অনলাইন প্রতিনিধি :-বিজেপি সরকার দেশে একনায়ক সরকারের শাসন ব্যবস্থা লাঘু করতে ব্যস্ত।এ লক্ষ্যে বিজেপি সব ক্ষমতা দখল করতে চাইছে।তবে ভালো দিক হলো ভারতের মানুষ এটা চাইছেন না।জনবিরোধী ও কর্পোরেট স্বার্থবাহী বিজেপি সরকারকে উৎখাতের জন্যে দেশব্যাপী স্লোগান উঠেছে।আজ ঠিক এভাবেই বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার।তিনি বলেন, দেশের মানুষ বিজেপি সরকারকে আর চাইছে না। এটাই বাস্তব। তা বুঝতে পেরে এটা বুঝতে পেরে বিজেপি দল না বললেও নরেন্দ্র মোদি নিজেই সংসদে ঘোষণা করে দিয়েছেন তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন।যা হাস্যকর।দেশের আর কোনও প্রধানমন্ত্রীকে এমন কথা বলতে শোনা যায়নি।আজ রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে সিপিএমের বিক্ষোভ সভায় রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, নারায়ণ করকে পাশে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন,দেশের বর্তমান অর্থমন্ত্রীর সাম্প্রতিক অন্তর্বর্তী বাজেটে ২০৪৭ সালের স্বপ্ন দেখালেন।তবে এর মাঝের সময়ে বেকার, কৃষক, শ্রমিক, জুমিয়া, শিক্ষক কর্মচারী সহ দেশের সর্বস্তরের মানুষের কি হবে?এ প্রশ্নের উত্তর নেই। বিজেপির দৌলতে স্বাধীনতার পর এই প্রথম বেকারত্ব হার সর্বোচ্চে উঠেছে।ক্ষুধার সূচকে দেশের বেহাল দশা. গণতন্ত্র,সংবিধান,আইনের শাসনের অস্তিত্ব সঙ্কটে চলছে।বিজেপি দেশের একাংশ ধনীদের স্বার্থে সিলমোহর প্রদানে ব্যস্ত।এরা চাইছে দেশের মানুষ রাস্তায় থাকুক।তাই এদের বিদায় জানাতে সকলকে এগিয়ে আসার তিনি আহ্বান জানান।প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি দেশের কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।তাই আগামী ১৬ ফেব্রুয়ারী গ্রামীণ ভারত বনধ, শিল্প ও পরিষেবা বনধ ত্রিপুরাতেও হবে।আজ ওরিয়েন্ট চৌমুহনীতে কেরালা রাজ্য সরকারের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক হামলার বিরুদ্ধে সিপিএমের দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে এ দিনের গণ অবস্থানে তিনি আরও বলেন কেরালা শিক্ষা, শিল্প, স্বাস্থ্য ও কর্ম সংস্থানে বিকল্প পথ দেখাচ্ছে বলেই মোদি সরকার ওই রাজ্যের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে লাখ লাখ কোটি টাকা না দিয়ে। সংকীর্ণতাকে প্রাধান্য দিয়ে মোদি ভেবেছেন ভোটাররা তার গোলাম।তিনি রাজ্যের বিজেপি জোট সরকারকে বলেন, ‘এই সরকার আর দুর্নীতি সমর্থক হয়ে গেছে, ২৩এর নির্বাচনে একটি নব্য দলের বিশ্বাসঘাতকতায় জনগণের মতামত প্রতিফলিত হয়নি।ইভিএমের পদ্ধতিগত পরিবর্তনের দাবি জানিয়ে তিনি স্বৈরাচারী সংবিধান বিরোধী এই সরকারকে পাল্টাতে কাল থেকেই কাজে নেমে পড়তে সর্ব সাধারণের প্রতি আহ্বান জানান।তার দাবি সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যে আক্রমণ হানা হয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিকল্প সরকার গঠন করতে হবে। কেরালা রাজ্য সরকারের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক হামলা তীব্রতর হলেও বিজেপি সরকার দ্বিতীয়বার গঠিত হবার পর নানাভাবে সমস্যা তৈরি করে চলেছে মোদি সরকার। কোনও গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হতে পারে না।সংকীর্ণ মানসিকতাকে সামনে রেখে মোদি সরকার দেশকে এগিয়ে নিতে চাইছে যা অসম্ভব।তাই আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে এর জবাব দিয়ে সংবিধান বিরোধীদের ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান জিতেন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন নারায়ণ কর প্রমুখ।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…