অনলাইন প্রতিনিধি :-বিদ্যুৎ সমস্যার সমাধানে ব্যর্থ রাজ্য বিদ্যুৎ দপ্তর। একদিকে মানুষ বিদ্যুতের যন্ত্রণায় নাজেহাল অন্যদিকে বিদ্যুৎ নিগম কর্মীদের মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা আশ্বাস সাধারণ মানুষদের আরো ক্ষিপ্ত করে তুলছে। যার ফলে মানুষ ক্ষিপ্ত হয়ে বিদ্যুতের যন্ত্রণায় বিদ্যুৎ অফিসে তালা ঝোলানো সহ বিদ্যুতের সমস্যা সমাধানে বিভিন্নভাবে জোরালো প্রতিবাদ গড়ে তুলছে । ঠিক একইভাবে রানীর খামার ঝরঝরিয়া স্থিত সূর্য মনি নগর বৈদ্যুতিক সাব ডিভিশন অফিস সংলগ্ন এলাকায় গত চারদিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় ভুগছে। বিদ্যুতের অভাবে ওই পাড়ার মানুষ পানীয় জল সংগ্রহ করতে পারছে না । তাদের পাড়ায় বিদ্যুতের সমস্যার সমাধানের জন্য স্থানীয় আমতলী বিদ্যুৎ নিগম অফিসে এবং বিদ্যুৎ নিগমের টোল ফ্রি নাম্বারে তাদের পাড়ার বিদ্যুতের সমস্যা কথা জানালে তাদের সমস্যার সমাধানে বিদ্যুৎ নিগম কর্মীদের পাঠানো হচ্ছে বলে মিথ্যা আশ্বাস দিয়ে চলেছে কিন্তু দিন পেরিয়ে রাত হলেও গত চারদিন ধরে বিদ্যুৎ নিগম অফিসের কোন কর্মী তাদের পাড়ায় বিদ্যুৎ সমস্যার সমাধানে দেখা মিলছে না বলে অভিযোগ। অবশেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ভুক্তভোগী পাড়ার সাধারণ মানুষ তাদের এই বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি পেতে ঝরঝরিয়া স্থিত সূর্যমনি নগর বৈদ্যুতিক সাব স্টেশন অফিস ঘেড়াও করে। কিন্তু কোনো কাজ না হওয়ায় পরে উত্তেজিত এলাকাবাসীদের তরফ থেকে যোগাযোগ করা হয় আমতলী বিদ্যুৎ নিগম অফিসে এবং বিদ্যুৎ নিগমের টোল ফ্রি নাম্বারে কিন্তু তারাও অন্যান্য দিনের মতো আবার মিথ্যা আশ্বাস দিতে শুরু করে তাতে স্থানীয় এলাকাবাসীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন শুক্রবারের মধ্যে যদি তাদের বিদ্যুতের সমস্যার সমাধান না হয় তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে ।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…