বিজেপির মন্ত্রীর অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল পরিবার!!

অনলাইন প্রতিনিধি :-মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের অপসারণ চাইল ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। ওই মন্ত্রী সোফিয়াকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলেছিল। এই মন্তব্যের পর দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়। অস্বস্তিতে পড়েছে বিজেপিও। এই পরিস্থিতিতে মন্ত্রীকে সরানোর দাবি তুলেছে সোফিয়ার পরিবার। তাঁর আত্মীয়েরা এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের হস্তক্ষেপ চেয়েছেন। দাবি, মন্ত্রীর মন্তব্যে দেশের প্রতি সোফিয়ার কর্তব্যকে অসম্মান করা হয়েছে।