পূর্ণাঙ্গ রাজ্যের ইতিহাসে ত্রিপুরা রাজ্য বিধানসভায় এর আগেও অধ্যক্ষ পদে লড়াই করেছিলেন বিরোধীরা। কিন্তু জয়ের নজির নেই। একথা মাথায় রেখেই আরও একবার বিরোধী ঐক্যের পক্ষে অধ্যক্ষ পদে প্রার্থী হচ্ছেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। সোমবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবনে পিসিসি সভাপতি বীরজিৎ সিন্হা জানিয়ে দিলেন, সিপিআইএম এবং তিপ্রা মথার সাথে আলোচনা করেই অধ্যক্ষ হিসেবে পদপ্রার্থী করা হচ্ছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা দলের বরিষ্ঠ নেতা বিধায়ক গোপাল চন্দ্ৰ রায়কে।তিনি জানান, সবার আগে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীই প্রস্তাব আনেন বরিষ্ঠ এবং অভিজ্ঞতাসম্পন্ন এই নেতার নাম। এরপরই একই প্রস্তাবে সমর্থন জানায় তিপ্ৰা মথা ৷ আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে এ দিন তিনি বলেন, আগামী ২৩ মার্চ দুপুর একটার মধ্যে জমা করতে হবে মনোনয়ন। এরপর এ দিনই চলবে মনোনয়ন প্রত্যাহার এবং স্ক্রুটিনির কাজ। পরে ২৪ মার্চ ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশনে নির্বাচিত করা হবে অধ্যক্ষ।এদিকে নোটিফিকেশন জারি করা না হলেও ইতিমধ্যেই উপাধ্যক্ষ নিয়েও বিরোধী শিবির যে তৈরি তাও এ দিন জানিয়ে দিলেন পিসিসি সভাপতি। বলেন, বিরোধী বাম-কংগ্রেস শিবির এবং তিপ্রা মথার সম্মিলিত আলোচনাক্রমে উপাধ্যক্ষ পদপ্রার্থী হিসেবেও প্রধান বিরোধীদল তিপ্রা মথা থেকে প্রার্থী দিচ্ছেন তারা।রাজ্যের জনগণের স্বার্থে তারা সকলেই নির্বাচিত সদস্যদের কাছে ভোট চাইছেন। সার্বিকভাবে এই গোটা বিষয়টি নিয়ে তিপ্ৰা মথা সূত্রে অবশ্য এ ধরনের আলাপচারিতার সত্যতা জানা যায়নি।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…