বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয় সরকার ১৬ টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে । এই চ্যানেলগুলির বিরুদ্ধে মিথ্যা- বিভ্রান্তিকর এবং ভুল তথ্য, উস্কানিমূলক, সাম্প্রদায়িক এবং সংবেদনশীল বিষয়বস্তু ছড়ানোর অভিযোগ রয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পর ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে । নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, জিও নিউজ, সুখনামা, জিএনএন এবং ইরশাদ ভাট্টির মতো একাধিক পাকিস্তানি মিডিয়া চ্যানেল ৷ সরকারি সূত্র জানা গিয়েছে, “