বিধানসভার,টুকিটাকি!!

এই খবর শেয়ার করুন (Share this news)


অনলাইন প্রতিনিধি :-বেকার ডাক্তার:-ডাক্তার কেমনে বেকার থাকে? ইডি কেমন ডাক্তার?দীপঙ্করবাবু এইসব কি বলছেন?শব্দ প্রয়োগে গুরুত্ব দিতে হবে। বিকেয়ার ফুল।ডা. দীলিপ দাস সরকারী চাকরি করেন না।তাই বলে তিনি কি বেকার?বক্তা রতন লাল নাথ। মঙ্গলবার বিধানসভায় সিপিএম বিধায়ক দীপঙ্কর সেন রাজ্যপালের ভাষণের বিরোধিতা করে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে প্রচুর ডাক্তার বেকার।সর্বনাশ সভা:-সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভাকে,সারা ভারত সর্বনাশ সভা বলে আখ্যায়িত করেন শাসক দলের বিধায়ক প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। মঙ্গলবার রাজ্যপালের ভাষণকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এইভাবেই বামেদের সমালোচনা করেন।মোদিকে পায়নি:-সিপিএম-কংগ্রেসের মিতালিকে কটাক্ষ করে মতাদর্শের পাঠ দিয়ে ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। মঙ্গলবার রতন বাবুকে পাল্টা খোঁচা দিয়ে সিপিএম বিধায়ক। দীপঙ্কর সেন বলেন, আপনিও তো কংগ্রেসে ছিলেন এখন দল পাল্টে বিজেপিতে।রতন বাবু পাল্টা জবাব দিয়ে বলেন,তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পায়নি। যদি পেতাম তাহলে কংগ্রেস করতাম না।লাফালাফি:-লাফালাফি কম কইরেন।একদম চুপ কইরা থাইক্কেন।আপনাদের কথা কওয়ার কোনও সুযোগ আছেনি।শুধু অসত্য আর উল্টা পাল্টা কথা কওন ছাড়া?বক্তা রতন লাল নাথ। সিপিএম বিধায়ক দীপঙ্কর সেন মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের বিরোধিতা করে বক্তব্য রাখতে গিয়ে বলেন,রাজ্যে মানুষ না খেয়ে আছে।এর নাম সুশাসন।পাল্টা দীপঙ্কর বাবুকে এইভাবেই জবাব দেন মন্ত্রী রতন লাল নাথ।তফাজ্জল ঝড়:-বিধানসভার নতুন সদস্য হিসাবে মঙ্গলবার প্রথম রাজ্যপালের ভাষণের উপর আনীত ধন্যবাদ সুচক প্রস্তাবকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।টানা পঁচিশ মিনিটের ভাষণে বক্সনগরের বিজেপি বিধায়ক রীতিমতো ঝড় তুলেন।প্রথম ভাষণেই নিজের যোগ্যতা প্রমাণ করলেন তফাজ্জল হোসেন।
রাবার স্ট্যাম্প:-দেশে দুইজন প্রধানমন্ত্রী দেখেছি।একজন ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেশ চালিয়েছেন।তিনি ড. মনমোহন সিং।আরেকজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ থেকে দেশ চালাচ্ছেন। দুইজনের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে।একজন ছিলেন পরিবারের রাবার স্ট্যাম্প। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা বিশ্বকে রাবার স্ট্যাম্প বানিয়েছেন।মঙ্গলবার বিধানসভায় বক্তা বিধায়ক তফাজ্জল হোসেন।মোদি আর্ট:-ধনপুর ও বক্সনগরে উপনির্বাচনে বিজেপি ৯০ শতাংশের বেশি ভোট জয়ী হয়েছে।ভারতবর্ষে এমন নজিবিহীন দৃষ্টান্ত আর দ্বিতীয়টি নেই।এটা কোন আর্ট?আমরাও পেলে ভালো হতো।মঙ্গলবার বিধানসভার বক্তা সিপিএম পরিষদীয় নেতা জিতেন্দ্র চৌধুরী।পাল্টা জবাব দিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন,এটা মোদি আর্ট। আমাদের দলে চলে আসুন, তাহলে আপনিও পাবেন। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনও জিতেন্দ্র বাবুকে উদ্দেশ্য করে বলেন,এই আর্ট তো আপনাদের থেকেই নেওয়া।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

15 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

15 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

15 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

15 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago