অনলাইন প্রতিনিধি:- আগরতলা এমবিবি বিমানবন্দরের টার্মিনাল ভবনের ভেতর ভিজিটর তথা দর্শনার্থীদের প্রবেশের কোনও ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। ২০২২ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহে বিমানবন্দরে নতুন জায়গায় নতুন আধুনিক টার্মিনাল ভবনটি চালু হয়। সেই সময় থেকেই এই টার্মিনাল ভবনে ভিজিটর তথা দর্শনার্থীদের প্রবেশের কোনও ব্যবস্থা করা হয়নি। আগে বিমানবন্দরের পুরোনো টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশের ব্যবস্থা চালু ছিল। টার্মিনাল ভবনের বাইরে পৃথকভাবে টিকিট কাউন্টার চালু ছিল। কাউন্টার থেকে নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট নিয়ে দর্শনার্থীরা টার্মিনাল ভবনের ভেতর প্রবেশ করতে পারতেন। তার জন্য টার্মিনাল ভবনের দোতলায় দর্শনার্থীদের জন্য পৃথকভাবে বসার ব্যবস্থা ছিল। তাকে ভিজিটর গ্যালারি বলা হতো। পানীয় জল, শৌচালয় সব ব্যবস্থাই ছিল। তাতে দর্শনার্থীরা সেখানে গিয়ে বসতেন। তাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে বিমানবন্দরে স্বাগত জানাতে ও বিদায় জানাতে টার্মিনাল ভবনের সেই জায়গায় যেতে পারতেন। অনেকে আবার বিমান দেখতেও ভিজিটর কাউন্টার থেকে টিকিট দোতলায় ভিজিটর গ্যালারিতে যেতেন। ফলে পুরোনো টার্মিনাল ভবনে এসব সুবিধা চালু ছিল। বিস্ময়ের ব্যাপার হলো, গত ২০২২ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহে যখন পুরোনো টার্মিনাল ভবন ছেড়ে নতুন আধুনিক টার্মিনাল ভবনে যাত্রী পরিষেবা চালু হয় তখন নতুন টার্মিনাল ভবনে ভিজিটর প্রবেশের কোনও সুবিধা চালু করা হয়নি। তারপর আড়াই বছর কেটে গেলেও টার্মিনাল ভবনে ভিজিটর প্রবেশে কোনও ব্যবস্থা এখনও চালু হয়নি। ভিজিটর টিকিট কাউন্টারও নেই। তাতে দিনদিন সমস্যা বাড়ছে। দর্শনার্থীরা টার্মিনাল ভবনের ভেতর প্রবেশ করতে না পেরে টার্মিনাল ভবনের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কোনও আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব বিমানে আসার থাকলে বা বিমানে ফিরে যেতে বিমানবন্দরে গিয়ে টার্মিনাল ভবনের বাইরেই প্রচণ্ড অব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। টার্মিনাল ভবনের বাইরে বসার জন্য হাতে গোনা অল্প কয়েকটি চেয়ার রয়েছে। পানীয় জল ও শৌচালয়ের সুবিধাও ভালো নয়। প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেশের সব বিমানবন্দরে টার্মিনাল হরে ভবনে প্রবেশে দর্শনার্থীদের জন্য সুবিধা চালু রয়েছে। একমাত্র ব্যতিক্রম আগরতলা এমবিবি বিমানবন্দরে। এখানে ডবল ইঞ্জিনের সরকার থাকলেও এই সমস্যাটি নিয়ে কোনওদিন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার দিল্লীর কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা আগরতলা এমবিবি বিমানবন্দর এ কর্তৃপক্ষের সঙ্গে কোনওদিন কথা বলেছেন এমন কোনও খবর নেই। রাজ্য সরকার বা পরিবহণ দপ্তর থেকে মন্ত্রী আমলারা বিভিন্ন বিষয়ের সুরাহা করতে দিল্লীতে চিঠি দিলেও এ বিষয়ে রহ্যসজনকভাবেই নীরবতা পালন করে চলেছেন বলে অভিযোগ। এদিকে, শনিবার এ বিষয়ে আগরতলা এমবিবি বিমানবন্দরের প্রধান তথা অধিকর্তা কেসি মিনাকে প্রশ্ন করা হয় কেন টার্মিনাল ভবনের ভেতর প্রবেশে ভিজিটর সুবিধা চালু করা হচ্ছে না। তাতে তিনি জানান, টার্মিনাল ভবন নির্মাণের সময় ভিজিটর প্রবেশে ও ভিজিটর বসার জন্য পৃথক কোনও সুবিধা রাখা হয়নি। সে কারণে টার্মিনাল ভবনের ভেতর ভিজিটর সুবিধা চালু করা যাচ্ছে না বলে বিমানবন্দর অধিকর্তার দাবি।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…