বিপ্লব কুমার দেবের পৈতৃক বাড়িতে হামলা!!! ত্রিপুরা খবর Dainik Digital January 3, 2023 0 এই খবর শেয়ার করুন (Share this news) উদয়পুর জামজুরি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৈত বাড়িতে হামলা চালায় বিরোধী আশ্রিত দুস্কৃতিরা। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি। পাল্টা হামলায় একাধিক দোকানে আগুন। ঘটনা মঙ্গলবার সন্ধ্যায়। পরিস্থিতি থমথমে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী।