বিরল রোগের শিকার ৪৪ সন্তানের জননী

এই খবর শেয়ার করুন (Share this news)

কোল আলো করে সন্তান আসুক , দুনিয়ার সব মা – ই তা চান । কিন্তু এ এক আশ্চর্য এবং অবশ্যই বিরল মা , যিনি সন্তানের জন্ম দিতে দিতে কার্যত রিক্ত হয়ে পড়েছেন । মাত্র ১২ বছর বয়সে নিজের ইচ্ছার অমতে বিয়ে । ১৩ বছরে প্রথম সন্তান । পরবর্তী সময়ে জানতে পারেন যে তিনি আসলে এক বিরল জিনগত রোগের শিকার । ডাক্তার তাকে বলে দেন , তিনি বাঁচতে পারেন তবে একটি শর্তে । সেই শর্ত ছিল ভয়ঙ্কর ।

তিনি কোনও গর্ভনিরোধক ব্যবহার করতে পারবেন না । তার চেয়েও কঠোর শর্ত ছিল , বাঁচতে গেলে নিজের গর্ভ কখনও ফাঁকা রাখতে পারবেন না তিনি । যতদিন যৌবন থাকবে , তাকে সন্তানের জন্ম দিতে হবে । সন্তানের জন্ম দেওয়া বন্ধ করে দিলে তার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে । ভদ্রমহিলার নাম মারিয়েম নাবাটানজি । এখন তার বয়স ৪৩ বছর । জীবনের ৪০ বছর বয়সেই মারিয়েম ৪৪ সন্তানের জন্ম দিয়েছেন ।

তেরো বছর বয়সে প্রথম একটি সন্তান প্রসব করেন তিনি । তার পর থেকে তিনি আর একক সন্তানের জন্ম দেননি । ৪ বার যমজ সন্তানের জন্ম দিয়েছেন । ৩ টি করে সন্তানের জন্ম দিয়েছেন ৫ বার । একসঙ্গে ৪ টি সন্তানের জন্ম দিয়েছেন আরও ৫ বার । মারিয়েম থাকেন পূর্ব আফ্রিকার উগান্ডায় । তবে ৪৪ টি সন্তানের মধ্যে ৬ টি সন্তান তার বেঁচে নেই । বছর দুয়েক হল স্বামীও তাকে ছেড়ে চলে গেছেন । কষ্টার্জিত পয়সায় ৩৮ টি সন্তানকে একার হাতে বড় করে তুলছেন মারিয়েম । ৩৮ সন্তানের মধ্যে ২০ পুত্র , ১৮ কন্যা ।

‘ নিউ ইয়র্ক পোস্ট পোর্টালে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মারিয়েম বলেছেন , ১২ বছর বয়সে তার বাবা পণের লোভে জোর করে তার বিয়ে দিয়েছিলেন । বিয়ের এক বছর বাদে তার প্রথম সন্তান হয় । এমনিতে উগান্ডার দম্পতি পিছু সন্তান জন্মের হার বাকি বিশ্বের চেয়ে অনেক বেশি । বিশ্ব ব্যাঙ্কের মতে , গোটা বিশ্বে এই হার যেখানে ২.৪ সেখানে উগান্ডায় এই হার ৫.৬ । সন্তানের জন্ম দিতে দিতে মারিয়েম নাবাটানজি উগান্ডায় আজ এক পরিচিত নাম ‘ মামা উগান্ডা ’ নামে তার বেশি পরিচিতি । করে তিনি জানতে পারলেন যে আর পাঁচ জন মায়ের মতো তিনি নন ?

মারিয়েম জানান , প্রথম সন্তানের পর দ্বিতীয় দফায় তিনি যমজ সন্তান জন্ম দেন । তৃতীয় পর্বে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দেন । চতুর্থ পর্বে একসঙ্গে চারটি সন্তান প্রসব করেন । এর পরেই ‘ লাইগেশন ’ করানোর জন্য তিনি চিকিৎসকের কাছে যান । চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষার পর বলেন , তার ডিম্বাশয়ের আয়তন অ – স্বাভাবিক রকমের বড় । এটি এক ধরনের ব্যাধি । পরিভাষায় একে বলে ‘ হাইপারওভুলেশন ‘ । চিকিৎসকরা মারিয়েমকে আরও জানান , জন্মনিরোধক কোনও ব্যবস্থাপনা তার পক্ষে প্রাণঘাতী হতে পারে । বরং সন্তানের জন্ম দিলেই তিনি ‘ ভাল ’ থাকবেন ।

উগান্ডার রাজধানী কাম্পালায় অবস্থিত মুলাগো হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ চার্লস কিগুন্ডু এ বিষয়ে সংবাদমাধ্যমকে ‘ মারিয়েমের বলেন , ব্যাধি এই বংশানুক্রমিক । এটি মূলত জিনগত রোগ । সাধারণ নারীর চেয়ে তিনি অতি উর্বর । ‘ ডাক্তার চার্লস বলেন ‘ মারিয়েম হাইপার – ওভুলেটিভ এটি মূলত জেনেটিক প্রবণতা । তার একটি ঋতুচক্র অনেকগুলি ডিমের জন্ম দিচ্ছে । ফলে একাধিক সন্তানের জন্মের সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে । ‘ তিন বছর আগে মারিয়েমের বয়স যখন ৪০ , তিনি তিনটি সন্তানের জন্ম দেন । সেই তার শেষ প্রসব । সেই সময়ই চিকিৎসক তার দেহ থেকে জরায়ু কেটে বাদ দিয়ে দেন ।

তার কিছুদিন পরে স্বামী তাকে ছেড়ে চলে যান । মারিয়েমের ভাষায় , ‘ একার জীবনটা হয়তো আমার অনেক কঠিন হয়েছে , তবে মাতৃত্বের যন্ত্রণা থেকে আমি মুক্তি পেয়েছি । ‘ জোহাত্তাব নামে এক উগান্ডান পরিচালক মারিয়েমকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করছেন । হাত্তাব বলেন , ‘৩৮ সন্তান নিয়ে চরম অর্থকষ্টে বেঁচে আছেন মারিয়েম । এক সহৃদয় মহিলা তাকে কয়েকটি বাঙ্ক – বেড দান করেছেন । মাত্র দুটি জাজিমে একটি ঘরে তার ১২ সন্তান গাদাগাদি করে থাকে । সবচেয়ে বেশি সন্তান জন্মের প্রশ্নে গিনেস বুকে নাম রয়েছে ভাসিলেভা বলে রাশিয়ার এক মহিলার । তিনি ছিলেন ৬৯ টি সন্তানের জননী।

Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

22 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

22 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

22 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

22 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

22 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 days ago