বিপর্যস্ত পাহাড়ি রেলপথে পণ্য পরিবহণ বন্ধে দুর্ভোগ

এই খবর শেয়ার করুন (Share this news)

বিপর্যস্ত পাহাড়ি রেলপথের কারণে বিপদ বাড়ছে রাজ্যের । নানাদিক থেকে সমস্যায় পড়তে হচ্ছে রাজ্যবাসীকে । বিপর্যস্ত পাহাড়ি রেলপথের কারণে ১৪ মে থেকে বন্ধ হয়ে আছে দূরপাল্লার ট্রেন চলাচল । গুয়াহাটি , কলকাতা , ভোপাল , নয়াদিল্লী , সেকেন্দ্রাবাদ , বেঙ্গালুরু , পাটনা , কানপুর সহ দেশের বিভিন্ন অংশের সঙ্গে রেলপথে রাজ্যের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে । ফলে নিতান্ত নিরুপায় সাধারণ মানুষ চড়া মূল্যের টিকিট কেটে বিমানে চলাচল করতে হচ্ছে । ফলে দুর্ভোগ সইতে হচ্ছে রাজ্যবাসীকে । রেলপথ বন্ধ থাকার কারণে রাজ্যবাসীকে বিপাকে পড়তে হচ্ছে অন্যদিক থেকেও । এই কারণে রাজ্যে বিভিন্ন পণ্যসামগ্রী আসার ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে প্রচণ্ডভাবে । ব্যাঘাত ঘটছে রাজ্যের ব্যবসায়ীদের বহিঃরাজ্যে বিভিন্ন পণ্য সামগ্রী রপ্তানির ক্ষেত্রেও । আগরতলা স্টেশনে প্রায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে ট্রেনের কোচ । বিপর্যস্ত পাহাড়ি রেলপথের কারণে বিপাকে রয়েছে মিজোরাম , মণিপুরের পশ্চিমাংশ ও দক্ষিণ আসামের মানুষ । সব মিলিয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের সমস্যা হচ্ছে উল্লিখিত কারণে । ১৪ মে থেকে পয়লা জুলাই পর্যন্ত এই অঞ্চলে সব ধরনের দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে । আগরতলার সঙ্গে শুধু স্বল্প দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চলাচল করছে দক্ষিণ আসামের শিলচর ও মণিপুরের জিরিবামে ।

এছাড়া নয়াদিল্লী – সংলগ্ন আনন্দ বিহার , পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট , কর্ণাটকের বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট , পশ্চিমবঙ্গের শিয়ালদহ , তেলেঙ্গানার, সেকেন্দ্রাবাদ , মধ্যপ্রদেশের রাণী কমলাপতি , বিহারের দেওঘরে রাজ্যের ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে । টানা প্রায় কুড়ি দিন ধরে মোট আটজোড়া দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে রাজ্যে । উত্তর পূর্ব সীমান্ত রেলের ঘোষণা অনুসারে পয়লা জুলাই পর্যন্ত টানা আটচল্লিশ দিন এসব ট্রেন চলাচল বন্ধ থাকবে । এ সব ট্রেনে যাত্রীর পাশাপাশি নিয়মিত পণ্যসামগ্রী আসা- যাওয়া করে । এর মধ্যে রাজ্যে আসে প্রধানত ডিম , মাছ , আলু , পেঁয়াজ , রসুন , টমেটো , কাঁচালঙ্কা , মিষ্টি কুমোড় , বেগুন সহ নানা ধরনের সবজি । আসে আঙুর , আপেল , আম সহ নানা ধরনের করতে ফল । আসে তৈরি পোশাক সহ কাপড়চোপড় , জুতা , মাছ ধরার জাল , মাছ ও মোরগের খাবার , বৈদ্যুতিক ও বৈদ্যুতিন সামগ্রী , চাল , ওষুধ , প্যাকেটজাত দুধ ইত্যাদি । আগরতলা সহ ত্রিপুরা থেকে যায় প্রধানত রাবার পুরোনো প্লাস্টিক , টিন , স্টি ও লোহার সামগ্রী । দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের সামনে ও পেছনে লাগানো বিশেষ ধরনের কোচ তথা রেলের পরিভাষায় লিজ ভিপিতে করে এসব পণ্য সামগ্রী আসা যাওয়া করে বলে জানা যায় । এসবই অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিক থাকার সময়ের ঘটনা । বর্তমানে দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ থাকায় এসব পণ্যসামগ্রীর আসা- যাওয়াও বন্ধ হয়ে আছে । নিয়মিত ট্রেন চলাচলকালে সেকেন্দ্রাবাদ ও বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্টেশন থেকে প্রচুর পরিমাণ মিষ্টি কুমোড় , আঙুর ও ডিম আসে নিয়মিত । নয়াদিল্লী সংলগ্ন আনন্দবিহার থেকে আসে তৈরি পোশাক , কাটা কাপড় , বৈদ্যুতিক ও বৈদ্যুতিন সামগ্রী সহ অন্যান্য জিনিস । শিয়ালদহ থেকে আসে ফল থেকে শুরু করে প্রায় সবকিছু । মালদহ থেকে আসে মাছ ও অন্যান্য সামগ্রী ।

নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটি থেকে আসে কাপড়চোপড় ও নানা ধরনের সবজি সহ বিভিন্ন সামগ্রী । সবজি সবচেয়ে বেশি আসে অবশ্য লামডিঙ থেকে । এছাড়া বিভিন্ন স্টেশনকে ভিত্তি করে আলু , পেঁয়াজ , রসুন , টমেটো ইত্যাদি আসে । রেলপথে পণ্য সামগ্রী আনার নানা সুবিধা রয়েছে । সবচেয়ে বড় কথা যাত্রী ট্রেনে মালপত্র আসা – যাওয়ার সময় লাগে সড়কপথের তিন ভাগের এক ভাগেরও কম । ভাড়াও লাগে অনেক কম । রেলপথে পণ্য পরিবহণে ঝুঁকি নেই সড়ক পথের মতো । ফলে দেশের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও ব্যবসায়ীদের মধ্যে সড়কপথে পণ্য আমদানিতে আগ্রহ বেড়েছে বলে জানা গেছে । প্রাপ্ত খবর অনুসারে যাত্রী ট্রেনের মাল বহনকারী প্রতিটি কোচের পণ্য পরিবহণ ক্ষমতা ২৩ টন করে । প্রতিটি দূরপাল্লার ট্রেনে এই কোচ থাকে সর্বনিম্ন ১ টি থেকে সর্বাধিক চারটি পর্যন্ত । ফলে দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ থাকায় এদিক থেকে বিপদ বেড়েছে বলে খবর । এর প্রভাব রাজ্যের বিভিন্ন বাজারে পড়তে শুরু করেছে বলে জানা গেছে ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

16 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

17 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

17 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

17 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

18 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

18 hours ago