Categories: দেশ

বিভাজনের বিরুদ্ধে পথে কংগ্রেস

এই খবর শেয়ার করুন (Share this news)

রাস্তায় নামলেন রাহুল গান্ধী । বহু বছর পর কংগ্রেসের একটি কর্মসূচি ঘিরে দলের অন্দরে উন্মাদনা তুঙ্গে । কর্মসূচির নাম ভারত জুড়ো যাত্রা । দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে বুধবার শুরু হলো এই যাত্রা । সমাপ্ত হবে কাশ্মীরে । এই গোটা সফর কংগ্রেস নেতারা সম্পন্ন করবেন পদযাত্রার মাধ্যমে । স্বয়ং রাহুল গান্ধী গোটা রাস্তাই হাঁটবেন । প্রতিদিন রাতে যেখানে দিনের যাত্রা সমাপ্ত হবে , সেখানে কন্টেনারে রাত কাটানো হবে । ভারতের মানুষের সঙ্গে সংযোগ সূত্র গড়ে তোলা এবং মোদি সরকার তথা বিজেপির বিভাজন ও বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে সম্পূর্ণ বিপরীত এক স্বাজাত্যপ্রিয়তা গড়ে তোলাই এই কর্মসূচির উদ্দেশ্য বলে জানিয়েছেন রাহুল গান্ধী । কন্যাকুমারীর যাত্রা শুরুর মঞ্চে যাওয়ার আগে রাহুল যান চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুরে ।

পিতা রাজীব গান্ধীর স্মৃতিস্তম্ভে গিয়ে প্রার্থনা করেন তিনি । বলেন , আমার বাবা আমাকে ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার শিক্ষা দিয়েছেন । আমি তাই বিশ্বাস করি আজ বিজেপি যতই ব্যক্তিগত ও সমষ্টিগত ঘৃণা ছড়াক দেশে এবং ধর্ম ভাষার ভিত্তিতে বিভাজনের রাজনীতির বিষ বপন করুক , একদিন অবশ্যই জাতি ধর্ম ভাষা নির্বিশেষে মানবিকতা এবং ভারতীয় নাগরিক হিসেবে একতার সৌহার্দ্যই জয়ী হবে । এই অন্ধকার কেটে যাবে বলেই আমার নিশ্চিত বিশ্বাস। এরপর রাহুল হাজির হন কন্যাকুমারীর মঞ্চে । সেখানে এদিন রাজস্থানের অশোক গেহলট থেকে শুরু করে ছত্তিশগড়ের ভূপেশ বাগেল, কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন । একই সঙ্গে ছিলেন কংগ্রেসের বিভিন্ন সংগঠনের নেতা ও পদাধিকারীরা । বস্তুত বহুদিন পর একটি রাজনৈতিক কর্মসূচি কংগ্রেসের মধ্যে এতটাই আলোড়ন তুলেছে যে , কংগ্রেসের নেতাদের মধ্যে থাকা দূরত্ব ও বিরোধাভাসও দূরে সরে গিয়েছে অন্তত দৃশ্যগতভাবে ।

এর মধ্যেই অশোক গেহলট এদিন ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করেছেন । তিনি বলেন , কংগ্রেসের তাবৎ নেতা ও কর্মীই চাইছেন যাতে রাহুল গান্ধীই আবার সভাপতি হন । অশোক গেহলটের বক্তব্য , এই ভারত জুড়ো যাত্রার উন্মাদনা থেকেই স্পষ্ট যে , কংগ্রেসের ঐক্য এবং সাংগঠনিক শক্তি ধরে রাখার অন্যতম শর্তই হলো গান্ধী পরিবারের নেতৃত্ব । এদিকে ভারত জুড়ো যাত্রার সূচনায় বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না । আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন , হাস্যকর একটি কর্মসূচি । ভারত তো বিচ্ছিন্ন নয় । ভারতকে জোড়ার কী আছে ? বরং রাহুল গান্ধী যদি মনে করেন জওহরলাল নেহরুর কংগ্রেস দেশভাগ করে ভুল করেছে তাহলে তিনি এখন পাকিস্তান , বাংলাদেশকে করে আবার অখণ্ড ভারত কথা ভাবতে পারেন ।

ঘটনাচক্রে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বাংলাদেশ নিয়ে এমন এক সময়ে বিতর্কিত মন্তব্য করলেন , যখন ভারত সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আর তাতেই হিমন্তের বেফাঁস মন্তব্য নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রত্যাঘাত করে বলেছেন , আসামের মুখ্যমন্ত্রীর আচার আচরণ এরকমই ছেলেমানুষীতে পূর্ণ । তার মন্তব্যে কোনও গভীরতা নেই । তার প্রভূদের খুশি করতেই তিনি এসব কথা বলেন । এদিকে , ভারত জুড়ো যাত্রাকে ‘ ল্যাণ্ড মার্ক ’ কর্মসূচি বলে আখ্যায়িত করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ।

তিনি বলেছেন , ৩৫০০ কিমির পদযাত্রা দলকে উজ্জীবিত করতে সহায়তা করবে । শারীরিক অসুস্থতার জন্য র‍্যালিতে অংশ নিতে পারেননি বলেও তিনি এদিন লিখিত বার্তায় অনুশোচনা প্রকাশ করেছেন । তিনি দলীয় সতীর্থদের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য অভিনন্দনও জানিয়েছেন ।

কন্যাকুমারীর পদযাত্রায় সোনিয়ার বার্তা পড়ে শোনানো হয় । প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম ভারত জুড়ো যাত্রাকে দেশের দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন । বিভাজনের শক্তি পরাস্ত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলেও তিনি এদিন উল্লেখ করেছেন ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

20 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

21 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

21 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

21 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

21 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

21 hours ago