বিমানবন্দরে প্রিপেইড অটো পরিষেবা চালু

এই খবর শেয়ার করুন (Share this news)

অবশেষে মঙ্গলবার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে প্রিপেইড অটোরিকশা এবং ট্যাক্সি পরিষেবা শুরু হয়েছে । প্রাথমিক প্রিপেইড ভাড়ার চার্ট অনুযায়ী আগরতলা শহর ও শহরতলির ৭৩ টি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রিপেইড পরিষেবার সুবিধা পাওয়া যাবে । এ দিন বিমানবন্দর প্রাঙ্গণে এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , বিধায়ক দিলীপ দাস , এয়ারপোর্ট অথরিটির অধিকর্তা কে সি মিনা প্রমুখ । অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন , বাইরে থেকে যে সকল নাগরিকরা রাজ্যে আসেন তাদের কাছে রাজ্যের ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে যানবাহন চালকদের ব্যবহার এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে । যা যাত্রী সাধারণের কাছে রাজ্যের মানুষ ও সরকারের এক প্রাথমিক ছবি তুলে ধরার ক্ষেত্রে সহায়ক হয় । সাম্প্রতিককালে এমবিবি এয়ারপোর্ট যাত্রী সাধারণের সাথে যানবাহন চালকদের অনেক ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্যের খবর পাওয়া গেছে । এক্ষেত্রে চালক এবং যাত্রী উভয়কে বাস্তবিক অবস্থা সম্পর্কে সচেতন হতে হবে । তাই রাজ্য সরকার এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে এই প্রিপেইড পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে । পরিবহণ , আরক্ষা , পর্যটন দপ্তর , বিমানবন্দর কর্তৃপক্ষ ও জেলাশাসক কার্যালয়ে প্রতিনিধিদের নিয়ে এই প্রিপেইড পরিষেবা পরিচালন কমিটি গঠন করা হয়েছে । আগামীদিনে পরিষেবা সংক্রান্ত যেকোনও সমস্যা সমাধানে এই কমিটি কাজ করবে । প্রিপেইড পরিষেবা প্রদানের জন্য মোট ২৩৫ টি অটোরিকশা নথিভুক্ত করা হয়েছে । অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন , রাজ্য গণ পরিবহণ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে । পরিবহণ সংক্রান্ত বিভিন্ন ধরনের কাগজপত্র অনলাইনে করা হয় । ফলে দুর্নীতি হ্রাস করার পাশাপাশি মানুষের সময় ও অর্থেরও সাশ্রয় হচ্ছে বলে শ্রীমজুমদার জানান । এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক ডা . দিলীপ দাস । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবহণ দপ্তরের বিশেষ সচিব সন্দীপ আর রাঠোর । প্রসঙ্গত , রাজ্য পরিবহণ দপ্তর যাত্রী সুরক্ষার জন্য প্রিপেইড ব্যবস্থা চালু করেছে।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

3 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

3 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

3 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

4 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago