাই আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ করছেন । ভোটের সুষ্ঠু পরিস্থিতির মধ্যেও ঘোলা জলে মাছ ধরার চেষ্টা হচ্ছে । এ দিনের সভায় এএমসির মেয়র দীপক মজুমদার , বিজেপি সহ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ স্থানীয় কর্পোরেটর ছিলেন । মুখ্যমন্ত্রী এ দিন ২২ নং বুথে ডোর টু ডোর কর্মসূচিতে অংশ নেন । অন্যদিকে , ৬ আগরতলার বিজেপি প্রার্থী ডা . অশোক সিন্হা এ দিন ১৩ নম্বর ওয়ার্ডের ১৪ নং বুথে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন ।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

17 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

17 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago