বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা দূর করে বাড়তি রোজগার করুন: রতন!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- সারা দেশের সাথে রাজ্যেও সাড়া ফেলেছে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা। প্রকল্পের সুবিধা নিতে প্রায় প্রতিদিনই বিদ্যুৎ গ্রাহকদের ভিড় বাড়ছে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সাব ডিভিশন অফিসগুলিতে। গ্রাহকরা এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন এবং আগ্রহ প্রকাশ করছেন। বিদ্যুৎ গ্রাহকদের এই উৎসাহ এবং চাহিদার বিষয়টি বিবেচনা করে বিদ্যুৎ দপ্তরও এখন বিভিন্ন এলাকায় মেগা শিবির আয়োজন করছে নাম রেজিস্ট্রেশনের জন্য। শুক্রবারও এমন একটি বিশেষ শিবির আয়োজন করা হয়েছে আগরতলা ক্যান্সার হাসপাতালের উল্টো দিকে জিবি বিদ্যুৎ সাব ডিভিশন সংলগ্ন মাঠে। ক্যাপিটেল কমপ্লেক্স বিদ্যুৎ ডিভিশন কর্তৃক আয়োজিত এই শিবিরে উপস্থিত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, বিদ্যুতের বিল নিয়ে চিন্তার দিন শেষ। এবার বিদ্যুৎকে ব্যবহার করে বাড়তি রোজগারও করতে পারবেন যেকোন নাগরিক। পাশাপাশি বিদ্যুতের বিল প্রায় শূন্যে নেমে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দেশবাসীর কথা চিন্তা করে এমন এক প্রকল্প নিয়ে এলেন গোটা দেশে, যা কোটি কোটি মানুষকে বিদ্যুৎ বিলের চিন্তা থেকে মুক্তি দিয়েছে। পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনা এমনই এক জনমোহিনী যোজনার নাম। রাজ্যের আপামর বিদ্যুৎ ভোক্তাদের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় সুবিধাভোগী হয়ে বিদ্যুৎ বিলকে শূন্যে নামিয়ে আনার আহ্বান জানালেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আগামী দিনে কয়লা শেষ হয়ে যাবে, গ্যাস শেষ হয়ে যাবে, ফলে প্রথাগত বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। সে কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এবার সূর্যশক্তিকে ব্যবহার করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবার। শুধু তাই নয়, প্রতিটি পরিবারকে সরকারী ভর্তুকি সহ বিদ্যুৎ উৎপাদক হিসাবে গড়ে তুলে বিদ্যুৎ নিগমের কাছে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রির মাধ্যমে উপার্জনের এক অপূর্ব সুযোগ এনে দিয়েছেন। বিশেষ শিবিরে বিদ্যুৎ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ লিমিটেডের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু। বিভিন্ন ওয়ার্ড থেকে উৎসাহী মানুষেরা এ দিন প্রকল্প নিয়ে বিস্তারিত জানতে ভিড় জমিয়েছেন। এই বিশেষ শিবিরে সোলার প্যানেল প্রতিস্থাপনকারী সরকার অনুমোদিত বিভিন্ন কোম্পানির লোকজনেরা এবং বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সূচনা করেন। যে প্রকল্পের লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট বিদ্যুতের পরিকল্পনা। এখন পর্যন্ত দেশে ২০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। যা লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে রতনবাবু আরও বলেন, এই প্রকল্পটি বাড়ির ছাদ, টিনের চাল কিংবা মাটিতেও পাটাতনের উপর বিদ্যুৎ উৎপাদন করা যায়। প্রকল্পের লক্ষ্য হল, বাড়ির ছাদকেন্দ্রিক সৌর বিদ্যুতের ক্ষমতা বাড়ানো এবং পরিবারগুলিকে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে সক্ষম করা। গৃহস্থালী ক্ষেত্রে এই উদ্যোগটি ২০২৩-২৪ অর্থ বছর (১৩ ফেব্রুয়ারী, ২০২৪ থেকে শুরু) থেকে ২০২৬-২৭অর্থবছর পর্যন্ত চলবে। এই সময়কাল পর্যন্ত সরকারী ভর্তুকি প্রদান করা হবে। এতে মোট আর্থিক ব্যয় হবে ৭৫,০২১ কোটি টাকা। এ দিন শিবিরে প্রায় আড়াইশো গ্রাহক যোজনায় নাম নথিভক্তি করেছেন।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

2 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

3 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

3 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

4 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

4 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

4 hours ago