বিপ্লবের কথায় অনুপ্রাণিত কিশোর বর্তমানে স্বরোজগারি

এই খবর শেয়ার করুন (Share this news)

মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের বেকার যুবক – যুবতীদের স্বরোজগারি হওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । ওই সময় কয়েকটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন , বাম আমলে দীর্ঘ পঁচিশ বছর ধরে সরকারী চাকরির আশায় বসে না থেকে এই দীর্ঘ সময়ে আর কিছু হোক না হোক , যদি একটি পান দোকান দিয়ে ব্যবসা করলেও মাসে দশ – বারো হাজার টাকা আয় হতো । সরকারী চাকরির জন্য চেষ্টা করার পাশাপাশি গোপালন বা পান বিক্রির মতো উদ্যোগের সাথে যুক্ত হতে বলেছিলেন । উদ্দেশ্য ছিল রোজগারের সাথে যাতে যুক্ত হয় যুবকরা । বিপ্লব দেবের এই বক্তব্য ঘিরে তখন নানা বিতর্ক হয়েছে ।

কিন্তু সেই আহ্বান থেকে অনুপ্রাণিত হয়ে বিশালগড় সুনামগঞ্জের যুবক কিশোর মজুমদার আজ আত্ননির্ভর । স্বরোজগারি হওয়ার লক্ষ্যে স্থানীয় পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী স্ট্রিট ভেণ্ডার আন্তনির্ভর স্বনীধি যোজনায় দশ হাজার টাকা আর্থিক সহায়তা নিয়ে শুরু করেন পানের দোকান । অদম্য ইচ্ছাশক্তি আর কিছু একটা করার মানসিকতা থাকলে কোনও প্রতিবন্ধকতাই যে অন্তরায় হতে পারে না , তা আবার প্রমাণ করলেন বিশালগড় সুনামগঞ্জের যুবক কিশোর মজুমদার । মাত্র দশ হাজার টাকা আর্থিক সহায়তা নিয়ে যে পানের দোকান শুরু করেছিল , সেই দোকান থেকে বর্তমানে প্রতিমাসে শুধু পান বিক্রি করেই কিশোর চৌদ্দ থেকে পনের হাজার টাকা উপার্জন করছেন । ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে পানের সাথে যুক্ত করেছেন অন্যান্য সামগ্রীও । সোমবার কিশোর মজুমদারের সেই দোকান পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । তাঁকে উৎসাহিত করতে তাঁর হাতে বানানো পানও খেলেন তিনি ।

শ্রীদেব কিশোরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন । বিপ্লব দেবের কথায় , পানের দোকান দিয়ে কিশোর একদিন মুখ্যমন্ত্রী থাকাকালীন বিপ্লব দেবের সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন , যদি কোনও দিন সুযোগ হয় দোকানে আসার জন্য । সোমবার বিপ্লব দেব তার দোকানে গেলেন । এই প্রসঙ্গে বিপ্লব কুমার দেব বলেন , স্বভিমানি মানসিকতাই ব্যক্তি প্রতিষ্ঠার অন্যতম শর্ত । রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য প্রত্যেক যুবক – যুবতীদের রোজগার সুনিশ্চিত করা । সেই লক্ষ্যে গৃহীত গুচ্ছ পরিকল্পনায় সুফল পাচ্ছেন রাজ্যের নাগরিকরা । বর্তমানে রাজ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে । তিনি অভিযোগ করে বলেন , কমিউনিস্টরা এই রাজ্যে পরনির্ভরশীল মানসিকতা তৈরি করে রেখেছিলো । কিন্তু বর্তমানে সরকার যুবকদের হিতে প্রতিনিয়ত কাজ করে চলেছে । অযথা সময় নষ্ট না করে এবং একেবারে বসে না থেকে নিজেদের প্রতিভা ও দক্ষতা অনুসারে যুবকদের যেকোনও পেশায় নিজেদের যুক্ত করার আহ্বান জানান শ্রীদেব । নিষ্ঠার সাথে সম্পাদিত প্রত্যেকটি কাজই সম্মানের । কোনও কাজই ছোট নয় । কিন্তু রাজনৈতিক স্বার্থে এই বাস্তবতাকে অন্যভাবে মানুষের সামনে তুলে ধরা হয় । ওই সব নিন্দুকদের জন্য বিশালগড়ের কিশোর এক উজ্জ্বল দৃষ্টান্ত । অন্যদের কাছেও অনুপ্রেরণা – এটা বলার অপেক্ষা রাখে না ।

Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

13 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

13 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

13 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

14 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

14 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

14 hours ago