বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ২৩টি দোকান!!
অনলাইন প্রতিনিধি :-বিধ্বংসী অগ্নিকান্ডে লংতরাই ভ্যালি মহকুমার ধূমাছড়া বাজারের তেইশটি দোকান ভস্মীভূত হয়ে যায়। ঘটনা বৃহস্পতিবার ভোর রাতে। বাজার এলাকার জনগন ভোরে দেখত পায় বাজারের একটি দোকানে আগুন জ্বলছে। সাথে সাথে খবর যায় মনু দমকল অফিসে । মনু থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন আয়তে আনতে প্রচেষ্ট চালায়। কিন্ত আগুনের তীব্রতা বেশি থাকায় খবর দেওয়া হয় ছৈলেংটা স্থিত দমকল বাহিনিকে। ছৈলেংটা থেকে ও দমকল বাহিনি ছুটে এসে আগুন আয়তে আনার জন্য চেষ্টা শুরু করে। দমকলের দুইটি ইঞ্চিনের প্রায় তিন ঘন্টা প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আসে। কিন্ত ইতিমধ্যে তেশটি দোকান সম্পূন্ন ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক ধারনা শট সার্কিট থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত।