বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী বিশ্ব, এক সারিতে সৌরমণ্ডলের সাত গ্রহ।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বিরল এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী বিশ্ববাসী। সৌরমণ্ডলের সাতটি গ্রহ চলে এসেছে একই সারিতে। রাতের আকাশে খালি চোখেই দেখা যাচ্ছে এই অনিন্দ্যসুন্দর দৃশ্য।মঙ্গলবার থেকে এই মহাজাগতিক কাণ্ড ঘটতে শুরু করেছে।সাতটি গ্রহকে এক সারিতে দেখা যাবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। জোতির্বিজ্ঞানের ভাষায় এই মহাজাগতিক ঘটনাকে বলা হয় ‘প্ল্যানেটারি প্যারেড’ বা গ্রহের বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সূর্যাস্তের পর নি এই দৃশ্য দেখা যাওয়ার কথা।এরপর ২০৪০ সাল পর্যন্ত এমন দৃশ্য দেখার সুযোগ আর পাবে না এ গ্রহের বাসিন্দারা।
ভারতের আকাশে ঠিক কখন এমন বিরল দৃশ্য দেখা যাবে? কলকাতার পজিশনাল অ্যাস্ট্রনমি সেন্টার সূত্রে খবর, সূর্যাস্তের অব্যবহিত পরেই, আরও নির্দিষ্ট করে বললে, সূর্য অস্তাচলে যাওয়ার পর তথা দিগন্তরেখায় মিলিয়ে যাওয়ার প্রথম ৪৫ মিনিটেই এই বিরল দৃশ্য ভারতীয়রা অবলোকনের সুযোগ পাবেন।সৌরজগতের যে সাত গ্রহ একই সারিতে চলে এসেছে সেগুলি হলো মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ ও শনি।এর মধ্যে বুধ, শুক্র, বৃহস্পতি ও মঙ্গল গ্রহ দেখা যাবে খালি চোখে। দিগন্তের নিম্নরেখায় অবস্থান করার কারণে খালি চোখে শনি গ্রহ দেখাটা কঠিন হবে। তবে টেলিস্কোপ বা দামি বায়নাকুলার দিয়ে দেখা যাবে।তবে ইউরেনাস ও নেপচুনকে দেখতে হলে প্রয়োজন হবে টেলিস্কোপের।
মেঘমুক্ত আকাশ থাকলে এ দৃশ্য ভালোভাবে দেখা যাবে। তবে একই সারিতে সাত গ্রহের দেখা মিলবে খুবই অল্প সময়ের জন্য। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শনি ও বুধও অস্ত যাবে বলে এই দুই গ্রহের দেখা পাওয়াটা হবে কঠিন। লন্ডনভিত্তিক রয়‍্যাল অবজারভেটরি গ্রিনউইচের জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড ব্লুমার বলেন, ‘এক সারিতে সাতটি গ্রহের দেখা পাওয়ার এ এক বিরল সুযোগ।এ দৃশ্য দেখার জন্য সূর্যাস্তের পর কয়েক মিনিট মাত্র সময় পাওয়া যাবে।কারণ,এরপরই তারা দিগন্তে মিলিয়ে যাবে। তবে এরপরও শুক্র,বৃহস্পতি ও মঙ্গল; এই তিন গ্রহকে বেশ খানিকটা সময় ধরে দেখা যাবে।’পৃথিবী-সহ সৌরজগতের আটটি গ্রহ একই কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। তবে তাদের প্রদক্ষিণ করার গতি ভিন্ন ভিন্ন হয়। গ্রহগুলির গতি ভিন্ন ভিন্ন হওয়ায় কখনও কখনও কিছু গ্রহ সূর্যের একই পাশে সারিবদ্ধ হয়ে প্রদক্ষিণ করতে থাকে। গ্রহগুলি যদি সূর্যের ডানদিকে থেকে প্রদক্ষিণ করতে থাকে,তখন সেগুলি পৃথিবী থেকে দৃশ্যমান হয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইউনূসের বিরুদ্ধে রাজপথে ছাত্রছাত্রীরা!!

অনলাইন প্রতিনিধি:-ফের পথে নামলেন বাংলাদেশের পড়ুয়ারা। পুনরাবৃত্তি হল আট মাস আগের ছবি। যেমন ভাবে হাসিনার…

3 hours ago

বিহারে রাহুল গান্ধীর কর্মসূচিতে উত্তেজনা!!

অনলাইন প্রতিনিধি :-ভোটমুখী বিহারে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কর্মসূচি ঘিরে উত্তেজনার…

4 hours ago

তৃণমূলে যোগদান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার!!

অনলাইন প্রতিনিধি :-২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে বড়সড় ধাক্কা। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী…

8 hours ago

বর্ষায় বিদ্যুৎ দপ্তরের ব্যাপক প্রস্তুতি,পরিষেবা সচল রাখতে কর্মীদের বাতিল,বৈঠক বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরায় বর্ষা মানেই বিপযয়ের আশঙ্কা। টানা বৃষ্টিপাত প্রবল ঝড় ও দমকা প্রায়শই…

11 hours ago

পুলওয়ামা এনকাউন্টার!!

পহেলগাঁওয়ে হামলার পর থেকেই জঙ্গলে জঙ্গলে তল্লাশি অভিযান জোরদার করেছে পুলিশ।তার জেরেই প্রতিদিনই চলছে এনকাউন্টার…

12 hours ago

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

1 day ago