বিরোধী ঐক্যে শান

এই খবর শেয়ার করুন (Share this news)

এখন আর রাখঢাকের দিন নেই । এক এক করে ২০২৪ – এর মহাসংগ্রামের প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই পক্ষই । আর এরই আনুষ্ঠানিক শুরুয়াত হিসেবে সোমবার তিনদিনের জন্য দিল্লী যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । লক্ষ্য একটাই , আগামী লোকসভা নির্বাচনের আগে শক্তিশালী একটি বিরোধী ঐক্য দেশের সামনে তুলে ধরা । আর এই লক্ষ্যের কথা সাফ ঘোষণা করে শনিবার পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়ে গেল জনতা দল ইউনাইটেডের কার্যকরী কমিটির বৈঠক । এই বৈঠকেই মোটামুটি নীতীশ স্থির করেছেন , দেশব্যাপী বিরোধী ঐক্য গড়ে তুলতে এখন থেকে বিহারের মুখ্যমন্ত্রী নিজেই উদ্যোগী হবেন ।

আর দেশব্যাপী বিরোধী ঐক্যে শান দেওয়ার পাশাপাশি গোটা দেশের মানুষের কাছে একটা বার্তা ছড়িয়ে দেবে জেডিইউ । সেটা হল দেশে শুধু এখন গণতন্ত্রই বিপন্ন নয় , গোটা দেশেই এখন অঘোষিত জরুরি অবস্থা । আর এই সিদ্ধান্ত গ্রহণের পর দ্ব্যর্থহীন ভাষায় বিজেপিকে রুখতে দৃঢ় সংকল্পবদ্ধ নীতীশের ঘোষণা ২০২৪ সালে সবগুলি বিরোধী দল যদি দেশে এক ছাতার তলায় চলে আসে , তবে বিজেপির আসন লোকসভায় ৫০ – এ নেমে আসবে । মাত্র ক’দিন আগেই বিহারে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নীতীশ কুমার আরজেডি এবং কংগ্রেসকে নিয়ে সরকার গঠন করেছিলেন ।

বিহারে বিজেপিকে কার্যত একঘরে করে দিয়ে অনেকগুলো বার্তা দিতে চেয়েছিলেন নীতীশ । আগামীদিনে শুধু বিহারেই নয় , বিজেপির বিরুদ্ধে দিল্লীতে প্রধান বিরোধী মুখ হয়ে উঠতে চলেছেন তিনি , সেটাও বুঝিয়ে দিয়েছিলেন নীতীশ । পাটনার বিজেপিকে ধরাশায়ী করার পর জেডিইউর দলীয় দপ্তরে হোর্ডিং পড়েছিল ‘ প্রদেশ মে দেখা , দেশ মে দিখেগা ‘ । অর্থাৎ বিজেপির বিরুদ্ধে বিহারেই শেষ নয় , এবার মোদির বিরুদ্ধে দেশে লড়াই হবে । শুধু তাই নয় , আগামীদিনে দেশে মোদির বিরুদ্ধে রুখে দাঁড়াবার সংকল্প ঘোষণার পাশাপাশি আরেকটি স্লোগানও বিহারে সাম্প্রতিক রাজনীতিতে বড়সড় চর্চার কেন্দ্র হয়ে ওঠে ।

নীতীশের দল স্লোগান দিতে থাকে , ‘ জুমলা নেহি হকিকত ‘ । অর্থাৎ কেন্দ্রে মোদি – শাহ সরকারের বিরুদ্ধে জুমলা বা মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ বারবার তুলেছিল বিরোধীরা । এবার নীতীশ সেই বিষয়টাই স্লোগানে তুলে এনে পরিষ্কার বার্তা দিতে শুরু করলেন যে , এবার তার টার্গেট দিল্লীর মসনদ । এই তুমুল রাজনৈতিক লড়াইয়ের মধ্যেই শুক্রবার ঘটে যায় আরেক রাজনৈতিক নাটক । শুক্রবার মণিপুরে জেডিইউ দলের ৬ বিধায়কের মধ্যে ৫ জনই বিজেপি দলে যোগ দেওয়ার পর বিহারের বিজেপি নেতা সুশীল মোদি ঘোষণা দেন , মণিপুর জেডিইউ – মুক্ত হয়েছে , খুব সহসা বিহারেও জেডিইউ – আরজেডি জোট সরকারের পতন হবে ।

সুশীল মোদির এই বক্তব্যের পরই রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে । মণিপুরের প্রসঙ্গ টেনে পুরো ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে নীতীশ পাল্টা আক্রমণ শানিয়ে বলেন , এভাবে তো দেশে গণতন্ত্র বলেই আর কিছু থাকল না । শুধুই অসাংবিধানিকভাবে দল ভাঙানো ছাড়া বিজেপির সামনে তো আর কোনও কিছু নেই । এই তুমুল রাজনৈতিক উথাল পাথাল পরিস্থিতির মধ্যেই আরও সুর চড়ালেন নীতীশ এবং বললেন , ২০২৪ সালে দেশের সব বিরোধী দল যদি এক ছাতার তলায় চলে আসে তাহলে বিজেপির আসন কমে ৫০ – এ নেমে আসবে । লক্ষণীয় হল , মাত্র কিছুদিন আগেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে একান্তে বৈঠক করেন নীতীশ ।

তারপরই তাৎপর্যপূর্ণভাবে পাটনায় জেডিইউ দপ্তরে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে নীতীশকে তুলে ধরে বেশ কিছু পোস্টার পড়ে । ইঙ্গিতপূর্ণ দিক হল , মোদির বিকল্প হিসাবে নীতীশকে তুলে ধরার বিষয়টি নিয়ে এ পর্যন্ত কোনও বিরোধী দলের তরফেই কোনও বিরূপ প্রতিক্রিয়া জানায়নি । যদিও মোদির বিরোধী মুখ হিসাবে এতদিন মমতা ব্যানার্জি নিজেকে তুলে ধরার চেষ্টা করলেও সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনা প্রবাহের পর তৃণমূল নেত্রী অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন । অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে বিরোধী মুখ হিসাবে নিরন্তর সওয়াল করে চলেছেন মণীশ শিশোদিয়া । এই রাজনৈতিক আবহের মধ্যেই বিরোধী ঐক্যে শান দিতে তিনদিনের জন্য সোমবার দিল্লী যাচ্ছেন নীতীশ কুমার । সব মিলিয়ে ২০২৪ – এর লোকসভার ভোটে মোদির বিরুদ্ধে বিরোধীদের সর্বসম্মত কেউ মুখ হতে পারবেন কি না সেটাই লাখ টাকার প্রশ্ন । যদি সেটা সম্ভব হয় তাহলে আগামীতে দিল্লীর কুর্সি দখলের খেলা বেশ চমকপ্রদ হবে

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

6 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

6 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

9 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

9 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

9 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

9 hours ago