বিদেশি পর্যটকদের মারধোর!!
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় এসে ভয়াবহ অভিজ্ঞতার শিকার বাংলাদেশের ছয় পর্যটক। রাস্তায় গাড়ি আটকে ভাংচুরের পাশাপাশি টাকা দাবি! ঘটনা বিশালগড় থানা এলাকায়। জানাগেছে, বুধবার সকালে শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে ভারতে আসেন বাংলাদেশের পর্যটক তারিকুল ইসলাম সহ পাঁচ বন্ধু।
সোনামুড়ায় আত্মীয়ের বাড়ি আগরতলায় ঘুরে ফেরার পথে বিশালগড় থানা থেকে কয়েকশো মিটার দূরে অভিযোগ, স্হানীয় কিছু যুবক তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করে। বাংলাদেশী বলে বিশ্রী ভাষায় গালিগালাজ করা হয়। গাড়িটি পর্যন্ত ভাংচুর করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাংলাদেশের পর্যটক জানান, এর আগে তিনি অনেকবার ভারতে এসেছেন, কিন্তু এই অভিজ্ঞতা প্রথম। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, এই যদি পরিস্থিতি হয়, তাহলে পর্যটকরা কোন ভরষায় ত্রিপুরায় আসবে????