বিজেপির নির্বাচন কমিটি গঠিত: ফের রাজ্যে আসছেন সন্তোষ, পাত্ৰা

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দলে ফের জোর তৎপরতা শুরু হয়ে গেছে। এই তৎপরতা এতটাই ঊর্ধ্বমুখী যে, দলের হাইকমাণ্ড একেবারেই সময় নষ্ট করতে রাজি নয়। গোটা রাজ্যবাসী যখন শারদোৎসবের আনন্দে মাতোয়ারা, তখনই বিজেপি হাইকমাণ্ড আগামী বিধানসভা নির্বাচনের জন্য দলের কোর কমিটি এবং নির্বাচন কমিটি গঠন করে নিয়েছে। রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আগামীকালই কোর কমিটি এবং নির্বাচন কমিটির তালিকা প্রকাশ করা হবে।

যতটুকু জানা গেছে, নির্বাচন কমিটি গঠন করা হয়েছে পাঁচজনকে নিয়ে। এরা হলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ এবং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তবে তালিকা প্রকাশ হলে স্পষ্ট হবে নির্বাচন কমিটিতে অন্য আরও কেউ আছে কি না। কোর কমিটিতে এই পাঁচজন ছাড়াও শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, সাংসদ রেবতী ত্রিপুরা, তিনজন সাধারণ সম্পাদক সহ আরও কয়েকজন রয়েছেন। রাজ্য প্রভারি ডা. মহেশ শর্মা সহ দুই-একজন কেন্দ্রীয় নেতৃত্ব কোর কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসাবে রয়েছেন বলে খবর। তবে সবটাই পরিষ্কার হবে তালিকা প্রকাশের পর। রাজ্য বিজেপি সূত্রে খবর, সংগঠন নিয়ে দলের হাইকমাণ্ড এখনও বেশ উদ্বিগ্ন। সরকার ও প্রশাসনের মধ্যে এখনও বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে। যা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখনও বেশ চিন্তিত বলে খবর।

যে কারণে মুখ্যমন্ত্রী বদলের পর ফের চলতি মাসেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক মহামন্ত্রী বি এল সন্তোষ এবং উত্তর পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর সম্বিত পাত্রা। বিজেপি সূত্রে খবর, আগামী ১৯ অক্টোবর রাজ্যে আসবেন সম্বিত পাত্রা। তিনি ১৯ এবং ২০ অক্টোবর রাজ্যে অবস্থান করবেন। ২১ অক্টোবর রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সাংগঠন মহামন্ত্রী) এবং বিজেপির কেন্দ্রীয় কোর কমিটির অন্যতম সদস্য বি এল সন্তোষ। মুখ্যমন্ত্রী বদলের পর এই নিয়ে তিনবার রাজ্যে আসছেন বিজেপির এই শীর্ষ নেতৃত্ব। একবার এসেছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

তবে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা যে অভিজ্ঞতা নিয়ে গেছেন, তা রাজ্য বিজেপির জন্য মোটেও সুখকর ছিলো না। বিশেষ করে খুমুলুঙে নাড্ডার সভা আয়োজনের সিদ্ধান্ত থেকে শুরু করে, সভাকে সফল করার ক্ষেত্রে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে রাজ্য বিজেপি। এই নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছে। এরপর থেকেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরা নিয়ে নড়েচড়ে বসে।

এদিকে, আগামীকাল গুয়াহাটি যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা । আগামীকাল গুয়াহাটিতে উদ্বোধন হতে চলেছে বিজেপি ভবনের। সেই উদ্বোধনে হাজির থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ উত্তর পূর্বের বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা। জানা গেছে, আগামীকাল বিজয়া দশমীর কার্নিভেলে মুখ্যমন্ত্রী থাকছেন না। তিনি অনুষ্ঠান উদ্বোধন করেই চলে যাবেন।

Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

11 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

11 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

12 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

12 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

12 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

13 hours ago