বিধ্বংসী ভূমিকম্পের তিন দিন পর আশির বৃদ্ধা উদ্ধার জাপানে!!

 বিধ্বংসী ভূমিকম্পের তিন দিন পর আশির বৃদ্ধা উদ্ধার জাপানে!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- নববর্ষের দিন হয়েছিল
এই বিধ্বংসী ভূমিকম্প।তার ৭২ ঘণ্টা টি পরে, একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হলেন অশীতিপর এর এক বৃদ্ধাএ দেশের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে জাপানের বিধ্বস্ত ওয়াজিমা শহরে ওই বৃদ্ধাকে । তার বাড়ি থেকে জীবিত উদ্ধার করার একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। ভূমিকম্পের ৭২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক বৃদ্ধা জীবিত উদ্ধার হয়েছেন। তার বয়স ৮০-এর কোটায়। ইংরেজি নতুন বছরের প্রথম দিন, সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিট নাগাদ রিখটার স্কেলে ৭.৬ মাত্রার প্রবল ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল প্রত্যন্ত নোতো উপদ্বীপ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুজু এবং ওয়াজিমা শহর। ভূমিকম্পের পর ওই বৃদ্ধা তার বাড়ির মেঝের তলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। বৃহস্পতিবার ভূমিকম্পের ৭২ ঘণ্টা বা ৩ দিন অতিক্রান্ত হয়। সাধারণত ধ্বংসস্তুপে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের জন্য ৭২ ঘণ্টা পর্যন্ত সময়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এরপর জীবিত উদ্ধারের আশা ক্রমশ ফুরিয়ে আসে। তারপরেও উদ্ধারকারীরা জীবিত উদ্ধারের আশায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, সুজু ও ওয়াজিমা শহরে বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে এই বৃদ্ধার মতোই আরও অনেকে চাপা পড়ে আছেন।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির ৩০ হাজারের বেশি মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছেন। কিছু শহরে জল, বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা এখনও ব্যাহত রয়েছে। সুজু শহরের মেয়র বলেছেন, শহরটির ৯০ শতাংশ ঘরবাড়ি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.