বিদ্যালয় শিক্ষাব্যবস্থার হাল খতিয়ে দেখতে মাঠে অধিকর্তা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার হাল হকিকত সরেজমিনে খতিয়ে দেখতে ও বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে গোটা রাজ্যে বিদ্যালয় পরিদর্শন করছেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ দপ্তর বিভিন্ন স্তরের আধিকারিকরা। ১৮ ফেব্রুয়ারী থেকে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত উত্তর ও ঊনকোটি জেলায় একযোগে অভিযান চালান অধিকর্তা এনসিশর্মা, যুগ্ম অধিকর্তা রাকেশ দেববর্মা, উপ অধিকর্তা রুদ্রদীপ নাথ সহ একাধিক অফিসার। জম্পুই পাহাড়, ভাংমুন, সাবুয়াল, ফুলডংসাই বেটলিং সিপ ইত্যাদি অঞ্চলের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন অধিকর্তা।
এদিকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমারেসি (এফএলএন) সপ্তাহ। যা চলবে ১ মার্চ পর্যন্ত। রাজ্যের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ভাষাগত ও গণিতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন। পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত বিষয়বস্তুর সঠিক অর্থ বুঝতে পেরে সাবলীলভাবে পড়তে পারা ও লেখার দক্ষতা এবং গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষমতা অর্জনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই কর্মসূচিতে।
কর্মসূচির যথাযথ বাস্তবায়ন সুনিশ্চিত করতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মার নেতৃত্বে উচ্চপদস্থ অফিসার বিভিন্ন বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন।
এদিকে তিন দিনে দশদা, কাঞ্চনপুর, দামছড়া, কলাছড়া, যুবরাজনগর, পানিসাগর, কুমারঘাট, কৈলাসহর বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকালে কিছু বিদ্যালয়ে সন্তোষজনক অগ্রগতি লক্ষ্য করা গেলেও একাধিক বিদ্যালয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক ও শিক্ষকদের দায়িত্ব পালনে উদাসীনতা, গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। ৩৩ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ ও ডাইস নন করার নির্দেশ জারি করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। অন্যদিকে, যেসব বিদ্যালয়ে এফএলএন কর্মসূচি দৃষ্টান্তমূলক উদ্যমে প্রতিপালিত হচ্ছে, সেইসব বিদ্যালয়গুলির শিক্ষক, প্রধান শিক্ষকদের প্রশংসা ও অভিনন্দন জানিয়েছে দপ্তর। পরবর্তীতে তাদের শংসাপত্র প্রদান করা হবে। এদিকে খোয়াই, ধলাই, পশ্চিম, দক্ষিণ, সিপাহিজলা জেলার বিভিন্ন বিদ্যালয়ও পরিদর্শন করা হয়েছে। জানা গেছে,
আগামী দিনেও বিদ্যালয় পরিদর্শন করবেন অধিকর্তা এনসি শর্মা।

Dainik Digital

Recent Posts

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

2 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

2 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

5 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

5 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

7 hours ago

অল্পের জন্য রক্ষা পেল গুয়াহাটিগামী এক্সপ্রেস!!

অনলাইন প্রতিনিধি :-বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস অল্পেতে রক্ষা পেল। বর্ধমান কর্ড লাইনে বড় ফাটল।রেল লাইনের মাঝে বড়…

1 day ago