বিদেশে থাকা যুবকের বিরুদ্ধে বিশালগড়ে হামলার দায়ে মামলা!!!
চলতি মাসের ২১ নভেম্বর রাউথখলার ১৮ জন কংগ্রেস কর্মীর হাতে প্রাণঘাতী আক্রমণ ও বাইক ভাঙচুরের মামলা করেছিল ফেরদৌস মিয়া। তিনি বিশালগড় মাইনরিটি মন্ডল সভাপতি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন একজন প্রবাসী সৌদি আরবিয়ান সহ পাঁচ ছয় জন ভিন্ন গ্রামের। প্রবাসী মামুন মিয়া গত তিন বছর যাবত কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। চার মাস আগে নিজ বাড়ি রাউথখলায় ঈদুল আযহা অনুষ্ঠান সেরে পুনরায় সৌদি আরবের কর্মস্থলে যোগ দেন। মামনের মা মিনজা খাতুন জানান ফেরদৌসের দায়ের করা মামলায় মামনের নাম রয়েছে।
কি করে তা সম্ভব!! বিশালগড় থানার পুলিশ গতকাল মামনের নামে নোটিশ জারি করেছে। দুই দিনের মধ্যে তাকে থানায় হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে থানা কর্তৃপক্ষ। মিনজা খাতুনের অভিযোগ বহুদিন ধরে ছেলে মামন বিদেশে থাকা সত্ত্বেও কিভাবে পুলিশ তার নামে মামলা রুজু করে থানায় স্বশরীরে উপস্থিত থাকার আদেশ করে। এদিকে রাউতখলার কংগ্রেস কর্মীরা বিষয়টির মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছেন।
তারা বলেন মাইনরিটি মন্ডল সভাপতি ফেরদৌস কে দিয়ে সংখ্যালঘু এলাকায় দাঙ্গার পরিকল্পনা নিয়েছে বিজেপির নেতৃত্ব। চেষ্টাও করেছে যথাসাধ্য। কিন্তু এলাকার সচেতনশীল মানুষ তা রোধ করেছে। কংগ্রেস কর্মীদের অভিযোগ পুলিশ আবারো প্রমাণ করল যে তারা কতটা নির্লজ্জ। বিজেপির দালাল হয়ে কাজ করছে তারা। বিজেপি নেতৃত্বের কথায় মামলা মোকদ্দমায় ফাঁসাচ্ছে কংগ্রেসীদের। বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছে রাউতখলার কংগ্রেস। এদিকে মামনের মা মিনজা খাতুন বিষয়টির সুস্থ তদন্তের দাবি জানিয়েছেন।