বিমান অবতরণে মিলছে না ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম।
অনলাইন প্রতিনিধি :- আগরতলা এমবিবি বিমানবন্দরে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বিমান অবতরণে বিমান চালকদের বিড়ম্বনায় পড়তে হবে। বিমানবন্দরের ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) যন্ত্র পাল্টে নতুন করে বসানোর কাজ চলায় বিমান অবতরণে এই সুবিধা বন্ধ করে রাখা হয়েছে। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের সাহায্যে আকাশের অন্তত ১৫ কিলোমিটার দূর থেকে বিমানচালকরা বিমানবন্দরে বিমান অবতরণের দিক নির্দেশ ও সংকেত পেয়ে যান। তাতে যন্ত্রের সাহায্যে বিমান অবতরণ করাতে ভালো সুবিধা পেয়ে যান বিমানচালকরা। বৃষ্টি, কুয়াশা বা দুর্যোগ পূর্ণ আবহাওয়ার মধ্যেও ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমে ৮০০ মিটার দৃশ্যমানতার মাধ্যমে বিমান অবতরণ খুব সহজেই ও নিরাপদে করাতে পারেন। কিন্তু আগরতলা এমবিবি বিমানবন্দরে এতদিন যে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম যন্ত্র চালু ছিল সেই যন্ত্র অনেক পুরানো হয়ে যাওয়ায় সেই যন্ত্র পাল্টে সেই জায়গায় নতুন যন্ত্র বসানোর কাজ চলায় বিমান অবতরণের সহজ সুবিধা বন্ধ থাকায় বিমান অবতরণে এই বিপত্তি দেখা দেয়। ফলে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিমান অবতরণে আগের মতো ৮০০ মিটার দৃশ্যমানতার সুবিধা পাচ্ছেন না। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম যন্ত্রের সাহায্য ছাড়া পাইলটকে এখন আকাশ থেকে রানওয়েতে অবতরণে পুরোটা অভিজ্ঞতানির্ভর ও চোখে দেখে বিমান অবতরণ করাতে হচ্ছে।এ অবস্থায় ১২০০ মিটার থেকে ১৫০০ মিটার দৃশ্যমানতা ছাড়া রানওয়েতে বিমান অবতরণ করাতে পারেন না বিমানচালক। এই জায়গায় ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম যন্ত্রের সাহায্যে বিমানচালকরা মাত্র ৮০০ মিটার দৃশ্যমানতায় রানওয়েতে বিমান অবতরণ করাতে পারেন।অবতরণে যন্ত্রের সুবিধা না মেলায় এখন বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ন্যূনতম ১২০০ মিটার দৃশ্যমানতা পেতে অনেকটা পরিষ্কার আকাশ প্রয়োজন। সে কারণে রবিবার ও সোমবার পরপর দুদিন আগরতলার আকাশ ঘন মেঘে ঢাকা থাকায় ও বৃষ্টি হওয়ায় বিমানবন্দরের রানওয়ের দৃশ্যমানতা ১২০০ মিটারের নিচে নেমে যাওয়ায় বিমান অবতরণে এই বিড়ম্বনা ও বিপত্তি দেখা দেয়।দৃশ্যমানতা কম থাকায় বিমানবন্দর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে আকাশে চালককে অবতরণে সুবিধা নেই বলে বৃষ্টি কমা পর্যন্ত অবতরণের অপেক্ষায় আকাশে বিমান নিয়ে ঘোরার জন্য নির্দেশ দেন এটিসি অফিসাররা। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম যন্ত্র পুনরায় করে চালু হবে সে বিষয়ে সোমবার আগরতলা এমবিবি বিমানবন্দরের প্রধান তথা অধিকর্তা কে সি মিনাকে জিজ্ঞাসা করা হলে জানান, পুরানো যন্ত্র পাল্টে নতুন করে যন্ত্র বসানোর কাজ শেষ হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত লেগে যাবে। তিনি জানান, গত এপ্রিল মাস থেকেই এই কাজ শুরু হয়। বিমানবন্দর অধিকর্তার দাবি, নতুন যন্ত্র বসানোর কাজ দ্রুত গতিতেই করা হচ্ছে। সেপ্টেম্বরে কাজ শেষ হলে নতুন যন্ত্রের মাধ্যমে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা এর পরীক্ষানিরীক্ষাও করা হবে। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার বিশেষ বিমান এসে বারবার রানওয়েতে অবতরণ ও আকাশে ওঠার মাধ্যমে এই নতুন যন্ত্রের পরীক্ষানিরীক্ষা করা হবে। তারপর সব ঠিক থাকলে তা চালু করা হবে। কবে চালু হবে সে বিষয়ে তিনি জানান, অক্টোবর বা নভেম্বরে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম পুনরায় চালু হতে পারে।