বিদ্যুৎ নিগমে নয়া সংযোগের আবেদনপত্র বিলি বন্ধঃ ক্ষোভ

এই খবর শেয়ার করুন (Share this news)

দুর্গাপুজো বাকি রয়েছে আরও এক পক্ষকালের বেশি । বিশ্বকর্মা পুজো বাকি রয়েছে সপ্তাহখানেক । অথচ পুজোর অজুহাতে নয়া বিদ্যুৎ সংযোগের আবেদনপত্র বিলি বন্ধ করে রাখা রাজ্য বিদ্যুৎ নিগমে । রাজ্যের প্রায় সর্বত্র বিদ্যুৎ নিগমের আওতাধীন বিভিন্ন উপবিভাগে একই অবস্থা চলছে । এক্ষেত্রে আগরতলা শহর এলাকার বিদ্যুৎ উপবিভাগের অবস্থা অত্যন্ত খারাপ । শহরের হাতে গোনা এক – দুইটি উপবিভাগ ছাড়া বাকিগুলিতে নয়া বিদ্যুৎ সংযোগের আবেদনপত্র বিলি করা হচ্ছে না । এ নিয়ে বেখবর রাজ্য বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ । জানা গেছে , এর মূলে রয়েছে নিগমের একাংশ দায়সারা গোছের করণিক । ফলে বিপাকে পড়েছে হবু বিদ্যুৎ গ্রাহকরা । রাজস্ব আদায়ের সুযোগ কমছে নিগমের । আগরতলা সহ রাজ্যের প্রায় সর্বত্র বিদ্যুৎ নিগমের আওতাধীন থাকা উপবিভাগগুলির সিংহ ভাগের অবস্থা হয়ে পড়েছে বেহাল । এক সময় ভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডার রিডিং পরীক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরাই নিগমের বিভিন্ন উপ বিভাগে করণিকের দায়িত্ব পালন করছে । তাদের বড় অংশের দায়িত্বজ্ঞানহীনতার কারণে বাড়ছে উল্লেখিত সমস্যা । তাদের একাংশ আবার কাজ না করে অলস দিন যাপন করে বলে খবর । অনেকে ব্যস্ত থাকে মোবাইল ফোনের নানা খেলা নিয়ে । তারাই ভোক্তাদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার করে বলে অভিযোগ । পুজোর মরশুমের ধুয়ো তুলে নয়া বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনপত্র পর্যন্ত বিলি করছে না উল্লেখিত করণিকরা । এই বিষয়ে অবশ্য সামান্য কয়েকটি উপবিভাগে কর্মরত করণিকরা ব্যতিক্রমী ভূমিকা পালন করছে । তারা নয়া বিদ্যুৎ সংযোগের আবেদনপত্র বিলি সহ নানাভাবে সহায়তা করছে ভোক্তাদের । পাশাপাশি করণিকদের বড় অংশ আবেদনপত্র সংগ্রহের জন্য পুজোর পর আসার কথা বলে দিচ্ছে ভোক্তাদের । এক্ষেত্রে প্রাক পুজো সংস্কারের অজুহাত তুলে ধরা হচ্ছে । বাস্তবে এর সঙ্গে নিগমের করণিকদের কোনও সম্পর্ক নেই । তারা ঘরে বসে বিদ্যুৎ বিল সংগ্রহ , বিভিন্ন আবেদনপত্র বিলি ও জমার কাজ করে । এমতাবস্থায় ভোক্তাদের মধ্যে নিগমের বিরুদ্ধে ক্ষোভ ধূমায়িত হয়ে চলছে । এমনিতেই নানা কারণে ভোক্তাদের ক্ষোভ রয়েছে । নয়া বিদ্যুৎ সংযোগ পেতে হয়রান হতে হয় তাদের । বিদ্যুৎ সংযোগের জন্য তার সহ নানা সামগ্রী ভোক্তাদের কিনতে হচ্ছে খোলা বাজার থেকে অথচ এর জন্য নিগমের তরফে ভোক্তাদের কাছ থেকে খরচ কেটে রাখা হচ্ছে । এছাড়াও নয়া বিদ্যুৎ সংযোগ পেতে গিয়ে নানা ঝঞ্ঝাট সইতে হচ্ছে । তার উপর এর জন্য আবেদনপত্র বিলি না করায় উঠেছে প্রশ্ন । জানা গেছে , এ নিয়ে নিগম কর্তৃপক্ষের তরফে কোনও নির্দেশিকা নেই ।

Dainik Digital

Recent Posts

আইনে পরিণত ওয়াকফ সংশোধনী বিল!!

অনলাইন প্রতিনিধি :-আইনে পরিণত হলো ওয়াকফ বিল। বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায়।দীর্ঘ আলোচনার পর…

16 hours ago

প্যারা জাম্পে প্রাণ গেল স্কাইডাইভারের!!

অনলাইন প্রতিনিধি :-চার দিন আগে বুধবার গুজরাটের জামনগরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি জাগুয়ার…

16 hours ago

নীতি আয়োগের সর্বশেষ রিপোর্টে, ত্রিপুরা এখন ‘ফ্রন্ট রানার স্টেট’ ১৭টি সূচকে গড়ে প্রাপ্ত নম্বর ৭১!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থবছরে নীতি আয়োগের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে দেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরাকে…

16 hours ago

প্রতি গ্রামে ১ কোটি টাকা, ঘোষণা অমিত শাহের!!

অনলাইন প্রতিনিধি :-ছত্রিশগঢ়ের প্রতিটি গ্রামকে যদি নকশালমুক্ত ঘোষণা করা যায়, তাহলেই মিলবে বড় পুরস্কার—প্রতিটি গ্রাম…

17 hours ago

মোদির মাস্টার প্ল্যান!!

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান…

17 hours ago

রামনবমীতেই ভার্টিকাল লিফট’ রেল সি-ব্রিজ উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে!!

অনলাইন প্রতিনিধি:-তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত নির্মিত রেল সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট…

17 hours ago