বিপ্লবের কথায় অনুপ্রাণিত কিশোর বর্তমানে স্বরোজগারি

এই খবর শেয়ার করুন (Share this news)

মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের বেকার যুবক – যুবতীদের স্বরোজগারি হওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । ওই সময় কয়েকটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন , বাম আমলে দীর্ঘ পঁচিশ বছর ধরে সরকারী চাকরির আশায় বসে না থেকে এই দীর্ঘ সময়ে আর কিছু হোক না হোক , যদি একটি পান দোকান দিয়ে ব্যবসা করলেও মাসে দশ – বারো হাজার টাকা আয় হতো । সরকারী চাকরির জন্য চেষ্টা করার পাশাপাশি গোপালন বা পান বিক্রির মতো উদ্যোগের সাথে যুক্ত হতে বলেছিলেন । উদ্দেশ্য ছিল রোজগারের সাথে যাতে যুক্ত হয় যুবকরা । বিপ্লব দেবের এই বক্তব্য ঘিরে তখন নানা বিতর্ক হয়েছে ।

কিন্তু সেই আহ্বান থেকে অনুপ্রাণিত হয়ে বিশালগড় সুনামগঞ্জের যুবক কিশোর মজুমদার আজ আত্ননির্ভর । স্বরোজগারি হওয়ার লক্ষ্যে স্থানীয় পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী স্ট্রিট ভেণ্ডার আন্তনির্ভর স্বনীধি যোজনায় দশ হাজার টাকা আর্থিক সহায়তা নিয়ে শুরু করেন পানের দোকান । অদম্য ইচ্ছাশক্তি আর কিছু একটা করার মানসিকতা থাকলে কোনও প্রতিবন্ধকতাই যে অন্তরায় হতে পারে না , তা আবার প্রমাণ করলেন বিশালগড় সুনামগঞ্জের যুবক কিশোর মজুমদার । মাত্র দশ হাজার টাকা আর্থিক সহায়তা নিয়ে যে পানের দোকান শুরু করেছিল , সেই দোকান থেকে বর্তমানে প্রতিমাসে শুধু পান বিক্রি করেই কিশোর চৌদ্দ থেকে পনের হাজার টাকা উপার্জন করছেন । ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে পানের সাথে যুক্ত করেছেন অন্যান্য সামগ্রীও । সোমবার কিশোর মজুমদারের সেই দোকান পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । তাঁকে উৎসাহিত করতে তাঁর হাতে বানানো পানও খেলেন তিনি ।

শ্রীদেব কিশোরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন । বিপ্লব দেবের কথায় , পানের দোকান দিয়ে কিশোর একদিন মুখ্যমন্ত্রী থাকাকালীন বিপ্লব দেবের সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন , যদি কোনও দিন সুযোগ হয় দোকানে আসার জন্য । সোমবার বিপ্লব দেব তার দোকানে গেলেন । এই প্রসঙ্গে বিপ্লব কুমার দেব বলেন , স্বভিমানি মানসিকতাই ব্যক্তি প্রতিষ্ঠার অন্যতম শর্ত । রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য প্রত্যেক যুবক – যুবতীদের রোজগার সুনিশ্চিত করা । সেই লক্ষ্যে গৃহীত গুচ্ছ পরিকল্পনায় সুফল পাচ্ছেন রাজ্যের নাগরিকরা । বর্তমানে রাজ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে । তিনি অভিযোগ করে বলেন , কমিউনিস্টরা এই রাজ্যে পরনির্ভরশীল মানসিকতা তৈরি করে রেখেছিলো । কিন্তু বর্তমানে সরকার যুবকদের হিতে প্রতিনিয়ত কাজ করে চলেছে । অযথা সময় নষ্ট না করে এবং একেবারে বসে না থেকে নিজেদের প্রতিভা ও দক্ষতা অনুসারে যুবকদের যেকোনও পেশায় নিজেদের যুক্ত করার আহ্বান জানান শ্রীদেব । নিষ্ঠার সাথে সম্পাদিত প্রত্যেকটি কাজই সম্মানের । কোনও কাজই ছোট নয় । কিন্তু রাজনৈতিক স্বার্থে এই বাস্তবতাকে অন্যভাবে মানুষের সামনে তুলে ধরা হয় । ওই সব নিন্দুকদের জন্য বিশালগড়ের কিশোর এক উজ্জ্বল দৃষ্টান্ত । অন্যদের কাছেও অনুপ্রেরণা – এটা বলার অপেক্ষা রাখে না ।

Dainik Digital

Recent Posts

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

22 hours ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

22 hours ago

স্মার্টসিটি প্রকল্পের কাজে বন্ধ উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…

22 hours ago

বার্ষিক পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের রসিকতায় চরম ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…

22 hours ago

রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…

22 hours ago

চূড়ান্ত সীলমোহর পড়বে ১০টি সাংগঠনিক জেলা সভাপতির নামে!!

অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…

22 hours ago