বিমানভাড়া নাগালের বাইরেই ১ জুন থেকে আরও এক এটিআর!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ইন্ডিগো ও এয়ার এ ইন্ডিয়ার বিমানে আগরতলা থেকে বহিঃরাজ্যে যাতায়াতে লাগামছাড়া ভাড়া নেওয়ার কোনও সুরাহার বা সমাধান কিছুই করা হচ্ছে না। সেই কারণে বিমান সংস্থাগুলি অসহায় যাত্রীর গলাকেটে লাভালাভের অংক কষে মর্জিমাফিক অস্বাভাবিক
বিমান টিকিটের মূল্য নিচ্ছে বলে ক্ষুব্দ যাত্রী সাধারণের
অভিযোগ।বিমান সংস্থাগুলি রাজ্যে অসহায় যাত্রীর নাগালের বাইরে খুব চড়া ভাড়া নিলেও কেন্দ্রীয় সরকার যেন ঠুটো জগন্নাথ।আশ্চর্যজনকভাবেই কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী, মন্ত্রক এই বিষয়ে কার্যকরী কোনও পদক্ষেপ নিচ্ছে না।তা নিয়ে রাজ্যের মানুষও বিস্মিত। বিমান সংস্থাগুলির ভাড়া সহ সব কিছুর বিষয়ে দেখভালও নিয়ন্ত্রণের দায়িত্ব হলেও কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক তথা দপ্তরের। আগরতলা সেক্টরে বিমান সংস্থাগুলি যথেচ্ছ লাভালাভের অংক কষে ভাড়া অস্বাভাবিক চড়া নিলেও কেন্দ্রীয় সরকার ও তার মন্ত্রক কেন এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না রহস্য ক্রমেই বাড়ছে।কেন্দ্রও রাজ্যে একই দলের পরিচালিত ডবল
ইঞ্জিনের সরকার থাকলেও কেন রাজ্যের অসহায় যাত্রীরা
বিমানে বহিঃরাজ্যে যাতায়াতে তার বিন্দুমাত্র সুফল পাচ্ছেন
না তা নিয়ে অসন্তোষ কেবল বাড়ছে।কেন্দ্র ও রাজ্য একই
দলের পরিচালিত সরকার থাকলে সব কিছুতেই রাজ্যবাসীর সুবিধা ও লাভ আছে বলে মন্ত্রী, নেতা, আমলারা প্রচারে ফ্যান তুললেও বিমান পরিষেবায় তার কোনও বাস্তবতা ও সুফল মিলছে না বলে ক্ষুব্ধ যাত্রী সাধারণের অভিযোগ।
আগরতলা থেকে কলকাতায় যাওয়া বা কলকাতা থেকে
আগরতলায় আসতে বিমানে কি করে ১৭ হাজার ১৮ হাজার টাকা টিকিটের মূল্য নেওয়া হয় তা নিয়েও রাজ্যবাসী, রাজ্যের বিমানযাত্রীরা প্রশ্ন তুলেছেন। আকাশ পথে মাত্র ৩২৭ কিলোমিটার দূরত্ব।আকাশে সময় লাগে চল্লিশ
মিনিটের মতো।তারপর এই রুটে বিমান সংস্থাগুলি কীভাবে যাত্রীর নাগালের বাইরে আকাশ ছোঁয়া ভাড়া নিচ্ছে সেইবিষয়ে সকলেই তাজ্জব বনে যাচ্ছেন।স্থল পথে আগরতলা থেকে কলকাতায় দূরত্ব হলো ১৫৬৫ কিলোমিটার।ট্রেনে প্রায় দেড় দু’দিন লেগে যায় কলকাতায় পৌছতে।বা কলকাতা থেকে আগরতলায় পৌঁছতে।কম ভাড়ায় ট্রেনের স্বল্পতায় ও কলকাতায় যাতায়াতে ট্রেনের টিকিট সময়মতো মিলছে না। ফলে বাধ্য হয়েও নিরুপায় হয়ে রাজ্যের মানুষকে কলকাতায় যাতায়াতে বিমানের উপরই নির্ভর করতে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য রোগীকে বিমানেই যাতায়াত করতে হচ্ছে।উচ্চশিক্ষা লাভে, চাকরির পরীক্ষা ও নানাজরুরি কাজে কম সময়ের মধ্যে রাজ্যবাসীকে বিমানের উপরই নির্ভর করতে হচ্ছে।আর রাজ্যবাসীর এই অসহায় দশায় সুযোগ বুঝে বিমান সংস্থাগুলি অস্বাভাবিক চড়া ভাড়া নিলেও কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সবই রহস্যজনকভাবেই নির্বাক ভাড়া কত দূরত্বে আকাশ পথে কত টাকা পর্যন্ত ভাড়া নিতে পারবে কেন্দ্রীয় সরকারের তরফে তার কোনও গাইড লাইন ও বিধিনিষেধে জারি না থাকায় বিমান সংস্থাগুলি নির্বিবাদেই, অনায়াসে সেই সুযোগ নিচ্ছে বলে যাত্রীর অভিযোগ। এদিকে মঙ্গলবার রাতে জানা গেছে, বুধবারের জন্য বিমানে আগরতলা থেকে কলকাতা যেতে কোনও কোনও বিমানে ১৪ হাজার ও তার বেশি টিকিটের মূল্য নেওয়া হয়েছে বলে যাত্রীর অভিযোগ।কলকাতা থেকে আসতেও খুব চড়া ভাড়া। এদিকে ইন্ডিগো আগরতলা- কলকাতা রুটে যাতায়াতে আগামী ১ জুন থেকে আরও একটি ৭৮ আসনের এটি আর বিমান চালু করছে।সকাল ৭ টা ৩০ মিনিট নাগাদ কলকাতা থেকে ৬ ই-৭৪১৮ বিমানটি আগরতলার উদ্দেশে রওয়ানা হবে। আগরতলা পৌঁছে এই বিমানটি ৬ ই-৭৪১৯ নম্বর হয়ে সকাল ৯ টা ১৫ মিনিটে নাগাদ কলকাতায় রওয়ানা হবে। ৩১ মার্চ থেকে সকালে ইন্ডিগো ১৮০ আসনে এয়ারবাস উঠিয়ে তার বদলে ৭৮ আসনের একটি এটি আর দেয়।এখন আবার ১ জুন থেকে এই রুটে ৭৮ আসনের আরও একটি এটি আর
দেওয়ায় সকালের দিকে যাত্রী ভিড় দূর হওয়ায় কোনওলক্ষণ দেখা যাচ্ছে না। ছোট বিমানের বদলে বড় বিমান দেওয়ার দাবি উঠেছে। ইন্ডিগো ২০ মে আগরতলা- গুয়াহাটি ভায়া চেন্নাই যাতায়াতে ১৮০ আসনের একটি এয়ারবাস চালু করেছে।

Dainik Digital

Recent Posts

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

19 hours ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

20 hours ago

নিশানায় আদালত!!

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গোটা দেশ এখন তোলপাড় হচ্ছে।আইনের পক্ষ-বিপক্ষ নিয়ে জাতীয় রাজনীতির পারদ এখন…

21 hours ago

ঊনকোটি জেলা হাসপাতালের সিটি স্ক্যান মেশিন অচল, দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-কৈলাসহর ভগবাননগরে অবস্থিত জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা আজও বন্ধ।পক্ষকালের অধিক সময় ধরে…

21 hours ago

শ্রেষ্ঠাংশুর শানদার শতরান ত্রিপুরার সিকিম জয়!!

অনলাইন প্রতিনিধি :-ওপেনার শ্রেষ্ঠাংশু দেবের অপরাজিত শতরান (১৩৭) সৌজন্যে প্রথমবারের মতো গুয়াহাটিতে আয়োজিত বিসিসিআই-র অনূর্ধ্ব…

22 hours ago

পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায়,রাজ্যে ব্যাপক সাড়া, নিজের বিদ্যুৎ নিজেই উৎপাদন করুন: রতন!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা সারা দেশেই ব্যাপক সাড়া ফেলেছে।বর্তমানে পরিস্থিতি এমন জায়গায়…

22 hours ago