বিমান টিকিটের চড়া মূল্য প্রত্যাহারের দাবি কংগ্রেসের!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-লাগামছাড়া
বিমান ভাড়ার হাত থেকে রাজ্যবাসীকে রেহাই দিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে দাবি জানালো প্রদেশ কংগ্রেস।পিসিসি সভাপতি আশিস কুমার সাহা বলেছেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের ডবল ইঞ্জিনের সরকারের কর্পোরেট ঘেঁষা নীতির ফলে বিমান পরিবহণকারী সংস্থাগুলি তাদের খেয়াল খুশিমতো বিমান ভাড়া বৃদ্ধি করে চলেছে।বিশেষত উৎসবের সময়গুলিতে যাত্রী ভিড়ের সুযোগ নিয়ে বিমান পরিষেবা বহনকারী সংস্থাগুলি লাগামহীনভাবে ভাড়া বৃদ্ধি করে চলেছে।শারদ উৎসবের মুখেও তার ব্যতিক্রম নেই। এমনিতেই মোদি সরকারের জনবিরোধী নীতিতে নিত্য ব্যবহার্য পণ্যসামগ্রীর মূল্য বাড়তে বাড়তে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
গত কিছুদিন আগে রাজ্যে হয়ে যাওয়া ভয়াবহ বন্যার ফলে রাজ্যের প্রায় অর্ধেকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে।সরকারী হিসেব অনুযায়ী প্রায় ১৮ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এই সময় কেন্দ্রীয় ও রাজ্য সরকার মানুষকে সহায়তা করার উদ্যোগ না নিয়ে মানুষকে আরও সংকটে ফেলে দিচ্ছে।এই সংকটগ্রস্ত মানুষের কাছে অস্বাভাবিক হারে বিমান ভাড়া বৃদ্ধি ‘মরার উপর খাঁড়ার ঘায়ের’ মতো।
এই প্রেক্ষিতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়েছে অবিলম্বে বিমান পরিবহণকারী সংস্থাগুলোতে বিমান ভাড়ার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে সারা বছর মোদির প্রতিশ্রুতি অনুযায়ী আমজনতার নাগালের মধ্যে বিমান ভাড়া স্থির রাখা নিশ্চিত করার উদ্যোগ নিতে।রাজ্যের একটা বড় অংশের মানুষকে জীবন রক্ষার জন্য ও সুচিকিৎসার জন্য সম্পত্তি এমনকী ঘটি বাটি বিক্রি করে বহি:রাজ্যে পাড়ি দিতে হচ্ছে।এক্ষেত্রে বিমান পরিষেবা ব্যতীত অন্য কোনও পথ নেই,এই রাজ্যের অধিকাংশ মানুষ সখ করে বিমান চলে না,মূলত বাধ্য হয়েই তাদের বিমান পরিষেবার আশ্রয় নিতে হয় চিকিৎসার জন্য এবং প্রধানত উচ্চশিক্ষার জন্য। এই ব্যয়বহুল বিমান পরিষেবার কারণে রাজ্যের মানুষের ভোগান্তির শেষ নাই, রাজ্য সাধারণ অংশের মানুষকে এই আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে।

Dainik Digital

Recent Posts

স্মার্টফোনের মহালয়া!!

সময় এবং দিন বদলের সাথে সাথে বদলে গেছে অনেক কিছুই।বদলেছে শহর,গ্রাম। বদলে গেছে আনন্দ উৎসবের…

7 hours ago

গান্ধী জন্মজয়ন্তী

অনলাইন প্রতিনিধি:-২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। আজ থেকে ঠিক ১৫৫ বছর আগে গুজরাটের…

1 day ago

৭ বছরেও রেগার মজুরি হলো না ৩৪০!!

অনলাইন প্রতিনিধি :-বিজেপিরভিশন ডকুমেন্টে রেগার মজুরি ৩৪০ টাকা করার প্রতিশ্রুতি ও ঘোষণা কলাপাতায় পরিণত হয়েছে।…

1 day ago

ভেঙে পড়েছে টিএমসির বর্জ্য ব্যবস্থাপনা, নেই নজরদারি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার হাতেই রয়েছে স্বাস্থ্য দপ্তর। ফলে তাঁর প্রায় প্রতিটি…

1 day ago

মূল্যস্ফীতির চাপ!!

চিরস্থায়ী বন্দোবস্তের মতোই এখন সাধারণ মানুষের জীবনে দ্রব্যমূল্য বৃদ্ধি স্থায়ী রূপ নিয়েছে।এটা এখন নিশ্চিত হয়ে…

1 day ago

উচ্চশিক্ষার গতিভঙ্গ!!

গত জুলাইয়ে,তৃতীয় নরেন্দ্র মোদি সরকারের প্রথম তথা সর্বশেষ সংসদ অধিবেশনে, লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয়…

2 days ago