বিপাকে আনারস চাষীরা

 বিপাকে আনারস চাষীরা
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, অমরপুর।। রাজ্যের উৎপাদিত কুইন আনারস(স্থানীয় ভাবে যেটা ক্যালেন্ডার আনারস নামেই পরিচিত) বিদেশে পাড়ি দিলেও, দেশী আনারস চাষিরা তাদের উৎপাদিত আনারসের উচিত মূল্য না পেয়ে মহা বিপাকে পড়েছেন। এখন পর্যন্ত দেশী আনারস সরকারী উদ্যোগে বিদেশে পাড়ি দিয়েছে বলে কোন খবর নেই। কিংবা উৎপাদকদের নিকট থেকে সরকারী তরফে দেশী আনারস উচিত মূল্যে ক্রয় করা হয়েছে অথবা ক্রয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও কোন খবর নেই।
অন্যন্য বছরের তুলনায় এবছর অমরপুরের বিভিন্ন পাহাড়াঞ্চলে এবং গন্ডাছড়ার কালাঝারি এলাকায় আনারসের ভাল ফলন হয়েছে।

কিন্তু আনারস চাষিরা তাদের কষ্টার্জিত ফলের উচিত মূল্য পাচ্ছেন না। বর্তমানে অমরপুরের বিভিন্ন বাজারে চারটি দেশী আনারস কুড়ি থেকে ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে। কিছুটা বড় সাইজের চারটি আনারসের মূল্য বড়জোর চল্লিশ থেকে পঞ্চাশ টাকা। কিন্তু মাথায় হাত সংশ্লিষ্ট আনারস চাষিদের। কৃষকরা আনারস বাজারজাত করার পরিবহন খরচ, লোডিং- আনলোডিং সহ অন্যান্য ঝুট-ঝামেলা এড়াতে বাগানেই ফসল বিক্রি করে দেওয়াকেই শ্রেয় মনে করছেন। ফলে বাগানে জলের দরে বিক্রি হচ্ছে মরশুমের সুস্বাদু ফল। রাজ্যে সরকার কি পারে না, ক্যালেন্ডার তথা কুইন আনারসের মত দেশী আনারস গুলির ভাগ্য ফেরাতে? দেশী আনারস উৎপাদকদের মুখে হাসি ফোটাতে?

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.