বিধানসভার,টুকিটাকি!!

এই খবর শেয়ার করুন (Share this news)


অনলাইন প্রতিনিধি :-বেকার ডাক্তার:-ডাক্তার কেমনে বেকার থাকে? ইডি কেমন ডাক্তার?দীপঙ্করবাবু এইসব কি বলছেন?শব্দ প্রয়োগে গুরুত্ব দিতে হবে। বিকেয়ার ফুল।ডা. দীলিপ দাস সরকারী চাকরি করেন না।তাই বলে তিনি কি বেকার?বক্তা রতন লাল নাথ। মঙ্গলবার বিধানসভায় সিপিএম বিধায়ক দীপঙ্কর সেন রাজ্যপালের ভাষণের বিরোধিতা করে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে প্রচুর ডাক্তার বেকার।সর্বনাশ সভা:-সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভাকে,সারা ভারত সর্বনাশ সভা বলে আখ্যায়িত করেন শাসক দলের বিধায়ক প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। মঙ্গলবার রাজ্যপালের ভাষণকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এইভাবেই বামেদের সমালোচনা করেন।মোদিকে পায়নি:-সিপিএম-কংগ্রেসের মিতালিকে কটাক্ষ করে মতাদর্শের পাঠ দিয়ে ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। মঙ্গলবার রতন বাবুকে পাল্টা খোঁচা দিয়ে সিপিএম বিধায়ক। দীপঙ্কর সেন বলেন, আপনিও তো কংগ্রেসে ছিলেন এখন দল পাল্টে বিজেপিতে।রতন বাবু পাল্টা জবাব দিয়ে বলেন,তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পায়নি। যদি পেতাম তাহলে কংগ্রেস করতাম না।লাফালাফি:-লাফালাফি কম কইরেন।একদম চুপ কইরা থাইক্কেন।আপনাদের কথা কওয়ার কোনও সুযোগ আছেনি।শুধু অসত্য আর উল্টা পাল্টা কথা কওন ছাড়া?বক্তা রতন লাল নাথ। সিপিএম বিধায়ক দীপঙ্কর সেন মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের বিরোধিতা করে বক্তব্য রাখতে গিয়ে বলেন,রাজ্যে মানুষ না খেয়ে আছে।এর নাম সুশাসন।পাল্টা দীপঙ্কর বাবুকে এইভাবেই জবাব দেন মন্ত্রী রতন লাল নাথ।তফাজ্জল ঝড়:-বিধানসভার নতুন সদস্য হিসাবে মঙ্গলবার প্রথম রাজ্যপালের ভাষণের উপর আনীত ধন্যবাদ সুচক প্রস্তাবকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।টানা পঁচিশ মিনিটের ভাষণে বক্সনগরের বিজেপি বিধায়ক রীতিমতো ঝড় তুলেন।প্রথম ভাষণেই নিজের যোগ্যতা প্রমাণ করলেন তফাজ্জল হোসেন।
রাবার স্ট্যাম্প:-দেশে দুইজন প্রধানমন্ত্রী দেখেছি।একজন ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেশ চালিয়েছেন।তিনি ড. মনমোহন সিং।আরেকজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ থেকে দেশ চালাচ্ছেন। দুইজনের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে।একজন ছিলেন পরিবারের রাবার স্ট্যাম্প। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা বিশ্বকে রাবার স্ট্যাম্প বানিয়েছেন।মঙ্গলবার বিধানসভায় বক্তা বিধায়ক তফাজ্জল হোসেন।মোদি আর্ট:-ধনপুর ও বক্সনগরে উপনির্বাচনে বিজেপি ৯০ শতাংশের বেশি ভোট জয়ী হয়েছে।ভারতবর্ষে এমন নজিবিহীন দৃষ্টান্ত আর দ্বিতীয়টি নেই।এটা কোন আর্ট?আমরাও পেলে ভালো হতো।মঙ্গলবার বিধানসভার বক্তা সিপিএম পরিষদীয় নেতা জিতেন্দ্র চৌধুরী।পাল্টা জবাব দিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন,এটা মোদি আর্ট। আমাদের দলে চলে আসুন, তাহলে আপনিও পাবেন। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনও জিতেন্দ্র বাবুকে উদ্দেশ্য করে বলেন,এই আর্ট তো আপনাদের থেকেই নেওয়া।

Dainik Digital

Recent Posts

বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক মোদী সরকারের!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…

13 mins ago

শূন্য কলস!!

শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…

5 hours ago

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

6 hours ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

7 hours ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

7 hours ago

বিভিন্ন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…

8 hours ago