বিমানবন্দরে সোনার বিস্কিট উদ্ধার!!
বুধবার এমবিবি বিমানবন্দর থেকে সকাল ১১.৩০ টায় এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতা যাওয়ার পথে ১৬টি স্বর্ণের বিস্কিট সহ আটক করা হয় এক ব্যক্তিকে। জানা গেছে, সিআইএসএফ জওয়ানদের চেকিং এর সময় ধরা পড়ে বিমান যাত্রী পল্লব চৌধুরীর কাছে স্বর্ণের বিস্কুট রয়েছে। বিমানবন্দর থেকে আগরতলা কাস্টম দপ্তরে খবর পাঠানো হয়।। কাস্টম দপ্তর থেকে আধিকারিকরা এসে ১৬টি বিস্কুট উদ্ধার করে।এর ওজন ১ কেজি ৮ শত ৯০ গ্রাম। কাস্টম দপ্তর ঘটনা তদন্ত করছে। স্বর্ণের বিস্কুট সহ আটক যাত্রীকে কাস্টম নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য।