বিজেপি মিথ্যা জুমলাবাজের দল, এদের ভোট নয়ঃ মীনাক্ষী

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বহুত হুওয়া মেহঙ্গাই কি বার। ইসবার বিজেপি সরকার। ভোটের আগে এটাই ছিলো
বিজেপি সরকারের স্লোগান।
ভোটে বিজেপি জেতার পর ইলেকট্রিকের দাম বেড়ে গেল। কয়লার দাম বেড়ে গেল। কেরোসিনের দাম বেড়ে গেল। পেট্রোল-ডিজেলের দাম বেড়ে গেল। মদের দাম কমে গেল। চালের দাম বেড়ে গেল। আটার দাম বেড়ে গেল। ময়দার দাম বেড়ে গেল। ওষুধের দাম বেড়ে গেল।মানুষের জীবনের দাম কমে গেল। ওরা পাইয়ে দেওয়ার রাজনীতি করে। আমরা করি অধিকার আদায়ের লড়াই। রাজনৈতিক হিংসা ,দলাদলি কারা নিয়ে এসেছে ত্রিপুরায়? এক পার্টি থেকে আরেক পার্টিতে যাওয়া, কেনা বেচা করা, খুন সন্ত্রাস করা। দেখুন বিজেপির অবস্থা। কতটুকু পর্যন্ত যেতে পারে। ২০১৮ নির্বাচনের আগে কি বলেছিল। মিস কলে বেকারদের চাকরি, ১০৩২৩ তাদের চাকরির ফিরিয়ে দেবে। প্রতিশ্রুতির শেষ নেই। ২০২৩ নির্বাচন এসে গেছে। হিসাব করে দেখুন কি পেয়েছেন। কি দিয়েছে।

কথাগুলি বললেন, সিপিআইএম সর্বভারতীয় যুবনেত্রী মীনাক্ষী মুখার্জী। বুধবার তিনি বিলোনিয়া সফরে আসেন। ৩৫ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী দীপঙ্কর সেনের সমর্থনে নির্বাচনী জনসভায় বনকরে বক্তব্য রাখেন। বলেন, ত্রিপুরার রাজনীতির মাটিকে কলুষিত করেছে বিজেপি। ডাবল ইঞ্জিন মানে ডাবল লাড্ডু।রাজ্যের জনগণের জন্য কি করেছে ওরা। প্রশ্ন মীনাক্ষী মুখার্জির। আমরা নির্বাচন ইস্তাহার বের করেছি। ৫০ ইউনিট করে ফ্রিতে বিদ্যুৎ। আড়াই লাখ বেকারদের চাকরি। ইত্যাদি ইত্যাদি। আমরা আদানিদের কাছে মাথার চুল বিকিয়ে দিয়ে আসেনি। বিজেপি করেছে। আমরা মিথ্যা প্রতিশ্রুতি দেই না। বললেন এবার নির্বাচনে বামফ্রন্ট ক্ষমতায় আসছে। কেউ রুখতে পারবে না। বিজেপি দল সারা দেশব্যাপী গরিবদের পেটে ও পিঠে মারছে। মিথ্যা, জুমলাবাজী নিয়ে বিজেপি চলছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রশ্ন বিজেপিকে জেতাতে চান, নাকি ত্রিপুরাকে জেতাতে চান। লাল ঝান্ডা ছাড়া আপনাদের কাছে বিকল্প নেই। এদিন জনসভায় বামফ্রন্টের প্রার্থী দীপঙ্কর সেন কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
বনকরে এদিনের নির্বাচনী জনসভায় প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি ভোলানাথ ধর সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, দলের মহকুমা সম্পাদক তাপস দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে জনসভা শুরুর আগে বিলোনিয়া শহর জুড়ে সিপিআইএম কর্মী সমর্থক এবং কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়।

Dainik Digital

Recent Posts

গান্ধী জন্মজয়ন্তী

অনলাইন প্রতিনিধি:-২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। আজ থেকে ঠিক ১৫৫ বছর আগে গুজরাটের…

14 hours ago

৭ বছরেও রেগার মজুরি হলো না ৩৪০!!

অনলাইন প্রতিনিধি :-বিজেপিরভিশন ডকুমেন্টে রেগার মজুরি ৩৪০ টাকা করার প্রতিশ্রুতি ও ঘোষণা কলাপাতায় পরিণত হয়েছে।…

14 hours ago

ভেঙে পড়েছে টিএমসির বর্জ্য ব্যবস্থাপনা, নেই নজরদারি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার হাতেই রয়েছে স্বাস্থ্য দপ্তর। ফলে তাঁর প্রায় প্রতিটি…

14 hours ago

মূল্যস্ফীতির চাপ!!

চিরস্থায়ী বন্দোবস্তের মতোই এখন সাধারণ মানুষের জীবনে দ্রব্যমূল্য বৃদ্ধি স্থায়ী রূপ নিয়েছে।এটা এখন নিশ্চিত হয়ে…

14 hours ago

উচ্চশিক্ষার গতিভঙ্গ!!

গত জুলাইয়ে,তৃতীয় নরেন্দ্র মোদি সরকারের প্রথম তথা সর্বশেষ সংসদ অধিবেশনে, লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয়…

2 days ago

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা!!

অনলাইন প্রতিনিধি :-গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। জানা গিয়েছে ভুলবশতই তাঁর নিজের বন্দুক থেকে…

2 days ago