Categories: খেলা

বিজ্ঞাপন ছাড়া ক্রীড়া দপ্তরে ১০০ জুনিয়র পিআই নিয়োগে প্রশ্ন

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে ১০০ জুনিয়র পিআই নিয়োগ প্রক্রিয়া খুব সহসাই শুরু হতে যাচ্ছে । আগামী ২৯ আগষ্ট থেকে প্রাথমিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে খবর । জুনিয়র পিআই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আজ আট জেলা দপ্তরের অফিসারদের নিয়ে ক্রীড়া দপ্তরের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে । ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে এ দিন দুপুরে ক্রীড়া অধিকর্তার উপস্থিতিতে এই বৈঠক হয় । বেলা ১২ টায় বৈঠক ডাকা হলেও তা দুপুর ২ টার পরে শুরু হয় । যা নিয়ে জেলা অফিসাররা অনেকটা বিরক্তি প্রকাশ করেছেন । প্রাপ্ত সূত্রে যা খবর , ক্রীড়া দপ্তরে ১০০ জুনিয়র পিআই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মোতাবেক এবার ওই ১০০ জুনিয়র পিআই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে ক্রীড়া দপ্তর । আজকের বৈঠকে এই নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । জেলা অফিসারদের কাছে মতামত চাওয়া হয়েছে । আলোচনায় ঠিক হয়েছে যে আগামী ২৯ আগষ্ট থেকে আট জেলার ক্রীড়া দপ্তরের কার্যালয়গুলোতে জুনিয়র পিআই নিয়োগের আবেদন জমা নেওয়া হবে । যেখানে ক্রীড়া দপ্তরের দেওয়া যাবতীয় নিয়োগ সংক্রান্ত যোগ্যতা মেনে সমস্ত নথিপত্র ও বায়োডাটা জমা দিতে হবে আবেদনকারীদের । তবে বিস্ময়কর ঘটনা হলো , জুনিয়র পিআই নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারীভাবে কোনও বিজ্ঞাপন কিন্তু দেওয়া হয়নি । যা নিয়ে বৈঠকে অনেকেই প্রশ্ন তুলেছেন । আবেদনকারীরা এই খবর জানবে কী করে তা নিয়ে প্রশ্ন উঠেছে । আলোচনায় এদিন ঠিক হয়েছে যে, জেলা দপ্তরে আবেদনপত্রগুলো জমা পড়লে তা ক্রীড়া দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে । বাকি প্রক্রিয়া চলবে সদর দপ্তরের তরফে । এছাড়া এদিনের বৈঠকে আগামী ২৯ আগষ্ট ক্রীড়া দিবস অর্থাৎ হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিবস উপলক্ষে রাজ্যব্যাপী ক্রীড়া কর্মসূচি আয়োজন করা হবে । জেলাস্তরে প্রতিযোগিতা করবে জেলা ক্রীড়া দপ্তরগুলো । অন্যদিকে , সদর ক্রীড়া দপ্তর ত্রিপুরা স্পোর্টস স্কুলে ওইদিন ক্রীড়াদিবস উপলক্ষে খেলাধুলা ও অনুষ্ঠানের আজকের বৈঠকে ক্রীড়া অধিকর্তা আয়োজন করবে । এছাড়াও সদর দপ্তরের সমস্ত অফিসার এবং জেলা দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

9 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

10 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

10 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

11 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

11 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

11 hours ago