অনলাইন প্রতিনিধি :-বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল নিয়ে বুধবার বিধানসভায় জোর চর্চা হয়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক গোপাল রায়, সুদীপ রায় বর্মণ বিদ্যাজ্যোতি প্রকল্পের বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রাখেন।বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলি গত বছরের খারাপ ফলাফলের ইঙ্গিত করে এই প্রকল্প চালু করা নিয়ে পরিকল্পনার অভাব ছিল বলেও উল্লেখ করা হয়েছে। বাংলা মাধ্যমের শিক্ষক দিয়ে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু নিয়েও প্রশ্ন রাখা হয়। যার প্রেক্ষিতে উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, শুরুতে পরিকাঠামোগত কিছু সমস্যা থাকে সবক্ষেত্রেই। এই সমস্যাও কেটে যাবে অচিরেই। দপ্তরের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীদিনে বিদ্যাজ্যোতি স্কুলগুলির উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ফলাফলও ভালো করবে।
এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রশ্ন, বর্তমানে রাজ্যে মোট ক’টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পে উন্নীত করা হয়েছে এবং প্রকল্প অনুসারে এই বিদ্যালয়গুলির জন্য মোট কতগুলি শিক্ষক ও অন্যান্য পদ সৃষ্টি করা হয়েছে এবং এখন পর্যন্ত ক’টি পদে নিয়োগ করা হয়েছে।
তার উত্তরে মুখ্যমন্ত্রী ডা. সাহা জানান, এখন পর্যন্ত রাজ্যে মোট ১২৫টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পে উন্নীত করা হয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হওয়ার পর বিদ্যালয়ভিত্তিক কোনও পদ সৃষ্টি করা হয়নি। কিন্তু বিদ্যাজ্যোতি প্রকল্পে উন্নীত বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য হিন্দি বিষয়ের আটটি, কম্পিউটার সায়েন্সে বিষয় শিক্ষকের জন্য ১১৮টি, স্কুল লাইব্রেরিয়ান ১২৫টি, ফিজিক্যাল এডুকেশন টিচার ১২৫টি, ভূগোল বিষয় শিক্ষকের জন্য ৭৫টি, মনোবিদ্যা বিষয় শিক্ষকের নিয়োগের জন্য হিন্দি বিষয়ের আটটি, কম্পিউটার সায়েন্সে বিষয় শিক্ষকের জন্য ১১৮টি, স্কুল লাইব্রেরিয়ান ১২৫টি, ফিজিক্যাল এডুকেশন টিচার ১২৫টি,ভূগোল বিষয় শিক্ষকের জন্য ৭৫টি, মনোবিদ্যা বিষয় শিক্ষকের ৭৫টি, সমাজবিদ্যা বিষয় শিক্ষকের জন্য ৭৫টি, অর্থনীতি বিষয়ের শিক্ষকের জন্য ৭৫টি এবং ২০০টি স্পেশাল এডুকেটর পদ সৃষ্টি করা হয়েছে এবং ইতিমধ্যে হিন্দি বিষয় শিক্ষকের জন্য আটটি, কম্পিউটার সায়েন্সে বিষয় শিক্ষকের জন্য ছয়টি, ভূগোল বিষয়ের শিক্ষকের জন্য ৫১টি, মনোবিদ্যা বিষয়ের শিক্ষকের ৪২টি, সমাজবিদ্যা বিষয়ের শিক্ষকের জন্য ৪৫টি, অর্থনীতি বিষয়ের শিক্ষকের জন্য ৫৫টি এবং স্পেশাল এডুকেটরের ৮৮টি পদে নিয়োগ করা হয়েছে।
প্রকল্পের শিক্ষক ও অন্যান্য পদের নিয়োগে জাতীয় শিক্ষক নিয়োগের মানদণ্ড অনুসরণ করা হচ্ছে কিনা এর প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী জানান, বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগে জাতীয় শিক্ষক নিয়োগের মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে নিযুক্ত উক্ত শিক্ষক এবং অন্যান্য পদের বেতন উক্ত শিক্ষক এবং অন্যান্য পদের বেতন
ভাতাদি Head of Account 2202 General Education, 02-Secondary Education, 104-Teachers and other Services, 41-Human Devel- opment, 18-Govt. Secondary Schools, 01-Salaries (Non-Plan) under Demand No.-40 খাত থেকে প্রদান করা হয়ে থাকে।
এদিন মুখ্যমন্ত্রী জানান, শিক্ষা দপ্তর বিদ্যাজ্যোতি স্কুলের গুণমানসম্পন্ন শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই সিবিএসই, এসসিইআরটি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সিবিএসই বিশেষজ্ঞদের মাধ্যমে ৪১টি প্রশিক্ষণ শিবির করা হয়েছে।
পঠন পাঠনের অগ্রগতির জন্য মনিটরিং ব্যবস্থা, শিক্ষকের ডায়েরি এবং ছাত্রছাত্রীদের নোট বুক, জেলার বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে সহায়তা করতে জেলা কো-অর্ডিনেটর এবং বিষয় বিশেষজ্ঞ, ১২৫টি সিবিএসই অনুমোদিত বিদ্যাজ্যোতি স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য রিসোর্স জেনারেশন কর্মশালা শেষ হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এ বছর বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য নমুনা প্রশ্নপত্রের ব্যবস্থা, লার্নিং হাব, বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য গ্রুমিং ক্লাসরুম চালু করা হয়েছে। ওরিয়েন্টেশন সেশন, দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে সিবিএসই বোর্ড পরীক্ষার গত পাঁচ বছরের প্রশ্নপত্রের বিতরণ প্রভৃতির ব্যবস্থা করা হয়েছে।
ভারত বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক বদলায়নি। তবে। দুই দেশের মধ্যেকার কূটনৈতিক আদানপ্রদান কমিয়াছে। ফলে দুই…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যে এই সময়ে কুড়ি হাজার শিক্ষক কর্মচারী অবসরে চলে গেছেন। রাজ্য সরকার ইতিমধ্যে…
অনলাইন প্রতিনিধি :-ছয় বছর পর একলাফে অনেকটাই বাড়লো রাজ্যের মন্ত্রী, বিধায়কদের বেতন সহ অন্যান্য ভাতা।…
অনলাইন প্রতিনিধি :-'আরোগ্য সখী' নামেমহিলাদের জন্য এবার নিখরচার একটি অ্যাপ নিয়ে এল ফেডারেশন অফ অবস্ট্রেট্রিক…
অনলাইন প্রতিনিধি :-বলিউড অভিনেতা সইফ আলি খানের উপরে প্রানঘাতী হামলা। নিজের বাড়িতেই ছুরি দিয়ে হামলা…
অনলাইন প্রতিনিধি :-বিভিন্নঅঞ্চলে সবজি চাষিদের ফসলে নানা ধরনের পোকার আক্রমণ হচ্ছে। বামুটিয়া কৃষি মহকুমাধীন এলাকার…