বিদ্যুৎ পিষ্ট হয়ে যুবকের মৃত্যু!!
দৈনিক সংবাদ অনলাইন, অমরপুরঃ নিজের বাড়িতেই বিদ্যুৎ পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো ২৭ বছরের এক তরতাজা যুবকের। মৃত যুবকের নাম অমৃত সাধন জমাতিয়া। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ মহকুমার দেববাড়ি ভিলেজে।
জানা গেছে, নিজের ঘরের ভেতরেই বিদ্যুৎ পরিবাহি ছেড়া তারের সংস্পর্শে এসে তড়িদাহত হয় অমৃত সাধন জমাতিয়া। সাথে সাথেই তাকে প্রতিবেশীরা ও নিকট আত্মীয়রা অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। হাসপাতাল চত্বরেই মৃত অমৃত সাধন জমাতিয়ার নিকট আত্মিয়দের মধ্যে কান্নার রোল উঠে। খবর পেয়ে বিজেপি দলের গোমতী জেলার সাধারন সম্পাদক প্রশান্ত পোদ্দার এবং বীরগঞ্জ থানার পুলিশ অমরপুর মহকুমা হাসপাতালে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনায় মহকুমার দেববাড়ি ভিলেজে শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।