বনেদি কেন্দ্র বনমালীপুরে মঙ্গলবার একযোগে বাড়ি বাড়ি প্রচার করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ২২ নম্বর ওয়ার্ডে বেশ কিছু বাড়িতে গিয়ে দুই নেতা পা রাখেন। জনসংযোগের পাশাপাশি তারা রাজ্য সরকারের বিগত পাঁচ বছরের সাফল্যের খতিয়ান মেলে গত পাঁচ বছরে ওই কেন্দ্রে যে সব প্রকল্প বাস্তবায়িত হয়েছে তাও তারা ভোটারদের সামনে মেলে ধরেন। এদিন বনমালীপুরের বিভিন্ন ওয়ার্ডে প্রচারের ফাঁকে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিজেপি জোট সরকারের কর্মকাণ্ডে মানুষ বেজায় খুশি। ভোটারদের অভিব্যক্তিতে তা বেশ ভালোভাবেই ধরা পড়ছে। তারা পদ্মশিবিরের প্রত্যাবর্তনে মুখিয়ে আছে। মুখ্যমন্ত্রী বলেন, শুধু বনমালীপুর নয়, প্রতিটি কেন্দ্রেই একই অবস্থা। বনমালীপুরের উন্নয়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই কেন্দ্রের আগের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সময়ে যথেষ্ট উন্নয়ন কাজ হয়েছে। বর্তমান প্রার্থী রাজীব ভট্টাচার্যের প্রচারে মানুষের সাড়ায় তার প্রতিফলন ঘটছে। বিপুল অভ্যর্থনা পাচ্ছেন তাদের প্রার্থী। প্রদেশ বিজেপি সভাপতি শ্রীভট্টাচার্য ইতিমধ্যেই ৫১টি বুথের মধ্যে ৮টির মতো বুথে বাড়ি বাড়ি প্রচার শেষ করে নিয়েছেন। তিনি বলেন, মানুষ তাদের মনস্থির করে নিয়েছেন। তারা ১৬ ফেব্রুয়ারীর প্রহর গুনছেন।মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এর আগে তার নিজ বিধানসভা কেন্দ্র ৮ টাউন বড়দোয়ালীতেও ৮, ২৫ এবং ২৬ নম্বর বুথে বাড়ি বাড়ি প্রচার চালান। নির্বাচন ঘোষণার বেশ কয়েকদিন আগে থেকেই তিনি ডোর টু ডোর
প্রচারে বেরিয়ে পড়েন।ভোট ঘোষণা হয়ে গেলে প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রচারের চাপ তার উপর পড়বে।এ জন্যই তিনি যতদ্রুত সম্ভব নিজের বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে বাড়ি বাড়ি প্রচার শেষ করে নিতে চাইছেন। প্রতিটি বাড়িতেই পা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, মানুষ তার প্রচারকে যথেষ্ট ইতিবাচকভাবে নিয়েছে।
যতদিন যাচ্ছে পদ্ম শিবিরের প্রতি মানুষের উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, আগামী দিনে বিজেপির পক্ষে জনসমর্থনের সুনামি হবে।সেই সাথে আরও বলেন, বিরোধীদের উচ্ছৃঙ্খলতার পরিবর্তে সুস্থ পরিবেশে একটা রাজনৈতিক দল হিসেবে বিজেপিকে মানুষ মনেপ্রাণে চাইছেন। এদিন বাড়ি বাড়ি প্রচারে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, আগরতলা পুর নিগমের মেয়র-ইন-কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য,যুব মোর্চার প্রদেশ সহসভাপতি ভিকি প্রসাদ-সহ অন্যরা।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…