Categories: দেশ

বিরোধী কন্ঠের ঐক্যসুর মেলাতে মমতার চিঠি

এই খবর শেয়ার করুন (Share this news)

আগামী ১৮ জুলাই দেশের ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের দিন । নির্বাচন কমিশনের এই ঘোষণার পরেই শুরু হয়ে গেছে রাজনৈতিক তৎপরতা । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কিছু বিরোধী দলনেতারা রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী কৌশল নিয়ে আলোচনা করতে ১৫ জুন বিরোধী নেতাদের একটি বৈঠক ডেকেছেন । নয়াদিল্লীর কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হবে । তৃণমূল কংগ্রেস সূত্রের মতে , মমতা বন্দ্যোপাধ্যায় বাম দলগুলি সহ প্রধান বিরোধী দলগুলো এবং দেশের সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের কাছে এ দিন একটি চিঠি পাঠিয়েছেন । তৃণমূল কংগ্রেস দ্বারা জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে আসন্ন নির্বাচনের সাথে সাথে , বিভাজনকারী শক্তির বিরুদ্ধে শক্তিশালী এবং কার্যকর বিরোধিতার উদ্যোগ নিয়ে বিরোধী মুখ্যমন্ত্রী এবং নেতাদের কাছে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

১৫ জুন বিকাল ৩ টা থেকে নয়াদিল্লীর কনস্টিটিউশন ক্লাবে একটি যৌথ সভায় অংশ নেওয়ার জন্য বিরোধী নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে ।তৃণমূল কংগ্রেস নেতৃ অরবিন্দ কেজরিওয়াল ( মুখ্যমন্ত্রী , দিল্লী ) , পিনারাই বিজয়ন ( মুখ্যমন্ত্রী , কেরালা ) , নবীন পট্টনায়ক ( মুখ্যমন্ত্রী , ওড়িশা ) , কম্বকুন্তলা চন্দ্রশেখর রাও ( মুখ্যমন্ত্রী , তেলেঙ্গানা) , এম,কে স্ট্যালিন ( মুখ্যমন্ত্রী, তামিলনাড়ু ) , উদ্ধব ঠাকরে ( মুখ্যমন্ত্রী , মহারাষ্ট্র ) , হেমন্ত সোরেন ( মুখ্যমন্ত্রী , ঝাড়খণ্ড ) , ভগবন্ত সিং মান ( মুখ্যমন্ত্রী , পাঞ্জাব ) , সোনিয়া গান্ধী ( সভাপতি , কংগ্রেস ) , লালু প্রসাদ যাদব ( সভাপতি , আরজেডি ) , ডি রাজা ( সাধারণ সম্পাদক , সিপিআই ) , সীতারাম ইয়েচুরি ( সাধারণ সিপিআইএম ) , সম্পাদক , অখিলেশ যাদব ( সভাপতি , সমাজবাদী পার্টি ) , শারদ পাওয়ার ( সভাপতি , এনসিপি ) , জয়ন্ত চৌধুরী ( সভাপতি , আরএলডি ) , এইচডি কুমারস্বামী ( কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ) , এইচডি দেবেগৌড়া ( এমপি , ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ) , ফারুক আবদুল্লাহ ( সভাপতি , জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ) , মেহবুবা মুফতি ( সভাপতি , পিডিপি ) , এস সুখবীর সিং বাদল ( সভাপতি , শিরোমণি আকালি দল ) , পদন চামলিং ( সভাপতি , সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট ) কে এম কাদের মোহিদিন(সভাপতি,আইইউএম এল)কে চিঠি লিখেছেন বলে জানা গেছে ।

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় , বলেছেন , একটি শক্তিশালী গণতান্ত্রিক জাতির জন্য একটি শক্তিশালী এবং কার্যকর বিরোধী দলের প্রয়োজন । এদেশের সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিভাজনকারী শক্তিকে প্রতিহত করতে হবে যা আজ আমাদেরকে জর্জরিত করছে । বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার দ্বারা বিরোধী নেতাদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে , আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং দেশের তিক্ত বিভেদ তৈরি হচ্ছে । আমাদের প্রতিরোধকে শক্তিশালী করার সময় এসেছে । তিনি আরও লিখেছেন , রাষ্ট্রপতি নির্বাচন প্রায় আসন্ন , সমস্ত প্রগতিশীল বিরোধী দলগুলির জন্য ভারতীয় রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নিয়ে পুনর্মিলন এবং চিন্তাভাবনা করার উপযুক্ত সুযোগ উপস্থিত । এই নির্বাচন স্মরণীয় কারণ একটি বিধায়কদের গণতন্ত্রের তত্ত্বাবধায়ক আমাদের রাষ্ট্রের প্রধানকে নির্বাচিত করতে সুযোগ দেয় । এমন একটি সময়ে যখন আমাদের গণতন্ত্র সঙ্কটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে , আমি বিশ্বাস করি যে বিরোধী কন্ঠের একটি ফলপ্রসূ ঐক্য সময়ের প্রয়োজন , যারা বঞ্চিত এবং প্রতিনিধিত্বহীন সম্প্রদায়ের প্রতিধ্বনি করে ।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

10 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

14 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

15 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

15 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

1 day ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

2 days ago