বিমানবন্দর টার্মিনাল ভবনে ভিজিটর প্রবেশ বন্ধ, দুর্ভোগ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- আগরতলা এমবিবি বিমানবন্দরের টার্মিনাল ভবনের ভেতর ভিজিটর তথা দর্শনার্থীদের প্রবেশের কোনও ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। ২০২২ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহে বিমানবন্দরে নতুন জায়গায় নতুন আধুনিক টার্মিনাল ভবনটি চালু হয়। সেই সময় থেকেই এই টার্মিনাল ভবনে ভিজিটর তথা দর্শনার্থীদের প্রবেশের কোনও ব্যবস্থা করা হয়নি। আগে বিমানবন্দরের পুরোনো টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশের ব্যবস্থা চালু ছিল। টার্মিনাল ভবনের বাইরে পৃথকভাবে টিকিট কাউন্টার চালু ছিল। কাউন্টার থেকে নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট নিয়ে দর্শনার্থীরা টার্মিনাল ভবনের ভেতর প্রবেশ করতে পারতেন। তার জন্য টার্মিনাল ভবনের দোতলায় দর্শনার্থীদের জন্য পৃথকভাবে বসার ব্যবস্থা ছিল। তাকে ভিজিটর গ্যালারি বলা হতো। পানীয় জল, শৌচালয় সব ব্যবস্থাই ছিল। তাতে দর্শনার্থীরা সেখানে গিয়ে বসতেন। তাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে বিমানবন্দরে স্বাগত জানাতে ও বিদায় জানাতে টার্মিনাল ভবনের সেই জায়গায় যেতে পারতেন। অনেকে আবার বিমান দেখতেও ভিজিটর কাউন্টার থেকে টিকিট দোতলায় ভিজিটর গ্যালারিতে যেতেন। ফলে পুরোনো টার্মিনাল ভবনে এসব সুবিধা চালু ছিল। বিস্ময়ের ব্যাপার হলো, গত ২০২২ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহে যখন পুরোনো টার্মিনাল ভবন ছেড়ে নতুন আধুনিক টার্মিনাল ভবনে যাত্রী পরিষেবা চালু হয় তখন নতুন টার্মিনাল ভবনে ভিজিটর প্রবেশের কোনও সুবিধা চালু করা হয়নি। তারপর আড়াই বছর কেটে গেলেও টার্মিনাল ভবনে ভিজিটর প্রবেশে কোনও ব্যবস্থা এখনও চালু হয়নি। ভিজিটর টিকিট কাউন্টারও নেই। তাতে দিনদিন সমস্যা বাড়ছে। দর্শনার্থীরা টার্মিনাল ভবনের ভেতর প্রবেশ করতে না পেরে টার্মিনাল ভবনের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কোনও আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব বিমানে আসার থাকলে বা বিমানে ফিরে যেতে বিমানবন্দরে গিয়ে টার্মিনাল ভবনের বাইরেই প্রচণ্ড অব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। টার্মিনাল ভবনের বাইরে বসার জন্য হাতে গোনা অল্প কয়েকটি চেয়ার রয়েছে। পানীয় জল ও শৌচালয়ের সুবিধাও ভালো নয়। প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেশের সব বিমানবন্দরে টার্মিনাল হরে ভবনে প্রবেশে দর্শনার্থীদের জন্য সুবিধা চালু রয়েছে। একমাত্র ব্যতিক্রম আগরতলা এমবিবি বিমানবন্দরে। এখানে ডবল ইঞ্জিনের সরকার থাকলেও এই সমস্যাটি নিয়ে কোনওদিন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার দিল্লীর কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা আগরতলা এমবিবি বিমানবন্দর এ কর্তৃপক্ষের সঙ্গে কোনওদিন কথা বলেছেন এমন কোনও খবর নেই। রাজ্য সরকার বা পরিবহণ দপ্তর থেকে মন্ত্রী আমলারা বিভিন্ন বিষয়ের সুরাহা করতে দিল্লীতে চিঠি দিলেও এ বিষয়ে রহ্যসজনকভাবেই নীরবতা পালন করে চলেছেন বলে অভিযোগ। এদিকে, শনিবার এ বিষয়ে আগরতলা এমবিবি বিমানবন্দরের প্রধান তথা অধিকর্তা কেসি মিনাকে প্রশ্ন করা হয় কেন টার্মিনাল ভবনের ভেতর প্রবেশে ভিজিটর সুবিধা চালু করা হচ্ছে না। তাতে তিনি জানান, টার্মিনাল ভবন নির্মাণের সময় ভিজিটর প্রবেশে ও ভিজিটর বসার জন্য পৃথক কোনও সুবিধা রাখা হয়নি। সে কারণে টার্মিনাল ভবনের ভেতর ভিজিটর সুবিধা চালু করা যাচ্ছে না বলে বিমানবন্দর অধিকর্তার দাবি।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

13 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

14 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago