বিমান সংস্থার কারণে চরম দুর্ভোগে যাত্রীরা!!
অনলাইন প্রতিনিধি || আগরতলা এম বি বি বিমানবন্দর থেকে মঙ্গলবার “এয়ার আকাশা ” সংস্থার বিমান বিকেল ৩ টায় গুয়াহাটি যাওয়ার কথা। সেই মতো যাত্রীরা দুপুর একটার মধ্যে বিমানবন্দরে পৌঁছে যায়। যাত্রীদের সকলকে বোর্ডিং পাসও দিয়ে দেওয়া হয়। কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও বিমানের দেখা মেলেনি। এরপর কোনও কারণ ছাড়াই আচমকা রাতে জানিয়ে দেওয়া হয় বিমান বাতিল। এনিয়ে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়ে। রাতে যাত্রীদের জন্য কোনও ব্যবস্হাও করেনি বিমান সংস্হা।