বিজ্ঞাপন ছাড়া ক্রীড়া দপ্তরে ১০০ জুনিয়র পিআই নিয়োগে প্রশ্ন
রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে ১০০ জুনিয়র পিআই নিয়োগ প্রক্রিয়া খুব সহসাই শুরু হতে যাচ্ছে । আগামী ২৯ আগষ্ট থেকে প্রাথমিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে খবর । জুনিয়র পিআই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আজ আট জেলা দপ্তরের অফিসারদের নিয়ে ক্রীড়া দপ্তরের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে । ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে এ দিন দুপুরে ক্রীড়া অধিকর্তার উপস্থিতিতে এই বৈঠক হয় । বেলা ১২ টায় বৈঠক ডাকা হলেও তা দুপুর ২ টার পরে শুরু হয় । যা নিয়ে জেলা অফিসাররা অনেকটা বিরক্তি প্রকাশ করেছেন । প্রাপ্ত সূত্রে যা খবর , ক্রীড়া দপ্তরে ১০০ জুনিয়র পিআই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মোতাবেক এবার ওই ১০০ জুনিয়র পিআই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে ক্রীড়া দপ্তর । আজকের বৈঠকে এই নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । জেলা অফিসারদের কাছে মতামত চাওয়া হয়েছে । আলোচনায় ঠিক হয়েছে যে আগামী ২৯ আগষ্ট থেকে আট জেলার ক্রীড়া দপ্তরের কার্যালয়গুলোতে জুনিয়র পিআই নিয়োগের আবেদন জমা নেওয়া হবে । যেখানে ক্রীড়া দপ্তরের দেওয়া যাবতীয় নিয়োগ সংক্রান্ত যোগ্যতা মেনে সমস্ত নথিপত্র ও বায়োডাটা জমা দিতে হবে আবেদনকারীদের । তবে বিস্ময়কর ঘটনা হলো , জুনিয়র পিআই নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারীভাবে কোনও বিজ্ঞাপন কিন্তু দেওয়া হয়নি । যা নিয়ে বৈঠকে অনেকেই প্রশ্ন তুলেছেন । আবেদনকারীরা এই খবর জানবে কী করে তা নিয়ে প্রশ্ন উঠেছে । আলোচনায় এদিন ঠিক হয়েছে যে, জেলা দপ্তরে আবেদনপত্রগুলো জমা পড়লে তা ক্রীড়া দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে । বাকি প্রক্রিয়া চলবে সদর দপ্তরের তরফে । এছাড়া এদিনের বৈঠকে আগামী ২৯ আগষ্ট ক্রীড়া দিবস অর্থাৎ হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিবস উপলক্ষে রাজ্যব্যাপী ক্রীড়া কর্মসূচি আয়োজন করা হবে । জেলাস্তরে প্রতিযোগিতা করবে জেলা ক্রীড়া দপ্তরগুলো । অন্যদিকে , সদর ক্রীড়া দপ্তর ত্রিপুরা স্পোর্টস স্কুলে ওইদিন ক্রীড়াদিবস উপলক্ষে খেলাধুলা ও অনুষ্ঠানের আজকের বৈঠকে ক্রীড়া অধিকর্তা আয়োজন করবে । এছাড়াও সদর দপ্তরের সমস্ত অফিসার এবং জেলা দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন ।