এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-কালো চশমা:-চোখে সমস্যার কারণে শুক্রবার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিধানসভায় কালো চশলা পরে এসেছিলেন।তার সেই চশমা নিয়ে বেশ কিছুক্ষণ বিতর্ক চললো বিধানসভায়। কংগ্রেস বিধায়ক গোপাল রায় তার স্বভাবসুলভ ভঙ্গিমায় অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, স্যার আপনি কালো চশমা পড়ে এসেছেন। এই চশমা না খুললে তো আপনাকে দেখা যাচ্ছে না। আপনি দেখতে পারছেন কিনা?সেটাও বুঝতে পারছি না। জবাবে অধ্যক্ষ বলেন, চশমা না দেখে নিজের কাজটা করুন।এই নিয়ে সভায় হাসির রোল উঠে।অতিরিক্ত ব্যয়:-শুক্রবার বিধানসভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১৬৩২.৬২ কোটি টাকার অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করেছেন। রাজ্যের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতেই এই অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ:-রাজ্যের জনগণ যাতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুযোগ পায়, তার জন্য ‘মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা’ চালু করা হয়েছে। এই প্রকল্পে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার মতোই রাজ্যের সকল জনগণ বছরে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা পরিষেবার সুযোগ পাবে।রাজ্য সরকার এই প্রকল্প চালু করার জন্য শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। প্রস্তাবটি সর্বসম্মতিভাবে পাস হয়।
চোখের ডাক্তার:-আপনি কি চোখেরও ডাক্তার?শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশে এই প্রশ্ন ছুড়ে দেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়।এদিন বিধানসভায় অধ্যক্ষের কালো চশমা পরে থাকা নিয়ে মন্তব্য করেন বিধায়ক গোপাল রায়।এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, কালো চশমা চোখের জন্য ভালো। আর অমনি গোপালবাবু মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি চোখেরও ডাক্তার নাকি?জয় শ্রীরাম:-
বাজেট ভাষণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সম্প্রতি আগরতলা এবং উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরীর ভূমি থেকে অযোধ্যা ভূমিতে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রাজ্যবাসীকে রামলালা দর্শনের সুযোগ করে দিয়েছেন।এর জন্য তিনি সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ জানান।ওই সময় অর্থমন্ত্রীর পাশে বসা রাজ্যের বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ টেবিল চাপড়ে ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দেন। রতনবাবুর সুরে সুর মেলান অন্য সদস্যরাও।এটাই স্টাইল:-
বিধানসভায় বিভিন্ন প্রসঙ্গে যখন কথা বলেন, তখন উচ্চস্বরেই কথা বলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।শুক্রবারও একটি বিষয়ে কথা বলার সময় এমনটাই ঘটে।অধ্যক্ষ আচমকা বলে উঠেন, সুদীপবাবু আপনি অতটা উত্তেজিত হচ্ছেন কেন? ট্রেজারি বেঞ্চ থেকে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন,স্যার উত্তেজিত না, এটাই উনার স্টাইল।বেলা-বেলা:-এই সভা বেলা… পর্যন্ত মুলতবি থাকবে। অধ্যক্ষের এই ঘোষণার সাথে সাথেই কংগ্রেস বিধায়ক গোপাল রায় অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন,স্যার আপনে বেলা- বেলা কইনে না।এতো বেলা-বেলা করলে চলবে না।একটি বিষয় নিয়ে গোপাল বাবু কিছু বলার চেষ্টা করছিলেন। কিন্তু অধ্যক্ষ সেই সুযোগ দিচ্ছিলেন না।মানিক সরকার:-প্রাক্তন হয়েও মুখ্যমন্ত্রীর তকমা পেলেন মানিক সরকার।শুক্রবার শাসকদলের বিধায়ক তফাজ্জল হোসেন তার উত্থাপিত একটি বেসরকারী প্রস্তাবের উপর আলোচনা করার সময় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নাম বলতে গিয়ে আচমকা বলে ফেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নাম।যদিও পরে তিনি ভুল সংশোধন করে নিয়েছেন।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago