বিজেপি প্রার্থীর সমর্থনে খোয়াইতে মুখ্যমন্ত্রীর পদযাত্রা!!
অনলাইন প্রতিনিধি :-পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে মঙ্গলবার সকালে খোয়াই শহরে এক নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। খোয়াই বিজেপি মন্ডল কার্যালয় থেকে এই পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, টিংকু রায়, পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মন সহ বিজেপি দলের রাজ্য,জেলা ও মহকুমা স্তরের সমস্ত নেতৃত্বরা। পরে খোয়াই বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরীর লক্ষ্যে বিজেপি আইপিএফটি এবং তিপ্রা মথা একসাথে নির্বাচনে কাজ করছে। তিনি আশা ব্যক্ত করেন এবারের লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত হবেন।