অনলাইন প্রতিনিধি:- আচমকাই শুক্রবারের কলকাতাগামী বিমানের ভাড়া লাগামছাড়া নেওয়া হয়েছে। শনিবারের কলকাতাগামী বিমানেও ভাড়া লাগামছাড়া। ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ভাড়া তথা টিকিটের মূল্য নেওয়া হয়েছে ১১ হাজার টাকা থেকে ১৩ হাজার টাকার উপর। এয়ার ইন্ডিয়ার ভাড়াও খুব চড়া। বিস্ময়কর হলো আগরতলা থেকে কলকাতা যেতে আকাশপথে দূরত্ব হলো মাত্র ৩২৭ কিলোমিটার। এই আকাশপথে বিমানের সময় লাগে মাত্র ৪০ থেকে ৪৫ মিনিট। তারপরও স্বল্প দূরত্বের পথে বিমান সংস্থাগুলি কীভাবে যাত্রীর গলাকাটা ভাড়া তথা টিকিটের মূল্য নেওয়া হচ্ছে ক্ষুব্ধ রাজ্যের বিমানযাত্রীরা বারবার এই প্রশ্ন তুলছেন। এমন স্বল্প দূরত্বের আকাশপথে অস্বাভাবিক তথা যাত্রীর গলাকাটা ভাড়া নেওয়া দেশের কোনও জায়গায় কোনও রুটে নজীর নেই। শুধু ব্যতিক্রম আগরতলা- কলকাতা রুটেই। দুদিন আগে রাজ্য পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী ইন্ডিগোর সর্বোচ্চ কর্তা তথা এমডিকে স্বল্প দূরত্বের রুটে আকাশছোঁয়া ভাড়া নেওয়ার প্রতিবাদ জানিয়ে কম ভাড়া নেওয়ার জন্য চিঠিও দেন। কিন্তু তারপরও ইন্ডিগো ও অন্য বিমান সংস্থাগুলি আকাশছোঁয়া ভাড়াই নিচ্ছে। কেন্দ্রীয় সরকার দেশে বিমান পরিষেবা নিয়ন্ত্রণ ও দেখভাল করে। অথচ আগরতলা-কলকাতা রুটে সামান্য ভিড় দেখা দিলেই দিনের পর দিন বিমান সংস্থাগুলি সুযোগ বুঝে আকাশছোঁয়া ও যাত্রীর নাগালের বাইরে টিকিটের মূল্য নিচ্ছে। কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় ও নির্বিকার ভূমিকা নিয়ে রাজ্যবাসী প্রচণ্ড ক্ষুব্ধ।
এদিকে, ঘূর্ণিঝড় ডানার প্রভাব মুক্ত হওয়ায় শুক্রবার সকাল ৯টায় কলকাতা বিমানবন্দর খুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়ের সতর্কতায় বিমান উড়ানে ঝুঁকি ও বিপদ এড়াতে কলকাতা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। তাতে সন্ধ্যার পর আগরতলা রুটের ইন্ডিগোর দুটি ১৮০ আসনের এয়ারবাসের উড়ান বাতিল হয়েছিল। শুক্রবার বিমান পরিষেবা স্বাভাবিক ছিল। এদিকে, শুক্রবার এয়ার ইন্ডিয়ার ১৮৬ আসনের এআই-৭৪৩ এয়ারবাসটি কলকাতা থেকে যাত্রী নিয়ে ঠিক সময়মত বেলা ১২টায় আগরতলার উদ্দেশে রওয়ানা দেওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে রানওয়েতে দৌড় শুরু করার শেষ মুহূর্তে যান্ত্রীক ত্রুটি দেখা দেয়। তাতে বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নামিয়ে দেয়। পরে কলকাতা বিমানবন্দরে আটক যাত্রীদের বিমান দেয়। সেই বিমানে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা বিলম্বে যাত্রীরা আগরতলায় আসেন। আগরতল থেকে ফিরতি বিমানটি বেলা ১টা ৪৫ মিনিটের বদলে সন্ধ্যা ৬টায় কলকাতার রওয়ানা দেয়। বিমান বিলম্বে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…