অনলাইন প্রতিনিধি :- লোকসভা ভোটের পর পশ্চিমবঙ্গে ব্যাপক রাজনৈতিক সন্ত্রাস চলছে। বিশেষ করে বিরোধী দল বিজেপির কর্মী, সমর্থকরা ব্যাপক হিংসার শিকার হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবরে নেতৃত্বে চার সদস্যের টিম গঠন করে পশ্চিমবঙ্গে পাঠায়। এই টিম পশ্চিমবঙ্গের বিভিন্ন সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শন করবে। কথা বলবে সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী সমর্থকদের সাথে। বিপ্লবের নেতৃত্বে চার সদস্যের টিম রবিবার রাতে কলকাতা পৌঁছায়। বিমানবন্দর থেকে তাদের প্রথমে মহেশ্বরী এলাকায় যাওয়ার কথা। কিন্তু টিময় সেখানে পৌঁছার আগেই ওই এলাকা থেকে উদ্ধার হলো তাজা বোমা। এই বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় স্তম্ভিত বিজেপির সাংসদ সদস্যরাও। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ‘এ কোন্ বাংলা’? গোটা দেশে লোকসভা নির্বাচন এবং চারটি রাজ্যে একই সাথে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। দুটি রাজ্যে সরকার বদল হয়ে নতুন সরকার গঠিত হয়েছে। কোথাও কোনও রাজনৈতিক হিংসা বা সন্ত্রাসের খবর নেই। একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেস শাসিত এই রাজ্যে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে গোটা রাজ্য জুড়ে ব্যাপক সন্ত্রাস চলছে। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিরোধী দলের কর্মী, সমর্থকরা বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। প্রতিদিন একাধিক স্থানে রক্ত ঝড়ছে। এককথায় উদ্বেগজনক পরিস্থিতি। এই পরিস্থিতি পর্যবেক্ষণে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে চার সাংসদের বিশেষ টিম পাঠায়। কিন্তু ওই টিম রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে পা দিতেই তাদের পর্যবেক্ষণ স্থল থেকে বোমা উদ্ধারের ঘটনা সামনে আসে। এই নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…