বিদ্যুৎ সরবরাহে রাজ্যে প্রথম চালু পাওয়ার অন হুইল, সুফলের আশা

 বিদ্যুৎ সরবরাহে রাজ্যে প্রথম চালু পাওয়ার অন হুইল, সুফলের আশা

Electricity Logo, electric logo and icon Vector design Template. Plug creative concept logo design template, Lightning Icon in Vector. Lightning Logo, Power Energy Logo Design Element, Electrical plug logo vector design

এই খবর শেয়ার করুন (Share this news)

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অত্যাধুনিক ব্যবস্থা চালু করেছে ফিডকো। সংস্থার সাব্রুম বিভাগে চালু করা হয়েছে নয়া পদ্ধতি। সংস্থার তরফে দাবি করা হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম পাওয়ার অন হুইল নামের ব্যবস্থা চালু করা হয়েছে। রাজ্যের দক্ষিণ প্রান্তের পর ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করা হবে ফিডকোর দায়িত্বে থাকা রাজ্যের বিদ্যুৎ সরবরাহ এলাকার অন্যান্য অংশে। শুক্রবার বিকালে সাব্রুমের বিধায়ক শঙ্কর রায়ের একই সঙ্গে সাক্রমে সংস্থার স্থানীয় স্তরের কল সেন্টারেরও সূচনা করা হয়েছে। ফিডকোর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সারা দেশের প্রধান নারায়ণ ভট্টাচার্য এবং সংস্থার তরফে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত দেবজ্যোতি চক্রবর্তীর উপস্থিতিতে উল্লেখিত কর্মসূচির সূচনা করা হয়েছে। সংস্থার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার প্রধান নারায়ণ ভট্টাচার্য পরে এ প্রসঙ্গে এক বিবৃতি দিয়ে দাবি করেন, পাওয়ার অন হুইল পদ্ধতি শুধু ত্রিপুরায় নয়, উত্তর পূর্বাঞ্চলেই প্রথম চালু হয়েছে। এই পদ্ধতি চালু করার ফলে সারুমের কোথাও বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফর্মার বিকল হলে আধঘণ্টা থেকে একঘন্টার মধ্যে তা প্রতিস্থাপন করা সম্ভব হবে। ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কারণে মানুষের ভোগান্তি কমবে। তবে এর প্রাথমিক শর্ত বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থা সচল থাকতে হবে বলে জানানো হয় ফিডকোর তরফে। বলা হয় এই বিষয়টি সংস্থার হাতে নেই।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.