বিরল! শরীরে দুই জরায়ু, দ্বৈত গর্ভধারণ মার্কিন মহিলার।।

 বিরল! শরীরে দুই জরায়ু, দ্বৈত গর্ভধারণ মার্কিন মহিলার।।
এই খবর শেয়ার করুন (Share this news)

বিরল ঘটনা। একই নারী শরীরে দুটি জরায়ু।এবং দুই জরায়ুতে একই সঙ্গে গর্ভধারণ করেছেন তিনি। মহিলার নাম কেলসি হ্যাচার। দুটি জরায়ুতে দ্বৈত সন্তান ধারণের কথা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কেলসি।চিকিৎসকরা বলছেন, এমন ঘটনা বিশ্বে বিরল।শতকরা মাত্র ০.৩ শতাংশ মহিলার ক্ষেত্রে এমনটা দেখা যায়।কেলসি হ্যাচারের বাড়ি আমেরিকার আলাবামা অঙ্গরাজ্যে।তিনি পেশায় ম্যাসাজ থেরাপিস্ট। ঘটনাটি আদতে গত মে মাসের।ওই সময় আট সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন কেলসি।আলট্রাসাউন্ড করার পর জানতে পারেন, তার গর্ভে যমজ সন্তান বেড়ে উঠছে। তিনি জানতে পারেন, দুটি ভ্রূণ বেড়ে উঠছে তার দেহের আলাদা দুটি জরায়ুতে।ঘটনাটি অবাক করার মতো হলেও কেলসি এতে খুব একটা বিচলিত হননি।কারণ আগে থেকেই কেলসি জানতেন,তার শরীরে পৃথক দুটি জরায়ু রয়েছে।যখন তার বয়স ১৭ বছর, তখন কেলসি প্রথম জানতে পারেন তার শরীরে দ্বৈত জরায়ুর অস্তিত্বের কথা।কেলসি অন্য নারীদের থেকে ব্যতিক্রম।তিনি জন্ম থেকে একসঙ্গে দুটি জরায়ুর অধিকারী।চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে ‘ইউটেরাস জরায়ু ডিডেলফিস’।এটা খুবই বিরল। বিশ্বের যে ০.৩ শতাংশ নারী এমন ব্যতিক্রমী, কেলসি তাদেরই একজন। কেলসির বয়স এখন ৩২ বছর। তিন সন্তানের মা তিনি। এখন সুস্থ যমজ সন্তান জন্ম দেওয়ার জন্য অপেক্ষা করছেন।নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের এমন ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা জানিয়েছেন কেলসি।তিনি লিখেছেন, ‘আমার দুই জরায়ুতে বড় হচ্ছে দুটি সন্তান।বিস্মিত হওয়ার মতোই ঘটনা।প্রথম আলট্রাসাউন্ডের পরে বিষয়টা জানতে পারি। জানার পর হাসি পেয়েছিল খুব।এখন স্বাভাবিক লাগছে।’ ভারতীয় বংশোদ্ভূত শ্বেতা প্যাটেল পেশায় গাইনি চিকিৎসক।কেলসি এখন তার তত্ত্বাবধানে চিকিৎসা করাচ্ছেন।শ্বেতা ইউনিভার্সিটি অব আলাবামার বার্মিংহামস ওমেন অ্যান্ড ইনফ্যান্টস সেন্টারে কাজ করেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.