বিদায় মনমোহন!!
শ্রদ্ধা-স্যালুট, রাশিরাশি ফুল আর দিল্লীর রাজপথে লাখো মানুষের সংস্কারের দিশারি।পঞ্চভূতে বিলীন হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বাতাসে ধ্বনিত হলো ‘মনমোহন অমর রহে’।তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার রাজধানী দিল্লীর রাজপথে ছিল মানুষের ঢল। এদিন দুপুর দেড়টায় দিল্লীর নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের। শেষকৃত্যে তাঁকে শ্রদ্ধা জানাতে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ এনডিএ সরকারের প্রমুখ শীর্ষ মন্ত্রী ও নেতৃত্বরা। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মনমোহন সিংই ছিলেন প্রথম কংগ্রেস নেতা, যিনি প্রধানমন্ত্রী পদে প্রথম পূর্ণ মেয়াদ দায়িত্ব পালনের পর পুনরায় নির্বাচিত হয়েছিলেন।১৯৮৪ সালের দাঙ্গায় প্রায় তিন হাজার শিখ নিহত হওয়ার ঘটনার জন্য তিনি পার্লামেন্টে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। তিনিই ভারতের অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলে এনে এক নতুন দিশা দিয়েছিলেন। তাঁর কট্টর সমালোচকরাও আজ নতমস্তকে স্বীকার করেন, আধুনিক ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক তিনিই। বৈশ্বিক পরিমণ্ডলে ভারত আজ যে জায়গায় পৌঁছেছে, এর শুরুটা করেছেন মনমোহন সিং। ফলে তাঁর কৃতিত্বও কম নয়।১৯৯১ সালে প্রথম দেশের অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে দেশকে এক নতুন দিশা দিয়েছেন প্রয়াত প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী হিসাবে তাঁর প্রথম ভাষণে বলেছিলেন, ‘পৃথিবীর কোনও শক্তি এমন একটি ধারণাকে থামাতে পারবে না, যার সময় এসেছে। সেই ধারণা যে উদার অর্থনীতি তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর হাত ধরে অর্থনীতির উত্থান যখন শুরু হয় তখনই ছন্দপতন ঘটে।২০১৪ সালে তাঁর দ্বিতীয় মেয়াদে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগে তাঁর দল কংগ্রেস ধরাশায়ী হয়।কিন্তু তাঁর শরীরে দুর্নীতির কলঙ্ক লাগাতে পারেনি কেউ।
এমন বিনয়ী, সৌম্য, শিক্ষিত, মার্জিত মানুষ একশ চল্লিশ কোটির জনবহুল দেশে বিরল। অগাধ পাণ্ডিত্য সত্ত্বেও মাটির মানুষ ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।অভাব এবং সংগ্রামের জীবন থেকে সব প্রতিবন্ধকতা পেরিয়ে কীভাবে শিক্ষা ও প্রতিষ্ঠার শীর্ষে উঠে আসা যায় -এর উজ্জ্বল উদাহরণ হচ্ছেন মনমোহন সিং।তাঁর প্রয়াণে এইভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবাইকে একদিন না একদিন এই ইহলোকে ছেড়ে যেতে হবে। কিন্তু ড. মনমোহন ‘অমর’ হয়ে থাকবেন ভারতবাসীর মননে, চিন্তনে এবং হৃদয়ে।