বিদ্যুৎ নিগমে নয়া সংযোগের আবেদনপত্র বিলি বন্ধঃ ক্ষোভ

এই খবর শেয়ার করুন (Share this news)

দুর্গাপুজো বাকি রয়েছে আরও এক পক্ষকালের বেশি । বিশ্বকর্মা পুজো বাকি রয়েছে সপ্তাহখানেক । অথচ পুজোর অজুহাতে নয়া বিদ্যুৎ সংযোগের আবেদনপত্র বিলি বন্ধ করে রাখা রাজ্য বিদ্যুৎ নিগমে । রাজ্যের প্রায় সর্বত্র বিদ্যুৎ নিগমের আওতাধীন বিভিন্ন উপবিভাগে একই অবস্থা চলছে । এক্ষেত্রে আগরতলা শহর এলাকার বিদ্যুৎ উপবিভাগের অবস্থা অত্যন্ত খারাপ । শহরের হাতে গোনা এক – দুইটি উপবিভাগ ছাড়া বাকিগুলিতে নয়া বিদ্যুৎ সংযোগের আবেদনপত্র বিলি করা হচ্ছে না । এ নিয়ে বেখবর রাজ্য বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ । জানা গেছে , এর মূলে রয়েছে নিগমের একাংশ দায়সারা গোছের করণিক । ফলে বিপাকে পড়েছে হবু বিদ্যুৎ গ্রাহকরা । রাজস্ব আদায়ের সুযোগ কমছে নিগমের । আগরতলা সহ রাজ্যের প্রায় সর্বত্র বিদ্যুৎ নিগমের আওতাধীন থাকা উপবিভাগগুলির সিংহ ভাগের অবস্থা হয়ে পড়েছে বেহাল । এক সময় ভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডার রিডিং পরীক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরাই নিগমের বিভিন্ন উপ বিভাগে করণিকের দায়িত্ব পালন করছে । তাদের বড় অংশের দায়িত্বজ্ঞানহীনতার কারণে বাড়ছে উল্লেখিত সমস্যা । তাদের একাংশ আবার কাজ না করে অলস দিন যাপন করে বলে খবর । অনেকে ব্যস্ত থাকে মোবাইল ফোনের নানা খেলা নিয়ে । তারাই ভোক্তাদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার করে বলে অভিযোগ । পুজোর মরশুমের ধুয়ো তুলে নয়া বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনপত্র পর্যন্ত বিলি করছে না উল্লেখিত করণিকরা । এই বিষয়ে অবশ্য সামান্য কয়েকটি উপবিভাগে কর্মরত করণিকরা ব্যতিক্রমী ভূমিকা পালন করছে । তারা নয়া বিদ্যুৎ সংযোগের আবেদনপত্র বিলি সহ নানাভাবে সহায়তা করছে ভোক্তাদের । পাশাপাশি করণিকদের বড় অংশ আবেদনপত্র সংগ্রহের জন্য পুজোর পর আসার কথা বলে দিচ্ছে ভোক্তাদের । এক্ষেত্রে প্রাক পুজো সংস্কারের অজুহাত তুলে ধরা হচ্ছে । বাস্তবে এর সঙ্গে নিগমের করণিকদের কোনও সম্পর্ক নেই । তারা ঘরে বসে বিদ্যুৎ বিল সংগ্রহ , বিভিন্ন আবেদনপত্র বিলি ও জমার কাজ করে । এমতাবস্থায় ভোক্তাদের মধ্যে নিগমের বিরুদ্ধে ক্ষোভ ধূমায়িত হয়ে চলছে । এমনিতেই নানা কারণে ভোক্তাদের ক্ষোভ রয়েছে । নয়া বিদ্যুৎ সংযোগ পেতে হয়রান হতে হয় তাদের । বিদ্যুৎ সংযোগের জন্য তার সহ নানা সামগ্রী ভোক্তাদের কিনতে হচ্ছে খোলা বাজার থেকে অথচ এর জন্য নিগমের তরফে ভোক্তাদের কাছ থেকে খরচ কেটে রাখা হচ্ছে । এছাড়াও নয়া বিদ্যুৎ সংযোগ পেতে গিয়ে নানা ঝঞ্ঝাট সইতে হচ্ছে । তার উপর এর জন্য আবেদনপত্র বিলি না করায় উঠেছে প্রশ্ন । জানা গেছে , এ নিয়ে নিগম কর্তৃপক্ষের তরফে কোনও নির্দেশিকা নেই ।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

21 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

22 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago