বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত,উপভোটে মথার কৌশলী চাল দুই কেন্দ্রে হবে কঠিন লড়াই।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- দল ক্ষমতায় থাকলেও ধনপুর এবং বক্সনগর কেন্দ্রে উপনির্বাচন সহজ হবে না শাসকের পক্ষে। এখন পর্যন্ত যে আভাষ পাওয়া গেছে, তাতে উপনির্বাচনে শাসকদলকে রীতিমতো কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা তিপ্রা মথার বিধায়ক অনিমেষ দেববর্মার উপনির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। তিনি বলেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে যে পরিস্থিতি ছিল, উপনির্বাচনে যেন সেই পরিস্থিতি না হয়, সেই দিকে লক্ষ্য রেখেই দল ভাবনা চিন্তা করছে। অনিমেষবাবু স্পষ্টভাবে বলেন, আমরা চাই না শাসক বিরোধী ভোট কোনওভাবেই বিভক্ত হোক। বিধানসভা নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমরা চাই একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে সহমতের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করতে। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে আমরা মূলত শাসক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু কয়েকটি কেন্দ্রে দেখা গেছে ভোট বিভাজনের সুযোগ নিয়ে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। উপনির্বাচনে যাতে এই পরিস্থিতি না হয়, সেটাই আমাদের লক্ষ্য। এই ব্যাপারে তিনি ধনপুর কেন্দ্রের কথাও উল্লেখ করেন। তবে আগামী ১৩ আগষ্ট এই ব্যাপারে দলের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিরোধী নেতা অনিমেষ দেববর্মা।তার বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট যে তিপ্ৰা মথা-সিপিএম-কংগ্রেস, এই তিন দলের সম্মিলিত প্রার্থী হোক ধনপুর ও বক্সনগর কেন্দ্রে। এমনটাই তারা চাইছেন। শুধু তাই নয়, রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতিতে প্রধান বিরোধী দল তিপ্রা মথা যে কৌশলী অবস্থান নিতে চলেছে, সেটাও স্পষ্ট হয়েছে অনিমেষবাবুর বক্তব্যে। ২০২৩ বিধানসভা নির্বাচনে তেরো আসনে জয়ী হয়ে তিপ্ৰা মথা রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা হাসিল করলেও, আগের শক্তি এখন আর নেই। গ্রেটার তিপ্রাল্যাণ্ডের আবেগও এখন তলানিতে। তাই উপনির্বাচনে কৌশলী অবস্থানের কথা শোনা গেল বিরোধী নেতার মুখে। অপর দুই বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস কি করবে, সেটা এখনও স্পষ্ট হয়নি। তবে সাংগঠনিক শক্তির বিচারে ধনপুর এবং বক্সনগরে সিপিএম অনেকটাই শক্তিশালী। এই নিয়ে কোনও সন্দেহ নেই। ওই দুই কেন্দ্রে কংগ্রেসের শক্তি শূন্যই বলা যায়। ফলে ওই দুই কেন্দ্রে কংগ্রেস দল প্রার্থী না দিয়ে সিপিএম প্রার্থীকেই সমর্থন করবে। এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অনিমেষবাবুর বক্তব্য যদি শেষ পর্যন্ত একই থাকে, তাহলে ধনপুর কেন্দ্রে মথাও লড়াই করবে না। তাহলে লড়াই হবে দ্বিমুখী এবং সেই লড়াই হবে জম্পেস। এক্ষেত্রে শাসক দল বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। একদিকে ধনপুরের জয় ধরে রাখা, অন্যদিকে বক্সনগর সিপিএমের কাছ থেকে ছিনিয়ে আনা। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার কাছেও এই উপনির্বাচন একটি বড় পরীক্ষা এরপরই রয়েছে লোকসভা নির্বাচন।এদিকে, দুই কেন্দ্রের উপনির্বাচন নিয়ে রণকৌশল ঠিক করতে শুক্রবার বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে সোনামুড়া টাউন হলে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় শাসক দলের। বৈঠকে সিপাহিজলা জেলার বিজেপি নেতৃত্ব, দুই কেন্দ্রের নেতৃত্ব এবং রাজ্য সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Dainik Digital

Recent Posts

নারীদের সাথে অসভ্যতা বরদাস্ত নয়, কংগ্রেস বিধায়কের বক্তব্য ভিত্তিহীন হাস্যকর: প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে মহিলা- মা-বোনদের সাথে অনৈতিক আচরণ হলে, এর সাথে জড়িত একজনকেও ছাড় প্রদান…

24 hours ago

এ কেমন পুনর্বাসন!!

এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাভি। ৬০০ একর এলাকা নিয়ে তার বিস্তার। সত্তর-আশি বছর ধরে ধারাভি…

24 hours ago

আইজিএম হাসপাতালে,নিম্নমানের খাবার সরবরাহ বিপাকে রোগী, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের সরকারী হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য যেসব অসুস্থ রোগী ভর্তি থাকেন সেসব অসুস্থ রোগীর…

24 hours ago

ইতিহাস গড়েছেন মোদি: বিপ্লব, নিশ্চিত থাকুন, ভালোর জন্যই ওয়াকফ সংশোধনী: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-ভালো কাজ করলে বিরোধীরা এর বিরোধিতা করবেই। বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী আইন নিয়ে জনজাগরণ…

1 day ago

হার্টের চিকিৎসা পরিকাঠামোর অভাবে রোগীর মৃত্যু, বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি:-রাজধানীরআইজিএম হাসপাতালে বুধবার এক রোগীর মৃত্যু ঘিরে ক্ষুব্ধ ও উত্তেজিত রোগীর আত্মীয়ের দৌড়াদৌড়িতে কিছুক্ষণের…

2 days ago

দুর্ঘটনা এড়াতে মানুষকেই সচেতন হতে হবে: বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য অতিথিশালায় 'মেম্বার অব পার্লিয়ামেন্টস রোড সেফটি কমিটি'র এক সভা থেকে বুধবার রাজ্যের…

2 days ago