বিপ্লব দেব রাজনৈতিক শিশু তার বক্তব্য মানুষ শুনছেন না!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বিপ্লব দেবকে ‘রাজনৈতিক শিশু’ বলে অভিহিত করলেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।শ্রী চৌধুরীর মতে, পশ্চিম লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব দেবের বক্তব্য ও আচরণে আবারও রাজ্যে ভোটের পরিবেশ নষ্ট হচ্ছে।তবে ভালো দিক হলো, রাজ্যের মানুষ তার রুচিহীন বক্তব্যে কর্ণপাত করছেন না। উল্টো হাসছেন। রাজ্যের মানুষ আসন্ন ভোটের দিন বিজেপিকে তার উপযুক্ত জবাব দিতে ঘরে ঘরে প্রস্তুত হয়ে গিয়েছেন।
বুধবার আগরতলা প্রেস ক্লাবে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তকে পাশে বসিয়ে ইন্ডিয়া জোটের সাংবাদিক সম্মেলনে ঠিক এভাবেই বিপ্লববাবুকে বিঁধলেন জিতেন চৌধুরী।তিনি বলেন,দেশ ও রাজ্যে ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত। বিজেপির পরাজয় নিশ্চিত জেনেই মূলত হিংসা ছড়ানোর উদ্দেশে এ ধরনের বক্তব্যে বিজেপি প্রার্থী ব্যস্ত। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেও তিনি বারবার ব্যর্থ হচ্ছেন।এই কারণে বিপ্লববাবু সম্পূর্ণ হতাশাগ্রস্ত।জিতেন চৌধুরীর দাবি, সিপিএম, কংগ্রেস দল নিয়ে যতই রুচিহীন বক্তব্য তিনি করবেন, তাতে আদতে লাভ ইন্ডিয়া জোটের হচ্ছে। কারণ রাজ্যের মানুষ চার বছরে তার মুখ্যমন্ত্রী থাকার সময়ে বিরোধীদল সহ সাধারণ মানুষের উপর যেসব হামলা হয়েছে তা ভুলে যাননি রাজ্যে কিভাবে প্রকাশ্য দিবালোকে ভোট লুট,হামলা,হুজ্জতি, সন্ত্রাস, সিপিএম-কংগ্রেস পার্টি অফিসে হামলা চলে। তাও রাজ্যের মানুষের মনে রয়েছে।এখন বিজেপি প্রার্থীর বক্তব্যে রাজ্যে কালো দিনের আবারও সূচনা হবে।তারই প্রমাণ মিলছে।তার মতে রাজ্যের মানুষ তা আর মেনে নেবেন না।উল্টো লোকসভা ভোটে বিজেপি প্রার্থীকে প্রত্যাখ্যান করবেন।জিতেন চৌধুরী জানান, পশ্চিম, পূর্ব ত্রিপুরা এবং ৭-রামনগর উপভোটের মনোনয়নে রাজ্যের অনুউপজাতি ও উপজাতি অংশের মানুষের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে প্রমাণিত দেশ ও রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন।তাই বিজেপির ভরাডুবি নিশ্চিত।
বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান, বিজেপি প্রার্থী আদতে রাজনৈতিক বোঝা ও জড়বস্তু।তার বক্তব্যেই সব প্রমাণিত।যদি সৎসাহস থাকে, তবে কেন মুখ্যমন্ত্রীর পদ থেকে হাটানো হলো?তা রাজ্যবাসীর কাছে তোলে ধরা হোক।আমরা কোনও রাজনৈতিক নেতার পরিবার, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না।তবে আমাদের বিজেপি প্রার্থী বাধ্য করছেন। যা কারও জন্য সুখকর হবে না। তিনি এক প্রশ্নের জবাবে প্রদ্যোত কিশোর দেববর্মণকে মহারাজের পরিবর্তে মহাজনের সাথে তুলনা করেন।তার অভিযোগ রাজ্যের ট্রাইবেল মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তিপ্রা মথা।তবে কালোদিন রাজ্যের উপজাতি মানুষ সব ধরে ফেলেছেন।তাই এখন এক পাতার একটি চুক্তির নামেও নাটক হচ্ছে।তবে বিজেপি-তিপ্রা মথার বিদায় নিশ্চিত বলে শ্রীবর্মণ মন্তব্য করেন।

Dainik Digital

Recent Posts

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

6 mins ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

18 mins ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

54 mins ago

রাজ্যের সম্পদ ব্যবহারে রিলায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-রিলায়েন্স গ্রুপ রাজ্যের প্রাকৃতিক সম্পদগুলি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার বিধানসভায়…

60 mins ago

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

1 day ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

1 day ago