অনলাইন প্রতিনিধি :-বিরল এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী বিশ্ববাসী। সৌরমণ্ডলের সাতটি গ্রহ চলে এসেছে একই সারিতে। রাতের আকাশে খালি চোখেই দেখা যাচ্ছে এই অনিন্দ্যসুন্দর দৃশ্য।মঙ্গলবার থেকে এই মহাজাগতিক কাণ্ড ঘটতে শুরু করেছে।সাতটি গ্রহকে এক সারিতে দেখা যাবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। জোতির্বিজ্ঞানের ভাষায় এই মহাজাগতিক ঘটনাকে বলা হয় ‘প্ল্যানেটারি প্যারেড’ বা গ্রহের বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সূর্যাস্তের পর নি এই দৃশ্য দেখা যাওয়ার কথা।এরপর ২০৪০ সাল পর্যন্ত এমন দৃশ্য দেখার সুযোগ আর পাবে না এ গ্রহের বাসিন্দারা।
ভারতের আকাশে ঠিক কখন এমন বিরল দৃশ্য দেখা যাবে? কলকাতার পজিশনাল অ্যাস্ট্রনমি সেন্টার সূত্রে খবর, সূর্যাস্তের অব্যবহিত পরেই, আরও নির্দিষ্ট করে বললে, সূর্য অস্তাচলে যাওয়ার পর তথা দিগন্তরেখায় মিলিয়ে যাওয়ার প্রথম ৪৫ মিনিটেই এই বিরল দৃশ্য ভারতীয়রা অবলোকনের সুযোগ পাবেন।সৌরজগতের যে সাত গ্রহ একই সারিতে চলে এসেছে সেগুলি হলো মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ ও শনি।এর মধ্যে বুধ, শুক্র, বৃহস্পতি ও মঙ্গল গ্রহ দেখা যাবে খালি চোখে। দিগন্তের নিম্নরেখায় অবস্থান করার কারণে খালি চোখে শনি গ্রহ দেখাটা কঠিন হবে। তবে টেলিস্কোপ বা দামি বায়নাকুলার দিয়ে দেখা যাবে।তবে ইউরেনাস ও নেপচুনকে দেখতে হলে প্রয়োজন হবে টেলিস্কোপের।
মেঘমুক্ত আকাশ থাকলে এ দৃশ্য ভালোভাবে দেখা যাবে। তবে একই সারিতে সাত গ্রহের দেখা মিলবে খুবই অল্প সময়ের জন্য। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শনি ও বুধও অস্ত যাবে বলে এই দুই গ্রহের দেখা পাওয়াটা হবে কঠিন। লন্ডনভিত্তিক রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচের জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড ব্লুমার বলেন, ‘এক সারিতে সাতটি গ্রহের দেখা পাওয়ার এ এক বিরল সুযোগ।এ দৃশ্য দেখার জন্য সূর্যাস্তের পর কয়েক মিনিট মাত্র সময় পাওয়া যাবে।কারণ,এরপরই তারা দিগন্তে মিলিয়ে যাবে। তবে এরপরও শুক্র,বৃহস্পতি ও মঙ্গল; এই তিন গ্রহকে বেশ খানিকটা সময় ধরে দেখা যাবে।’পৃথিবী-সহ সৌরজগতের আটটি গ্রহ একই কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। তবে তাদের প্রদক্ষিণ করার গতি ভিন্ন ভিন্ন হয়। গ্রহগুলির গতি ভিন্ন ভিন্ন হওয়ায় কখনও কখনও কিছু গ্রহ সূর্যের একই পাশে সারিবদ্ধ হয়ে প্রদক্ষিণ করতে থাকে। গ্রহগুলি যদি সূর্যের ডানদিকে থেকে প্রদক্ষিণ করতে থাকে,তখন সেগুলি পৃথিবী থেকে দৃশ্যমান হয়।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…