বিজেপি-সিপিএম সংঘর্ষ, আহত ১০

এই খবর শেয়ার করুন (Share this news)

তীব্র উত্তেজনা বিরাজ করছে বিলোনীয়া পুরান রাজবাড়ি থানার অধীন রাধানগর বাজার এলাকায় । অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে । বুধবার বিকালে সিপিএম এবং বিজেপির মধ্যে মারমুখী সংঘর্ষ হয় । দুই দলের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠি চালায় । পরে শূন্যে একাধিক ফাঁকাওয়াজ করে । উভয় পক্ষের আহত হয়েছেন ১০ জন । গুরুতর আহত ৬ জনের মধ্যে তিনজনকে রাজনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে রাতে বিলোনীয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে । মুহূর্তের মধ্যেই রাধানগর বাজার এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায় ।

বিলোনীয়া মহকুমা পুলিশ আধিকারিক , রাজবাড়ি থানার ওসি সহ প্রচুর নিরাপত্তা কর্মী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে । এলাকার পরিস্থিতি থমথমে । বুধবার বিকালে পাঁচ দফা দাবির ভিত্তিতে সিপিআইএম থেকে রাধানগর একশ কার্ড এলাকা থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয় । পুলিশের আগাম অনুমতিও নেওয়া হয় । অন্যদিকে , রাধানগর বাজারটিলা এলাকা থেকেও এ দিন বিকালে বিজেপি থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে এক অভিনন্দন মিছিল বের হয় । পুলিশ আগে থেকেই আইন – শৃঙ্খলার প্রশ্নে প্রচুর নিরাপত্তাকর্মী রাধানগর বাজার এলাকায় মোতায়েন করে রাখে । সিপিআইএমের প্রতিবাদ মিছিল রাধানগর বাজারের দিকে অগ্রসর হয় । অন্যদিকে , বিজেপির অভিনন্দন মিছিল বাজারটিলা থেকে রাধানগর বাজারের দিকে অগ্রসর হতে থাকে । রাধানগর বাজার এলাকায় এক সময় পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে উভয়পক্ষকে মুখোমুখি যাতে না হতে হয় তার জন্য বড় ব্যবধান সৃষ্টির চেষ্টা চালায় ।

এরইমধ্যে পুলিশ ব্যারিকেড ভেঙে উভয় পক্ষ মুখোমুখি হওয়ার উপক্রম হতেই শুরু হয় ইটপাটকেল , ভাঙা বোতল ছোড়া । পরিস্থিতি হাতের বাইরে চলে যাবার মুখে উভয় দলের কর্মী – সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠি চালায় । পরে কাঁদানে গ্যাস ছোড়া হয় । স্টেন গ্রেনেড থেকে শূন্যে ফাঁকা আওয়াজ করা হয় । এরইমধ্যে ভাঙা কাঁচের বোতল , ইট – পাটকেল ছোড়া সহ পুলিশের লাঠিচার্জ সবমিলিয়ে সিপিএম এবং বিজেপি দলের কমবেশি ১০ জন আহত হয় । এদিকে , বুধবার বিকালে এই ঘটনার সময় বাজার এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায় । আতঙ্ক দেখা দেয় । উত্তেজনা ছড়িয়ে পড়ে । প্রচুর নিরাপত্তা কর্মী রাধানগর বাজার মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতি থমথমে হয়ে ওঠায় রাধানগর বাজার এলাকায় পুলিশ এবং নিরাপত্তাকর্মীদের টহল অব্যাহত রয়েছে । পুরান রাজবাড়ি থানার ওসি খোকন সাহা জানিয়েছেন , পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন । তবে নিরাপত্তা কর্মীরা মোতায়েন রয়েছে । পুলিশের বাধাদান সত্ত্বেও উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা নিয়েছে । সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএম বিজেপি থেকে মামলা – পাল্টা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে । তবে বুধবার রাত পর্যন্ত পুরান বাজার রাজবাড়ি থানায় কোনও মামলা দায়ের করেনি । বিজেপির অভিনন্দন মিছিলের পুলিশের আগাম কোনও অনুমোদন ছিলো না বলে অভিযোগ করা হয় সিপিআইএম থেকে ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

14 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

15 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

15 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

15 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

15 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

15 hours ago