বিমানভাড়া নাগালের বাইরেই ১ জুন থেকে আরও এক এটিআর!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ইন্ডিগো ও এয়ার এ ইন্ডিয়ার বিমানে আগরতলা থেকে বহিঃরাজ্যে যাতায়াতে লাগামছাড়া ভাড়া নেওয়ার কোনও সুরাহার বা সমাধান কিছুই করা হচ্ছে না। সেই কারণে বিমান সংস্থাগুলি অসহায় যাত্রীর গলাকেটে লাভালাভের অংক কষে মর্জিমাফিক অস্বাভাবিক
বিমান টিকিটের মূল্য নিচ্ছে বলে ক্ষুব্দ যাত্রী সাধারণের
অভিযোগ।বিমান সংস্থাগুলি রাজ্যে অসহায় যাত্রীর নাগালের বাইরে খুব চড়া ভাড়া নিলেও কেন্দ্রীয় সরকার যেন ঠুটো জগন্নাথ।আশ্চর্যজনকভাবেই কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী, মন্ত্রক এই বিষয়ে কার্যকরী কোনও পদক্ষেপ নিচ্ছে না।তা নিয়ে রাজ্যের মানুষও বিস্মিত। বিমান সংস্থাগুলির ভাড়া সহ সব কিছুর বিষয়ে দেখভালও নিয়ন্ত্রণের দায়িত্ব হলেও কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক তথা দপ্তরের। আগরতলা সেক্টরে বিমান সংস্থাগুলি যথেচ্ছ লাভালাভের অংক কষে ভাড়া অস্বাভাবিক চড়া নিলেও কেন্দ্রীয় সরকার ও তার মন্ত্রক কেন এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না রহস্য ক্রমেই বাড়ছে।কেন্দ্রও রাজ্যে একই দলের পরিচালিত ডবল
ইঞ্জিনের সরকার থাকলেও কেন রাজ্যের অসহায় যাত্রীরা
বিমানে বহিঃরাজ্যে যাতায়াতে তার বিন্দুমাত্র সুফল পাচ্ছেন
না তা নিয়ে অসন্তোষ কেবল বাড়ছে।কেন্দ্র ও রাজ্য একই
দলের পরিচালিত সরকার থাকলে সব কিছুতেই রাজ্যবাসীর সুবিধা ও লাভ আছে বলে মন্ত্রী, নেতা, আমলারা প্রচারে ফ্যান তুললেও বিমান পরিষেবায় তার কোনও বাস্তবতা ও সুফল মিলছে না বলে ক্ষুব্ধ যাত্রী সাধারণের অভিযোগ।
আগরতলা থেকে কলকাতায় যাওয়া বা কলকাতা থেকে
আগরতলায় আসতে বিমানে কি করে ১৭ হাজার ১৮ হাজার টাকা টিকিটের মূল্য নেওয়া হয় তা নিয়েও রাজ্যবাসী, রাজ্যের বিমানযাত্রীরা প্রশ্ন তুলেছেন। আকাশ পথে মাত্র ৩২৭ কিলোমিটার দূরত্ব।আকাশে সময় লাগে চল্লিশ
মিনিটের মতো।তারপর এই রুটে বিমান সংস্থাগুলি কীভাবে যাত্রীর নাগালের বাইরে আকাশ ছোঁয়া ভাড়া নিচ্ছে সেইবিষয়ে সকলেই তাজ্জব বনে যাচ্ছেন।স্থল পথে আগরতলা থেকে কলকাতায় দূরত্ব হলো ১৫৬৫ কিলোমিটার।ট্রেনে প্রায় দেড় দু’দিন লেগে যায় কলকাতায় পৌছতে।বা কলকাতা থেকে আগরতলায় পৌঁছতে।কম ভাড়ায় ট্রেনের স্বল্পতায় ও কলকাতায় যাতায়াতে ট্রেনের টিকিট সময়মতো মিলছে না। ফলে বাধ্য হয়েও নিরুপায় হয়ে রাজ্যের মানুষকে কলকাতায় যাতায়াতে বিমানের উপরই নির্ভর করতে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য রোগীকে বিমানেই যাতায়াত করতে হচ্ছে।উচ্চশিক্ষা লাভে, চাকরির পরীক্ষা ও নানাজরুরি কাজে কম সময়ের মধ্যে রাজ্যবাসীকে বিমানের উপরই নির্ভর করতে হচ্ছে।আর রাজ্যবাসীর এই অসহায় দশায় সুযোগ বুঝে বিমান সংস্থাগুলি অস্বাভাবিক চড়া ভাড়া নিলেও কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সবই রহস্যজনকভাবেই নির্বাক ভাড়া কত দূরত্বে আকাশ পথে কত টাকা পর্যন্ত ভাড়া নিতে পারবে কেন্দ্রীয় সরকারের তরফে তার কোনও গাইড লাইন ও বিধিনিষেধে জারি না থাকায় বিমান সংস্থাগুলি নির্বিবাদেই, অনায়াসে সেই সুযোগ নিচ্ছে বলে যাত্রীর অভিযোগ। এদিকে মঙ্গলবার রাতে জানা গেছে, বুধবারের জন্য বিমানে আগরতলা থেকে কলকাতা যেতে কোনও কোনও বিমানে ১৪ হাজার ও তার বেশি টিকিটের মূল্য নেওয়া হয়েছে বলে যাত্রীর অভিযোগ।কলকাতা থেকে আসতেও খুব চড়া ভাড়া। এদিকে ইন্ডিগো আগরতলা- কলকাতা রুটে যাতায়াতে আগামী ১ জুন থেকে আরও একটি ৭৮ আসনের এটি আর বিমান চালু করছে।সকাল ৭ টা ৩০ মিনিট নাগাদ কলকাতা থেকে ৬ ই-৭৪১৮ বিমানটি আগরতলার উদ্দেশে রওয়ানা হবে। আগরতলা পৌঁছে এই বিমানটি ৬ ই-৭৪১৯ নম্বর হয়ে সকাল ৯ টা ১৫ মিনিটে নাগাদ কলকাতায় রওয়ানা হবে। ৩১ মার্চ থেকে সকালে ইন্ডিগো ১৮০ আসনে এয়ারবাস উঠিয়ে তার বদলে ৭৮ আসনের একটি এটি আর দেয়।এখন আবার ১ জুন থেকে এই রুটে ৭৮ আসনের আরও একটি এটি আর
দেওয়ায় সকালের দিকে যাত্রী ভিড় দূর হওয়ায় কোনওলক্ষণ দেখা যাচ্ছে না। ছোট বিমানের বদলে বড় বিমান দেওয়ার দাবি উঠেছে। ইন্ডিগো ২০ মে আগরতলা- গুয়াহাটি ভায়া চেন্নাই যাতায়াতে ১৮০ আসনের একটি এয়ারবাস চালু করেছে।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

18 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

18 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

18 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

18 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago