বিজেপির প্রদেশ কর্ম সমিতির বৈঠক কাল থেকে শুরু হচ্ছে

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, উদয়পুর।। দুই দিন ব‍্যাপী বি জে পি’র ত্রিপুরা প্রদেশ কার্যকারিণী বৈঠক শুরু হতে যাচ্ছে উদয়পুর পঞ্চায়েতিরাজ প্রশিক্ষণ কেন্দ্রে।আগামীকাল দুদিন ব্যাপী এই কার্যকারিণী বৈঠকের উদ্বোধন করবেন দলের ত্রিপুরা প্রদেশের সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৈঠকে উপস্থিত থাকবেন ত্রিপুরা প্রদেশ প্রভারী তথা দলের সর্বভারতীয় সম্পাদক বিনোদ সোনকর, দলের প্রদেশ কমিটির সকল সদস্য / সদসাগণ, সকল মন্ত্রী, বিধায়ক, সকল প্রদেশ মোর্চা গুলির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ, সেল এবং ডিপার্টমেন্ট গুলির প্রদেশ কনভেনরগণ, জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ।

সর্বমোট ১৯৩ জন প্রতিনিধি এই কার্যকারিণী বৈঠকে যোগ দেবেন। কার্যকারিণী বৈঠকের প্রস্তুতি এবং তার বিষয়বস্তু সম্পর্কে অবগত করাতে মঙ্গলবার পঞ্চায়েতী রাজ প্রশিক্ষণ কেন্দ্রের হলঘরে দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন আহবান করা হয়। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান, এই বৈঠক থেকে দলের আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করা হবে। তাঁরা বলেন ভারতীয় জনতা পার্টির নিয়ম অনুসারে প্রতি তিন মাস অন্তর কার্যকারিণী বৈঠক হওয়ার কথা। দলীয় পতাকা উত্তোলন নেতৃবৃন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও শোক প্রস্তাব পাঠের মাধ্যমে বৈঠক শুরু হবে।

এরপর একে একে রাজনৈতিক, সাংগঠনিক, অর্থনৈতিক ইত্যাদি নানাবিধ প্রস্তাব উত্থাপিত হবে এবং উপস্থিত নেতৃবৃন্দ এ সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন। জেলা সভাপতি এবং মোর্চা সভাপতিগণ নিজ নিজ প্রতিবেদন পেশ করবেন। নেতৃবৃন্দ জানান দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক উদয়পুরে হওয়ায় উদয়পুরের সর্বস্তরের কর্মীদের মধ্যে খুশির হাওয়া বইছে। গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়ের নেতৃত্বে জেলার বিশেষত উদয়পুরের সর্বস্তরের কর্মীরা শহরকে সাজিয়ে তুলতে ঝাঁপিয়ে পড়েছেন।

যে সকল রাস্তা দিয়ে নেতৃবৃন্দ আসবেন সেসকল রাস্তাগুলোকে পতাকা এবং নেতৃবৃন্দের ফ্লেক্স দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। বৈঠক স্থলের বাইরে সেলফি পয়েন্ট ইত্যাদি নির্মাণ করা হচ্ছে। প্রতিনিধিদের থাকার জন্য বিভিন্ন রেস্ট হাউস, হোটেল ইত্যাদি ভাড়া করা হচ্ছে। জেলার সর্বস্তরের কার্যকর্তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এবং কার্যকর্তাবৃন্দ উৎসবের মেজাজে কাজে ঝাঁপিয়ে পড়েছেন বলে নেতৃবৃন্দ জানান। তাঁরা দাবি করেন এই কার্যকারিণী বৈঠককে সারা রাজ্যের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও সর্বাঙ্গ সুন্দর করে তুলতে তাঁরা বদ্ধপরিকর।

তাঁরা বলেন, ত্রিপুরা প্রদেশ কমিটির সিদ্ধান্ত অনুসারে ৬ এবং ৭ ই জুলাই প্রদেশ কার্যকারিণী বৈঠক শেষ হওয়ার পর ১০ ই জুলাই রবিবার সারা রাজ্যের দলের দশটি সাংগঠনিক জেলাতে একই দিনে জেলা কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হবে। গোমতি জেলার কার্যকারিণী বৈঠক এই পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্রের হলঘরেই ১০ জুলাই অনুষ্ঠিত হবে। জেলা কার্যকারণী বৈঠকে জেলা কমিটির সদস্য / সদস্যাগণ ছাড়া জেলার অন্তর্গত ৭টি মন্ডলের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, জেলা মোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, জেলার বিভিন্ন সেল ও ডিপার্টমেন্টের কনভেনরগণ, জেলা থেকে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জেলা থেকে বিধায়কগণ, গোমতী জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন, জেলার সকল পঞ্চায়েত সমিতিগুলোর চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সনগণ উপস্থিত থাকবেন।

এই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরেও তৎপরতা শুরু হয়ে গেছে। বাস্তবে আগামী দু’দিন উদয়পুরই থাকবে সারা রাজ্যের নজরে। কারণ শাসকদলের দলীয় এবং প্রশাসনিক সর্বোচ্চ স্তরের নেতৃবৃন্দের কর্মকাণ্ড পরিচালিত হবে উদয়পুর থেকে। আর এর লক্ষণও দলীয় কর্মীদের উদ্দীপনা থেকে স্পষ্ট। সদ্যসমাপ্ত উপনির্বাচনে বি জে পি’র জয়ে উল্লসিত কর্মীরা এই কার্যকারিণী বৈঠকেকে কেন্দ্র করে যেন নতুন অক্সিজেন পেয়ে ঝাঁপিয়ে পড়েছে। আর স্থানীয় নেতৃবৃন্দ এই সুযোগকে পুরোদমে কাজে লাগিয়ে দলকে চাঙ্গা করে তুলতে দলীয় কার্যকর্তাদের নিয়ে ময়দানে নেমে পড়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বি জে পি’র ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, মিডিয়া সেলের প্রদেশ ইনচার্জ সুনীত সরকার এবং গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়।

Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

13 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

14 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

14 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

14 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

14 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

15 hours ago