বিভিন্ন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা!!

 বিভিন্ন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু ও শ্রীনগর-সহ বিভিন্ন শহরে তাদের ফ্লাইট বাতিল করেছে। এ প্রসঙ্গে,এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বর্তমান পরিস্থিতির জন্য বিমান সংস্থা দুপুর পর্যন্ত জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে আসা এবং যাওয়ার সমস্ত ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে, স্পাইসজেটও বর্তমান পরিস্থিতির জন্য ধর্মশালা লেহ, জম্মু , শ্রীনগর এবং অমৃতসর সহ উত্তর ভারতের কিছু অংশে তাদের পরিষেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে । এয়ারলাইনটি এক্স-র একটি পোস্টে জানিয়েছে, “প্রস্থান, আগমনের পরিবর্তণের কারণে পরবর্তী ফ্লাইটগুলিও প্রভাবিত হতে পারে ৷”

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.