Categories: দেশ

বিমান স্বল্পতায় টিকিট সঙ্কটে অতিরিক্ত এয়ারবাস ইন্ডিগোর

এই খবর শেয়ার করুন (Share this news)

কলকাতা বিমানবন্দরের রানওয়ে সংস্কার কাজের জন্য কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামার ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধ চালু করায় বিমান য স্বল্পতায় যাত্রী দুর্ভোগ তুঙ্গে উঠেছে। আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে ইণ্ডিগো ও এয়ার ইণ্ডিয়া মিলে ছয়টি বিমান উঠিয়ে নেওয়া হয়েছে। প্রতিদিন যে জায়গায় এগারোটি বিমান এই রুটের উভয় দিকে যাতায়াত করতো সেখানে মঙ্গলবার থেকে মাত্র পাঁচটি বিমান চলছে এই রুটে। এতগুলি বিমান ছাঁটাই করে দেওয়ায় নতুন করে বিমান টিকিট য পেতে যাত্রীদের হন্যে হয়ে ঘুরতে হচ্ছে। কিন্তু বিমান টিকিট সঙ্কটে যাত্রীরা টিকিট না পেয়ে বিমানে কলকাতায় যেতে ও কলকাতা থেকে আসতে গভীর সঙ্কটে পড়েছেন। তবে কোনও কোনও দিনের টিকিট না মিললেও সবদিনের টিকিট পাওয়া যাচ্ছে না তা কিন্তু নয়। কোনও কোনও দিনের টিকিট মিললেও ভাড়া আকাশছোঁয়া। যাত্রীর নাগালের বাইরে। জরুরি কাজে যেতে ও উন্নত চিকিৎসার জন্য রোগী নিয়ে আগরতলা থেকে বহিঃরাজ্যে যেতেও টিকিট সময়মতো মিলছে না বলে যাত্রীর অভিযোগ। কলকাতা বা আগরতলা থেকে ভায়া গুয়াহাটির বিমানে যাতায়াতে অল্প কিছু টিকিট মিললেও যাত্রীকে ভাড়া গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি। এদিকে ইণ্ডিগো বৃহস্পতিবার রাতে জানানো হয়েছে, ৭৮ আসনের যে এটিআর বিমানটি এই রুটে যাতায়াত করতো তার বদলে আগামী শনিবার ও রবিবার একটি করে ১৮০ আসনের এয়ারবাস চালানো হবে। ইণ্ডিগোর এই বিমানটি কলকাতা থেকে ৬ই-৬০৩৮ আগরতলায় আসবে বিকাল ৩টা ১৫ মিনিটে। ফিরতি বিমানটি ৬ই-৫১২ নম্বর হয়ে আগরতলা থেকে বিকাল ৩টা ৪৫ মিনিটে কলকাতার উদ্দেশে রওয়ানা হবে। শনিবার ও রবিবারের জন্য ইণ্ডিগো ৭৮ আসনের এটিআর উঠিয়ে ১৮০ আসনের এয়ারবাস দেওয়ায় অনেক যাত্রী যাতায়াত করতে পারবে। আরও অতিরিক্ত এয়ারবাস দেওয়ার দাবি উঠেছে যাত্রীদের তরফে । এদিকে, ৩০ অক্টোবর থেকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ইণ্ডিগো ও এয়ারইণ্ডিয়ার অনেকগুলি বিমান বাতিল হলেও যাদের টিকিট সেইসব বিমানে আগে থেকে বুকিং রয়েছে সেই সব যাত্রীদের টিকিট আগেই শিফট করে দেওয়া হয়েছে যেসব বিমান চলবে সেই সব বিমানে বলে বিমান সংস্থা জানিয়েছে। কিন্তু এখন সমস্যা হলো নতুন করে বিমান টিকিট নিতে গিয়ে সঙ্কটে পড়তে হচ্ছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

2 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago